নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 | 2021 Class 9 model activity task Life science new | যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায়

নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 Part 4 | Class 9 model activity task Part 4 Life Science 2021 new | যে পর্বের প্রাণীদের কোলোব্লাস্ট

Class 9 Model Activity Task Life Science 2021 New বা নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পর্ব 4 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। এর আগেও আমরা 2020 সালের নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম, যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা নবম শ্রেণীর  জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Paer-4 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:

নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 part 4|Class 9 Model Activity Task part 4 Life Science 2021 New


Class 9 model activity task  Part 4 Life Science 2021 new

নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

জীবন বিজ্ঞান

নবম শ্রেণি



১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

১.১ যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো—
(ক) নিমাটোডা
(খ) নিডারিয়া
(গ) টিনোফোরা
(ঘ) মোলাস্কা

উত্তর: টিনোফরা পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায়।

১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো—
(ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি।
(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর।
(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত। (ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর।

উত্তর: উল্লেখিত বক্তব্য গুলির মধ্যে সঠিক বক্তব্য টি হল - (ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর।

১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো –
(ক) প্যারেনকাইমা কলা কৌশান্তর রন্ধ্র উপস্থিত।
(খ) আবরণী কলা – ভিত্তিপর্দা উপস্থিত।
(গ) স্ক্লেরেনকাইমা কলা- জীবিত কোশ উপস্থিত।
(ঘ) স্নায়ুকলা - স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত।

উত্তর: উল্লেখিত বক্তব্য গুলির মধ্যে সঠিক নয় (গ) স্ক্লেরেনকাইমা কলা- জীবিত কোশ উপস্থিত।


ক্লাস নাইন লাইফ সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4  নিউ ২০২১

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট সুপ নামে অভিহিত করেন।
উত্তর: বক্তব্যটি মিথ্যা।
কারণ: বিজ্ঞানী হ্যালডেন "হট ডাইলিউট সুপ" নামে অভিহিত করেছিলেন।

২.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির।
উত্তর: বক্তব্যটি মিথ্যা।
কারণ: প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ ইউক্যারিওটিক বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয়।

২.৩ নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।
উত্তর: বক্তব্যটি সত্য।
কারণ: পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস অফ ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড-ই হলো নিউক্লিওসাইড এর গঠনগত একক।


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খণ্ডক নিয়ে গঠিত – পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। ।

উত্তর: পর্বটির নাম অ্যানিলিডা বা অঙ্গুরীমাল।
অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য: 
(i) এই পর্বের প্রাণীদের দেহ অসংখ্যা আংটির মত খন্ডক বা সোমাইট বা মেটামিয়ার নিয়ে গঠিত।
(ii) দেহের প্রতিটি খণ্ডকে একজোড়া করে গমন অঙ্গ বা সিটা ও রেচন অঙ্গ বা নেফ্রিডিয়া থাকে।

৩.২ এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো।

উত্তর: 
(i) ক্ষরণযোগ্য প্রোটিন, লিপিড ও স্টেরয়েড হরমোন ইত্যাদি সংশ্লেষ অংশগ্রহণ করে।
(ii) মেদকলায় লিপিড সংশ্লেষ হয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিয় জালিকায় জমা থাকে।
(iii) অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার পর্দায় রাইবোজোম mRNA -র সাহায্যে প্রোটিন সংশ্লেষণ করে।

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 । Class 9 Life Science model activity part 1

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । Class 9 Life Science model activity part 2

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । Class 9 Life Science model activity part 3

    8. নীচের প্রশ্নটির উত্তর দাও :

    8.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। 

    উত্তর: যকৃতের অবস্থান: যকৃত মানবদেহের বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত।
    যকৃতের ভূমিকা:
    1. যকৃত অব্যবহৃত অ্যামিনো এসিড থেকে অরনিথিন চক্র এর মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে যার রক্ত দ্বারা বাহিত হয়ে পৌঁছায় ও মূত্রের মাধ্যমে রেচিত হয়।
    2. বিভিন্ন স্নেহ জাতীয় পদার্থ যেমন কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদির অপসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
    3. যকৃৎ লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন কে বিশ্লিষ্ট করে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভারডিন উৎপন্ন করে যা মল ও মূত্র এর মাধ্যমে দেশের বাইরে বেরিয়ে যায়।

    ৪.২ জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো :নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে 
    • উপাদান
    • কাজ

    উত্তরঃ 
    বিষয়জাইলেমফ্লোয়েম
    1. উপাদানজাইলেম প্রধানত ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নামে উপাদান দ্বারা গঠিত।ফ্লোয়েম প্রধানত সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নামে কোষীয় উপাদান দ্বারা গঠিত।
    2. কাজজল ও খনিজ লবণের সংবহন এবং উসের যান্ত্রিক দৃঢ়তা প্রদান জাইলেম এর প্রধান কাজ।ফ্লোয়েম এর মাধ্যমে খাদ্য রসের সংবহন ঘটে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান এর ভূমিকা নেই।

    Mocktest | নবম শ্রেণী অধ্যায়ঃ জীবন ও তার বৈচিত্র মকটেস্ | Class 9 Chapter 1 Mock Test


    আশা করি আজকের  নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।

    কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

    Post a Comment

    Please Comment , Your Comment is Very Important to Us.