বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য পর্ব ২ | Class 9 wbbse life science practice problem online mock test

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য পর্ব ২ | Class 9 wbbse life science practice problem online mock test | abvrp moc

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায়ের মক টেস্ট এর বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। ক্লাস নাইনের প্রথম অধ্যায়ের জীবন ও তার বৈচিত্র্যএর গুরুত্বপূর্ণ 30 টি প্রশ্ন থাকবে এই মক টেস্টে। এটি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব এর পূর্বে প্রথম পর্বপ্রকাশিত হয়েছে।

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায় জীবন ও তার   বৈচিত্র্য


নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়

Class 9 wbbse life science practice problem online mock test

0/30
1 পৃথিবীর জীব বৈচিত্র সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয় কাকে?
মিউটেশন বা পরিব্যক্তিকে
বিচ্ছিন্নতাকে
প্রাকৃতিক নির্বাচনকে
সবকটিকে
পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী মনে করা হয় সবকটিকে।
2 পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি ছিল না?
অক্সিজেন
হাইড্রোজেন সায়ানাইড
অ্যামোনিয়া
মিথেন
পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাস ছিলনা।
3 ট্রান্সজেনিক জীব এর উদাহরণ হল-
গোল্ডেন রাইস
Bt কটন
রোসি নামক গরু
সবকটি
ট্রান্সজেনিক জীব এর উদাহরণ হল সবকটি।
4 উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়?
লিনিয়াস কে
অ্যারিস্টোটল কে
থিওফ্রাস্টাস কে
ল্যামার্ক কে
থিওফ্রাস্টাস কে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়।
5 সায়ানোব্যাকটেরিয়া শ্রেণিবিন্যাসের কোন জগতের অন্তর্গত?
প্রোটিস্টা
মোনেরা
ফাংগি
প্ল্যান্টি
সায়ানোব্যাকটেরিয়া মোনেরা জগতের অন্তর্গত।
6 সমাঙ্গদেহী উদ্ভিদ এর দেহ কে কি বলা হয়?
মাইসেলিয়াম
রাইজয়েড
থ্যালাস
ভাইরয়েড
সমাঙ্গদেহী উদ্ভিদ এর দেহকে থ্যালস বলা হয়।
7 নিচের কোনটি আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল?
নষ্টক
ক্লোরেল্লা
ক্ল্যামাইডোমোনাস
কোনোটিই নয়
নষ্টক হলো আদি নিউক্লিয়াসযুক্ত শৈবাল।
8 ল্যাসো কোষের উপস্থিতি দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে?
নিডেরিয়া
পরিফেরা
টিনোফোরা
অ্যানিলিডা
টিনোফোরা পর্বের প্রাণীদের দেহে ল্যাসোকোষ থাকে।
9 কোন পর্বের প্রাণীদের দেহে মেটামেরিক খন্ডীভবন দেখা যায়?
অ্যানিলিডা
প্লাটিহেলমিনথিস
মোলাস্কা
নিমাটোডা
অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে মেটামেরিক খন্ডীভবন দেখা যায়।
10 প্রবোসিস, কলার ও দেহকান্ড থাকে -
হেমিকর্ডাটা তে
কর্ডাটা তে
ইউরোকর্ডাটা তে
কোনোটিই নয়
হেমিকর্ডাটা তে প্রবোসিস, কলার ও দেহকান্ড থাকে ।
11 নিউমেটিক অস্থি কোন শ্রেণীর প্রাণীদের শরীরে দেখা যায়?
আম্ফিবিয়া
ম্যামেলিয়া
অ্যাভিস
পরিফেরা
অ্যাভিস শ্রেণীর প্রাণীদের শরীরে নিউমেটিক অস্থি দেখা যায়।
12 কোন শ্রেণীর প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত?
আম্ফিবিয়া
অ্যাভিস
রেপটিলিয়া
ম্যামেলিয়া
13 কোনটি হুইটেকার প্রবর্তিত পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এর অন্তর্গত নয়?
প্রোটিস্টা
মোনেরা
আরকিয়া
অ্যানিম্যালিয়া
আরকিয়া হুইটেকার প্রবর্তিত পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এর অন্তর্গত নয়।
14 স্পিসিজ প্লান্টারাম - গ্রন্থটির লেখক কে?
লিনিয়াস
হুইটেকার
বেনথাম ও হুকার
হেকেল
স্পিসিজ প্লান্টারাম গ্রন্থটির লেখক হলেন লিনিয়াস।
15 হুইটেকারের শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত?
মোনেরা
প্রোটিস্টা
অ্যানিমালিয়া
ফাংগি
হুইটেকারের শ্রেণীবিন্যাসের ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত।
16 ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যবস্তুটি হল -
স্টার্চ
ইনিউলিন
গ্লাইকোজেন
শ্বেতসার
ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যবস্তুটি হল গ্লাইকোজেন।
17 হুইটেকার তার বর্ণিত শ্রেণীবিন্যাসে কোন রাজ্যের সব জীবকুলকে খাদক হিসাবে দেখিয়েছেন?
প্রোটিস্টা
ফাংগি
অ্যানিমালিয়া
প্ল্যান্টি
হুইটেকার তার বর্ণিত শ্রেণিবিন্যাসে অ্যানিম্যালিয়া রাজ্যের সব জীবকূলকে খাদক হিসাবে দেখিয়েছেন।
18 শুশনি শাক ও ঢেঁকিশাক কোন গোষ্ঠীর উদ্ভিদ?
ব্রায়োফাইটা
টেরিডোফাইটা
জিমনোস্পার্ম
অ্যানজিওস্পার্ম
শুশনি শাক ও ঢেঁকিশাক টেরিডোফাইটা গোষ্ঠীর উদ্ভিদ।
19 কোন উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলা তন্ত্রের আবির্ভাব ঘটে?
শৈবাল বা অ্যালগি
টেরিডোফাইটা বা ফার্ন
ব্রায়োফাইটা বা মস
জিম্নস্পার্ম বা ব্যক্তবীজী
টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলা তন্ত্রের আবির্ভাব ঘটে।
20 নিচের কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রসু ?
জিমনোস্পার্ম
টেরিডোফাইটা
ব্রায়োফাইটা
অ্যানজিওস্পার্ম
ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রসু।
21 কোন উদ্ভিদগোষ্ঠীতে ফল সৃষ্টি হয় না?
একবীজপত্রী
দ্বিবীজপত্রী
অ্যানজিওস্পার্ম
জিমনোস্পার্ম
জিমনোস্পার্ম উদ্ভিদগোষ্ঠীতে ফল সৃষ্টি হয় না।
22 কোন উদ্ভিদগোষ্ঠীর শস্য বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড ও নিষেকের আগে তৈরি হয়?
জিমনোস্পার্ম
একবীজপত্রী
দ্বিবীজপত্রী
টেরিডোফাইটা
জিমনোস্পার্ম উদ্ভিদ গোষ্ঠীর শস্য বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং নিষেকের আগে তৈরি হয়।
23 সাইকাস, পাইনাস ইত্যাদি উদ্ভিদ কোন গোষ্ঠীর অন্তর্গত?
ব্রায়োফাইটা
টেরিডোফাইটা
জিমনোস্পার্ম
অ্যানজিওস্পার্ম
সাইকাস, পাইনাস ইত্যাদি উদ্ভিদ জিমনোস্পার্ম গোষ্ঠীর অন্তর্গত।
24 গ্যাস্ট্রোভাস্কুলার গহবর বা সিলেন্টেরন দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে?
পরিফেরা
নিডেরিয়া
টিনোফোরা
প্লাটিহেলমিনথিস
নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে গ্যাস্ট্রোভাস্কুলার গহবর বা সিলেন্টেরন দেখা যায়।
25 ফ্লেমকোশের কাজ হল -
রেচনে সাহায্য করা
পরিপাকে সাহায্য করা
সংবাহনে সাহায্য করা
শ্বসনে সাহায্য করা
ফ্লেমকোশের কাজ হল রেচনে সাহায্য করা।
26 কোন পর্বের প্রাণীদের দেহে প্রথম মেটামেরিক সেগমেন্টেশন বা প্রকৃত খন্ডীভবন সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়?
আর্থোপ্রোডা
অ্যানিলিডা
মোলাস্কা
প্লাটিহেলমিনথিস
অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে প্রথম মেটামেরিক সেগমেন্টেশন বা প্রকৃত খন্ডীভবন সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়।
27 কোন পর্বের প্রাণীদের দেহে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়?
আর্থোপ্রোডা
মোলাস্কা
অ্যানিলিডা
টিনোফোরা
অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়।
28 কোন পর্বের অন্তর্গত সকল প্রাণীরা সামুদ্রিক?
মোলাস্কা
পিসিস বা মৎস
একাইনোডার্মাটা
পরিফেরা
একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণীরা সামুদ্রিক।
29 কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল থাকে?
আর্থোপোডা
অ্যানিলিডা
নিডেরিয়া
টিনোফোরা
আর্থোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল থাকে।
30 তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে -
টিউবফিট
অ্যাম্বুল্যাক্রা
ম্যাড্রিপোরাইট
প্যালিয়াম
তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে টিউবফিট।

ক্লাস নাইন এর প্রথম চ্যাপ্টারের এই দ্বিতীয় পর্বের মকটেস্ট আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভাবেই অনলাইন মক টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে তা পরীক্ষা করতে পারবে। এই ক্লাস নাইন লাইফ সাইন্স অনলাইন মক টেস্ট তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা যেন।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.