Class 6 Mathematics Model Activity Task part 5
ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 5
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
(i) (0.3 × 0.5) – এর গুনফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে
(a) 1ঘর আগে (b) 2 ঘর আগে (c) 3 ঘর আগে (d) 4ঘর আগে
উত্তরঃ (b) 2 ঘর আগে ।
(ii) 1.8 মিটার =
(a) 1800 সেন্টিমিটার (b) 180 সেন্টিমিটার (c) 18 সেন্টিমিটার (d) 18000 সেন্টিমিটার
উত্তরঃ (b) 180 সেন্টিমিটার ।
(ii) 10% মানে
(a) শতকরা 100 (b) $\frac{100}{10}$ (c) প্রতি 100 – এর জন্য 10 (d) শতকরা 10%
উত্তরঃ (d) শতকরা 10% ।
(ii) নিচের কোনটি আয়তঘন নয় ?
(a) ইট (b) ছক্কা (c) বই (d) বোতল
উত্তরঃ (d) বোতল ।
2. সত্য / মিথ্যা লেখ (T/F) :
(a) -2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা ।
উত্তরঃ মিথ্যা (F)
(b)
পরিবারের সদস্য সংখ্যা | পরিবারের সংখ্যা |
---|---|
3 | | | |
4 | | | | | | |
4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 ।
উত্তরঃ সত্য (T)
(c)
A (ঘনবস্তু) | B (ভূমি) |
---|---|
পঞ্চভূজাকার | |
ষড়ভুজাকার | |
ত্রিভুজাকার | |
চতুর্ভুজাকার |
AB , CD এবং EF সরলরেখাংশ তিনটি সমবিন্দু।
উত্তরঃ মিথ্যা (F)
(d)
আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেমি ।
উত্তরঃ মিথ্যা (F)
Class VI Mathematics August 2021 part 5 model activity
3. স্তম্ভ মেলাও : ( যে কোনো তিনটি )
4. (a) 145 ও 232 সংখ্যা দুটির গ .সা.গু নির্ণয় করো ও ওই গ .সা.গু – এর সাহায্যে ল .সা.গু নির্ণয় করো ।
সমাধানঃ
$145=5\times \overset{*}{\mathop{29}}\,$
$232=2\times 2\times 2\times \overset{*}{\mathop{29}}\,$
নির্ণেয় গ .সা.গু = 29
ল .সা.গু =(প্রথম সংখ্যা×দ্বিতীয় সংখ্যা) ÷গ.সা.গু
ল .সা.গু = $\frac{145\times \overset{8}{\mathop{\not{2}\not{3}\not{2}}}\,}{\not{2}\not{9}}$
ল .সা.গু = 1160
উত্তরঃ সংখ্যা দুটির গ .সা.গু 29 এবং ল .সা.গু 1160
(b) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো :
(+7 ) , (-7)
উত্তরঃ নির্ণেয় যোগফল = 0 ।