Class 10 model activity task Physical science part 6 new 2021 বা দশম শ্রেণির ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 2021 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব।
Class 10 model activity task Physical science part 6
দশম শ্রেণী ফিসিক্যাল সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 6
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো -
(ক) 4g/mol
(খ) 16g/mol
(গ) 32g/mol
(ঘ) 64g/mol
উত্তর : যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো - (ঘ) 64g/mol
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজ্ঞারণ ঘটে
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর : (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজ্ঞারণ ঘটে।
১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো
(ক) 9 ওহম
(খ) 4 ওহম
(গ) 2 ওহম
(ঘ) 1 ওহম
উত্তর : 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো (গ) 2 ওহম
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?
উত্তর : কীর্তন কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইড বা K[Au (CN)] - এর জলীয় দ্রবণ ব্যবহৃত হয়।
২.২ কিলোওয়াট (KW) ও কিলোওয়াট-ঘণ্টার (KWh) মধ্যে কোনটি ক্ষমতার একক?
উত্তর : কিলোওয়াট (KW) ও কিলোওয়াট-ঘণ্টার (KWh) মধ্যে , কিলোওয়াট (KW) হলো ক্ষমতার একক।
২.৩ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উত্তর : DC অপেক্ষা AC এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ ও বণ্টনের সময় জুল-তাপন ও অন্যান্য পদ্ধতিতে অপচয় অনেক কম হয়।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।
উত্তর : ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম: বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে , তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca = 40, C = 12, O = 16) ।
উত্তর :
বিক্রিয়ার সমীকরণ : CaCO3 = CaO + CO2
∴ CaCO3 এর আণবিক ওজন = {40 +12 + (16×3)} = (40+12+48) = 100
∴ CO2 এর আণবিক ওজন = {12 +(16×2)} = (13+32) = 44
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর পূর্ণ বিভাজনে 44 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর পূর্ণরূপ বিভাজনে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হবে = 44/2 গ্রাম = 22 গ্রাম ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাম্বের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।
উত্তর : ধরি ,
প্রথম তারের রোধ =${{R}_{1}}$
প্রথম তারের ব্যাসার্ধ = ${{r}_{1}}$
প্রথম তারের দৈর্ঘ্য = ${{l}_{1}}$
প্রথম তারের রোধাঙ্ক = ${{\rho }_{1}}$
অতএব প্রথম তারের ক্ষেত্রফল ${{A}_{1}}$= $\pi {{r}_{1}}^{2}$
দ্বিতীয় তারের রোধ = ${{R}_{2}}$
দ্বিতীয় তারের ব্যাসার্ধ = ${{r}_{2}}$
দ্বিতীয় তারের দৈর্ঘ্য = ${{l}_{2}}$
দ্বিতীয় তারের রোধাঙ্ক = ${{\rho }_{2}}$
অতএব দ্বিতীয় তারের ক্ষেত্রফল ${{A}_{2}}$= $\pi {{r}_{2}}^{2}$
প্রথম শর্তানুসারে, ${{l}_{1}}:{{l}_{2}}=2:1$
বা, $\frac{{{l}_{1}}}{{{l}_{2}}}=\frac{2}{1}$
দ্বিতীয় শর্ত অনুসারে, ${{r}_{1}}:{{r}_{2}}=1:2$
বা, $\frac{{{r}_{1}}}{{{r}_{2}}}=\frac{1}{2}$
বা , $\frac{\not{\pi }{{r}_{1}}^{2}}{\not{\pi }{{r}_{2}}^{2}}={{\left( \frac{{{r}_{1}}}{{{r}_{2}}} \right)}^{2}}$
বা, $\frac{{{A}_{1}}}{{{A}_{2}}}=\frac{\not{\pi }{{r}_{1}}^{2}}{\not{\pi }{{r}_{2}}^{2}}={{\left( \frac{1}{2} \right)}^{2}}$
= $\frac{1}{4}$
তৃতীয় শর্তানুসারে, ${{\rho }_{1}}:{{\rho }_{2}}=3:4$
বা, $\frac{{{\rho }_{1}}}{{{\rho }_{2}}}=\frac{3}{4}$
আমরা জানি , $R=\frac{\rho .l}{A}$
প্রথম তারের রোধ , ${{R}_{1}}=\frac{{{\rho }_{1}}.{{l}_{1}}}{{{A}_{1}}}$ --- (i)
দ্বিতীয় তারের রোধ , ${{R}_{2}}=\frac{{{\rho }_{2}}.{{l}_{2}}}{{{A}_{2}}}$ --- (ii)
(i) নং ÷ (ii) নং করে পাই ,
$\frac{{{R}_{1}}}{{{R}_{2}}}=\frac{\frac{{{\rho }_{1}}.{{l}_{1}}}{{{A}_{1}}}}{\frac{{{\rho }_{2}}.{{l}_{2}}}{{{A}_{2}}}}$
বা , $\frac{{{R}_{1}}}{{{R}_{2}}}=\frac{{{\rho }_{1}}.{{l}_{1}}}{{{A}_{1}}}\times \frac{{{A}_{2}}}{{{\rho }_{2}}.{{l}_{2}}}$
বা , $\frac{{{R}_{1}}}{{{R}_{2}}}=\frac{{{\rho }_{1}}}{{{\rho }_{2}}}\times \frac{{{l}_{1}}}{{{l}_{2}}}\times \frac{{{A}_{2}}}{{{A}_{1}}}$
বা , $\frac{{{R}_{1}}}{{{R}_{2}}}=\frac{3}{{\not{4}}}\times \frac{2}{1}\times \frac{{\not{4}}}{1}$
বা, $\frac{{{R}_{1}}}{{{R}_{2}}}=\frac{6}{1}$
অর্থাৎ , ${{R}_{1}}:{{R}_{2}}=6:1$