বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[ MCQ Mock Test ] Class 6 Poribesh Chapter VI | মাপজোক ও পরিমাপ | ক্লাস সিক্স আমাদের পরিবেশ অধ্যায় ৫

[ MCQ Mock Test ] Class 6 Poribesh Chapter VI | মাপজোক ও পরিমাপ | ক্লাস সিক্স আমাদের পরিবেশ অধ্যায় ৫ 2nd unit test qna

MCQ Mock Test Class 6 Poribesh Chapter 5 ( ক্লাস সিক্স আমাদের পরিবেশ অধ্যায় ৫ মাপজোক ও পরিমাপ

মাপজোক ও পরিমাপ মক টেস্ট ক্লাস সিক্স

নিচের ভিডিওটি দেখলে সহজেই এই চ্যাপ্টারের প্রায় সব উত্তর দিতে পারবে

0/42
1 মৌলিক রাশি নয়
আয়তন
দৈর্ঘ্য
সময়
ভর
আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
2 একই একক যুক্ত ভৌত রাশি দুটি হল –
কার্য ও শক্তি
ওজন ও বল
বেগ ও দ্রুতি
সবগুলি
3 একটি সমজাতীয় সম্পর্ক হল –
গ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম
ভর, দৈর্ঘ্য, ক্ষেত্রফল
গ্রাম, পাউন্ড, গ্যালন
মিলিলিটার, মোল, ক্যান্ডেলা
গ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম – এগুলি সবগুলি ভরের একক।
4 কোনটি মৌলিক একক?
মোল
ঘনমিটার
ক্যালোরি
ডাইন
অনু পরমাণুর পরিমাণের একক হল মোল।
5 বেগ রাশিটির SI একক কি?
cm/s2
m/s2
cm/s
m/s
CGS একক হল cm/s
6 CGS পদ্ধতিতে আয়তন মাপার একক হল
সেমি
ঘনসেমি
বর্গসেমি
গ্রাম/সিসি
CGS পদ্ধতিতে আয়তনের একক ঘনসেমি। SI পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার
7 SI পদ্ধতিতে অনু-পরমাণুর পরিমাণের একক কি?
গ্রাম
মিলিগ্রাম
ঘনসেমি
মোল
গ্রাম ভরের সিজিএস একক। মিলিগ্রাম ভরের একটি ব্যবহারিক একক। ঘনসেমি আয়তনের সিজিএস একক।
8 মিটারের একটি গুণিতক একক হল
সেন্টিমিটার
কিলোমিটার
মিলিমিটার
ডেসিমিটার
9 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগকে বলে
1 গ্রাম
0.5 গ্রাম
1 মিলিগ্রাম
10 গ্রাম
10 ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারস নামক সংস্থায় 0° C তাপমাত্রায় রাখা সংকর ধাতুর দন্ডটির দৈর্ঘ্য
10 মিটার
1 সেমি
1 সেমি
1 মিটার
11 প্রমাণ মিটারের দন্ডটিতে প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত
9:1
1:9
10:9
1:6
12 কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে?
মিলিমিটার
কিলোমিটার
লিটার
গ্রাম
13 কোন বস্তুর ওপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা যায় তা হল
আয়তন
উচ্চতা
ক্ষেত্রফল
ঘনত্ব
14 প্রস্থ থাকে
বৃত্তে
গোলোকে
আয়তক্ষেত্রে
শঙ্কুতে
15 পুলের ষষ্ঠ শ্রেণির বর্ষার বেঞ্চ মেপে যে মাপগুলি পাওয়া গেল সেগুলি যথাক্রমে 160cm, 30cm, 40cm। তাহলে বেঞ্চটা কতটা উঁচু?
30 cm
40 cm
160 cm
এদের কোনোটিই নয়
16 π একটি ধ্রুবক সংখ্যা। এর মান
$\frac{22}{7}$
$\frac{7}{22}$
$\frac{25}{8}$
$\frac{22}{9}$
17 1 ঘন মিটার হল
1 mL
1000 L
1 L
100 L
18 9.8 m কে কিলোমিটারে প্রকাশ করলে হয়
0.098 km
0.0098 km
0.980 km
0.00098 km
19 1 লিটার জলের আয়তন
1 ঘন ডেসিমিটার অপেক্ষা কম
1 ঘন ডেসিমিটার অপেক্ষা বেশি
1 ঘন ডেসিমিটারের সমান
100 ঘন সেন্টিমিটার
20 কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে আঙুল ডোবালে কিছুটা জল পড়ে গেল। যেটুকু জল পড়ে গেল, তা তোমার আঙ্গুলের জলের মধ্যে ডোবানো অংশের
ভর
দৈর্ঘ্য
ওজন
আয়তন
21 একটি ছোট অসম আকৃতির পাথরের টুকরোর আয়তন পরিমাপ করতে তুমি কোনগুলি ব্যবহার করবে?
স্কেল, কাগজ, পেন্সিল
তুলা যন্ত্র, স্কেল, পেনসিল
আয়তন মাপনী চোঙ, তুলা যন্ত্র
জল, আয়তন মাপনী চৌঙ, লাইলনের সুতো
22 ঘড়ির কাঁটা গুলি একই সরলরেখায় আসে
5 টার সময়
6 টার সময়
7 টার সময়
8 টার সময়
23 স্টপওয়াচের চাবি পরপর 4 বার চাপলে কাঁটা গুলি
চলতে শুরু করে
প্রাথমিক অবস্থানে আসে
থেমে যায়
বলা সম্ভব নয়
24 যে যন্ত্রটি বেশি সুক্ষভাবে সময় মাপে
হাত ঘড়ি
দেয়াল ঘড়ি
টেবিল ঘড়ি
ডিজিটাল ঘড়ি
25 কোন ব্যক্তির বৃদ্ধি তার
উচ্চতা থেকে বোঝা যায়
দৈর্ঘ্য থেকে বোঝা যায়
ওজন থেকে বোঝা যায়
মানসিক বিকাশ থেকে বোঝা যায়
26 যা পরিমাপ করা যায় তাকেই বলে
রাশি
ভৌত রাশি
একক
যন্ত্র
27 ভরবেগ হলো
মৌলিক রাশি
লব্ধ রাশি
মৌলিক ও লব্ধ উভয়
কোনোটিই নয়
28 আলোকবর্ষ কোন রাশির একক?
দৈর্ঘ্য
ভর
আলোর তীব্রতা
সময়
29 কোন ভৌত রাশির পরিমাপ যোগ্য ক্ষুদ্র পরিমাণ কে বলে
স্ট্যান্ডার্ড
প্রোটোটাইপ
একক
কোনোটিই নয়
30 মিলিলিটার তরলের ____ এর একক।
ভর
আয়তন
ঘনত্ব
ওজন
31 1 লিটার = কত মিলিলিটার?
10
100
1000
10000
32 1 ঘন সেন্টিমিটার = কত মিলিলিটার?
1
10
100
1000
33 দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান কে বলে
একক
সময়
দীপন প্রবল্য
প্রবাহমাত্রা
34 গড় সৌর দিনের ______ অংশ = 1 সেকেন্ড
$\frac{1}{24}$
$\frac{1}{12}$
$\frac{1}{60}$
$\frac{1}{86400}$
35 এক ঘন্টা গড় সৌর দিনের কত অংশ?
$\frac{1}{12}$
$\frac{1}{24}$
$\frac{1}{16}$
$\frac{1}{2}$
36 উষ্ণতার এসআই একক হল
কিলোগ্রাম
সেলসিয়াস
ফারেনহাইট
কেলভিন
37 উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল
অক্সানোমিটার
অক্সিন
স্কেল
দাঁড়িপাল্লা
38 কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয়
ক্যালোরি মিটার
স্প্রিং তুল
থার্মোফ্লাক্স
থার্মোমিটার
39 একটি লব্ধ রাশি হল
ওজন
সময়
তড়িৎ প্রবাহমাত্রা
উষ্ণতা
40 আন্তর্জাতিক পদ্ধতি (SI) তৈরি হয় কত সালে?
1875
1950
1960
1985
41 নক্ষত্রদের মধ্যেকার দূরত্ব মাপা হয় কোন এককে
মিটার
কিলোমিটার
হেক্টোমিটার
আলোকবর্ষ
42 SI পদ্ধতিতে মূল একক কয়টি?
1 টি
5 টি
6 টি
7 টি

💠ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় - 5💠

কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?

1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.