class 10
Class X Life science Chapter 3 Mock test WBBSE
মক টেস্ট : বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ
Mocktest : বংশগতিClass X
Your score: 0/20
1 বংশগতির সূত্রাবলী কে আবিষ্কার করেন?
ডি ভ্রিস
ডারউইন
ল্যামার্ক
মেন্ডেল
বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন মেন্ডেল।
2 কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের
ব্যতিক্রম ঘটে?
পৃথকীভবন সূত্রের ক্ষেত্রে
প্রকটতার ক্ষেত্রে
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
স্বাধীন বিন্যাস সূত্রের ক্ষেত্রে
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে।
3 যখন হেটারোজাইগাস অপত্য কে হোমোজাইগাস
প্রচ্ছন্ন জনিতৃর সঙ্গে সংকরায়ন করানো হয় সেই ঘটনাকে বলে-
ব্যাক ক্রস
টেস্ট ক্রস
রেসিপ্রোকাল ক্রস
ফাইনাল ক্রস
হেটারোজাইগাস অপত্য কে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিতৃর সঙ্গে সংকরায়ন করানোকে
টেস্ট ক্রস বলে।
4 সন্ধ্যামালতীর লাল ফুলের (WW) সঙ্গে
সাদা ফুলের (ww) সংকরায়ন ঘটানো হলো। অপত্য জনুতে যে ফুল উৎপন্ন হলো তা হলো
গোলাপি (Ww) । এটি কোন ঘটনার উদাহরণ?
সংকরায়ন
প্রচ্ছন্নতা
অসম্পূর্ণ প্রকটতা
মিউটেশন
এই ঘটনাটি হল অসম্পূর্ণ প্রকটতা।
5 AaBb জিনোটাইপ যুক্ত জীবকে টেস্ট ক্রস
করলে উৎপন্ন অপত্য গুলির অনুপাত হবে-
1:1:1:1
1:2:1
3:1
9:3:3:1
AaBb জিনোটাইপ যুক্ত জীবকে টেস্ট ক্রস করলে উৎপন্ন অপত্য গুলির অনুপাত হবে
1:1:1:1
6 একটি খাঁটি সাদা (প্রচ্ছন্ন) ফুলের মটর
গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি (প্রকট) ফুলের মটর গাছের সংকরায়ন ঘটানো হলো।
এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে-
100 % সাদা
সমস্তই বেগুনি
50% সাদা এবং 50% বেগুনি
75% বেগুনি এবং 25% সাদা
এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে সমস্তই বেগুনি।
7 মেন্ডেলের আবিষ্কৃত সূত্র কি নামে
পরিচিত?
মেন্ডেলবাদ
একসংকর জনন
জেনেটিক্স
দ্বিসংকর জনন
মেন্ডেলের আবিষ্কৃত সূত্র মেন্ডেলবাদ নামে পরিচিত।
8 একজন পুরুষ ও একজন মহিলার বিবাহে পুত্র
সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হলো-
2:1
3:2
1:1
1:2
একজন পুরুষ ও একজন মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা
1:1
9 বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো -
TT
Tt
tt
কোনোটিই নয়
বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো tt।
10 একই জিনের বিভিন্ন রূপগুলি হলো -
অ্যালিল
লোকাস
জিনপুল
জিনোটাইপ
একই জিনের বিভিন্ন রূপগুলি হলো অ্যালিল।
11 মেন্ডেল যে দেশের মানুষ ছিলেন -
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
সুইডেন
অস্ট্রিয়া
মেন্ডেল অস্ট্রিয়া দেশের মানুষ ছিলেন।
12 মেন্ডেলীয় বংশগতির উদাহরণ হল-
রোলার ও স্বাভাবিক জিভ
মুক্ত ও সংযুক্ত কানের লতি
বাদামি ও নীল মনি
সবগুলি সঠিক
মেন্ডেলীয় বংশগতির উদাহরণ হলো রোলার ও স্বাভাবিক জিভ।
13 সংযুক্ত কানের লতির জন্য দায়ী
অ্যালিল হলো-
প্রকট
সহ প্রকট
প্রচ্ছন্ন
কোনোটিই নয়
সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিল হলো প্রচ্ছন্ন।
14 জিনের গঠনগত স্থায়ী পরিবর্তন কে কি
বলে?
অ্যালিল
অভিব্যক্তি
অভিযোজন
পরিব্যক্তি
জিনের গঠনগত স্থায়ী পরিবর্তন কে পরিব্যক্তি বলা হয়।
15 জিনগত পরিবর্তনে জীবের বৈশিষ্ট্যের
পার্থক্য সৃষ্টির ঘটনাকে বলে -
অভিযোজন
প্রকরণ
বংশগতি
জিন
জিনগত পরিবর্তন এর জীবের বৈশিষ্ট্যের পার্থক্য সৃষ্টির ঘটনাকে বলে প্রকরণ।
16 মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছে
কত জোড়া বিপরীত ধর্মি বৈশিষ্ট্যের নির্বাচন করেছিলেন?
1 জোড়া
2 জোড়া
7 জোড়া
9 জোড়া
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছে 7 জোড়া বিপরীত ধর্মি বৈশিষ্ট্যের
নির্বাচন করেছিলেন।
17 জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হলো -
DNA
RNA
উভয়
DNA অথবা RNA
জীব দেহের প্রধান জেনেটিক পদার্থ হল DNA।
18 জিন কথাটি প্রথম ব্যবহার করেন-
মেন্ডেল
জোহানসন
বেটসন
মর্গান
জিন কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসেন।
19 জীবদেহে বংশগতির একক হল-
DNA
RNA
জিন
ক্রোমোজোম
জীবদেহে বংশগতির একক হল জিন।
20 মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার
অনুসরণে একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে (tt) মটর
গাছের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে (F1) শতকরা কত ভাগ সংকর লম্বা মটর
গাছ পাওয়া যাবে?
শতকরা 25 ভাগ
শতকরা 50 ভাগ
শতকরা 75 ভাগ
শতকরা 100 ভাগ
এ ক্ষেত্রে শতকরা 50 ভাগ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে।