পৃষ্ঠটান কাকে বলে | পৃষ্ঠটানের একক মাত্রা উদাহরণ | পৃষ্ঠ শক্তি । নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

পৃষ্ঠটান কাকে বলে | পৃষ্ঠটানের একক মাত্রা উদাহরণ | তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে | পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির ...

পৃষ্ঠটান ( surface tension) বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান অধ্যায় "পদার্থ: গঠন ও ধর্ম" - খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পৃষ্ঠটান।

পৃষ্ঠটান

1. পৃষ্ঠটান কাকে বলে? 

উত্তরঃ যদি তরলের মুক্তপৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়।

পৃষ্ঠটান এর উদাহরণ দাও। 

  • কচুপাতায় জল ফেললে পৃষ্ঠটানের জন্য জল গোলাকার আকার ধারণ করে।
  • পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জল গোলাকার পরিণত হয়।
  • একটি দলবিহীন সুচ জলের উপরে সাবধানে রাখলে সুষ্ঠু ভেসে থাকে পৃষ্ঠটান এর জন্য।
  • মাকড়সা জলের পৃষ্ঠটান এর জন্য জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে।
2. পৃষ্ঠটানের একক কি?
উত্তরঃ CGS পৃষ্ঠটানের একক ডাইন সেমি-1

SI পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন মিটার-1

3. পৃষ্ঠটানের মাত্রা কি?
উত্তরঃ পৃষ্ঠটানের মাত্রা হলো MT-2

4. তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে?

  • তরলের পৃষ্ঠটান নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে:
  • তরলের তাপমাত্রা: তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমে যায়।
  • তরলের ঘনত্ব: তরলের সম্পৃক্ত বাষ্প ঘনত্ব বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কমে যায়।
  • দ্রবীভূত বস্তুর উপস্থিতি: তরলে কোন অজৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠ টান বাড়ে কিন্তু জৈব বস্তুর দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে।
  • তরলের উপরিস্থিত মাধ্যম: তরলের মুক্ততলের সংস্পর্শে যে মাধ্যম আছে টা তুলনামূলকভাবে শুষ্ক হলে পৃষ্ঠটান বেশি হয়।
  • দূষণ: তরল পৃষ্ঠের কোন অপদ্রব্য দ্বারা দূষিত হলে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে।
  • তড়িতাহিত প্রভাব: যদি তরল তড়িতাহিত হয় তাহলে তরলের পৃষ্ঠটান বাড়ে।
5. পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে?
উত্তরঃ অ্যাটভস এর সূত্রানুযায়ী তাপমাত্রার পার্থক্য অল্প হলে, তাপমাত্রা ও পৃষ্ঠটান এর মধ্যে সম্পর্ক হয় $S'\text{ }=\text{ }S\left[ 1-\alpha \left( \theta '-\theta \right) \right]$। এখানে S' ও S যথাক্রমে $\theta '$ ও $\theta $ তাপমাত্রায় পৃষ্ঠটান এবং $\alpha $ একটি ধ্রুবক রাশি, একে পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়।

6. জলের ওপর চর্বি জাতীয় পদার্থ ভাসালে পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়?
উত্তরঃ পৃষ্ঠটান কমে যায়।

7. জলের তুলনায় সাবান গলা জলের পৃষ্ঠটান কম না বেশি?
উত্তরঃ বিশুদ্ধ জলের তুলনায় সাবান গলা জলের পৃষ্ঠটান কম হয়।


7. তরলের সংকট তাপমাত্রা কাকে বলে?
 উত্তরঃ একটি বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। এই তাপমাত্রাকে ওই তরলের সংকট তাপমাত্রা বলা হয়।

8. পৃষ্ঠটান এর কারণ কি?
উত্তরঃ পৃষ্ঠটান এর কারণ হলো সংসক্তি বল।

9. তরল বিন্দুর গোলাকার আকৃতি হওয়ার কারণ কি?
উত্তরঃ পৃষ্ঠটানের জন্য তরল বিন্দু গোলাকার আকৃতির হয়।

10. কাচের একটি কৌশিক দলকে জলপূর্ণ বিকালের মধ্যে ডোবালে নল বরাবর জল কিছুটা উঠে আসে। এর কারণ কি?
উত্তরঃ পৃষ্ঠটানের জন্য এমন হয়।

11. উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা সমুদ্র শান্ত হয়ে যায় কেন?
উত্তরঃ আমরা জানি জলের তেল বা চর্বি জাতীয় কোনো অপদ্রব্য ফেললে পৃষ্ঠটান কমে যায়। সুতরাং বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তৈলাক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা বেশি। এখন উত্তাল সমুদ্রে তেল ঢাললে ওই তেল সমুদ্রপৃষ্ঠের ছড়িয়ে পড়ে এবং ভাসমান তেলস্তর ঢেউয়ের সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়। ঢেউয়ের অগ্রবর্তী অংশে জলের পৃষ্ঠটান পেছনের তেলমুক্ত জলের পৃষ্ঠটান এর চেয়ে কমে যায়। এখন পিছনের উচ্চ পৃষ্ঠটানযুক্ত জল সামনের নিম্ন পৃষ্ঠটানযুক্ত জলকে পিছনের দিকে টানে। তাই জলের ঢেউ এর উচ্চতা ও গতিবেগ দুটোই কম হয় অর্থাৎ সমুদ্র অনেক শান্ত হয়।

12. জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে কেন?
উত্তরঃ তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি। ফলে জল তেলের উপর একটা টান প্রয়োগ করে যার দরুন তেল জলের উপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

13. জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে ইতঃস্তত ছুটাছুটি করতে দেখা যায় কেন?
উত্তরঃ কর্পূর জলেশ অসমভাবে দ্রবীভূত হয়। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জল কর্পূর দ্বারা দূষিত হওয়ায় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসম বল কর্পূর এর উপর কাজ করে। তাই কর্পূরের খণ্ডটি এলোমেলোভাবে ইতস্তত ছোটাছুটি করে।

14. ছাতা বা তাঁবুর কাপড়ে জল ঢুকতে পারে না কেন?
উত্তরঃ ছাতা বা তাঁবুর কাপড় ছিদ্র যুক্ত হয়। ওই ছিদ্র দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে কিন্তু জল ঢুকতে পারে না। বৃষ্টির সময় ওই ফাক গুলিতে জলের সর সৃষ্টি হয়। যার মধ্যে দিয়ে বৃষ্টির জল ঢুকলে পারেনা। পৃষ্ঠটানের জন্য জল গোলাকার বিন্দু আকার ধারণ করে এবং ছাতা বা তাঁবুর উপরে পড়লে তা গড়িয়ে চলে যায়। কিন্তু বৃষ্টির সময় ছাতা বা তাঁবুর ভেতর যদি স্পর্শ করা হয় তবে ওইখানে পৃষ্ঠটান কমে যাবে এবং জল ভিতরে ঢুকবে।


15. পৃষ্ঠটানের cgs একক কি?
উত্তরঃ পৃষ্ঠটানের cgs একক হল ডাইন সেমি -1

16. পৃষ্ঠটানের SI একক কি?
উত্তরঃ পৃষ্ঠটানের SI একক হল নিউটন মিটার -1

17. পৃষ্ঠটান কি রাশি?
উত্তরঃ পৃষ্ঠটান হল স্কেলার রাশি।

18. পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির পার্থক্য লেখ।
  • তরলের পৃষ্ঠটান বরাবর প্রতি একক দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে।
  • প্রতি একক দৈর্ঘ্যের এলাকায় পৃষ্ঠতল কে প্রসারিত করতে যে পরিমান কার্য করা হয় তাকে পৃষ্ঠশক্তি বলে।
19. বিশুদ্ধ জল বা পানির পৃষ্ঠটান কত?
উত্তরঃ 72 dyn / cm

20. সাবান গলা জলের পৃষ্ঠটান কত?
উত্তরঃ সাবান ঘোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 dyn/cm


21. পৃষ্ঠ শক্তির মাত্রা কি?
উত্তরঃ পৃষ্ঠ শক্তির মাত্রা MT-2

22. তরলের পৃষ্ঠটান এর উপর তাপমাত্রার প্রভাব লেখ।
উত্তরঃ পৃষ্ঠটান তাপমাত্রার উপর নির্ভরশীল। উষ্ণতা বৃদ্ধি করলে তরলের অনুগুলির মধ্যে সমসঞ্জন বল হ্রাস পায়। হলে উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত তরলের পৃষ্ঠটান কমে যায়। উষ্ণতা বাড়তে বাড়তে একটি বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, একে সংকট তাপমাত্রা বলা হয়।

23. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি?
উত্তরঃ পৃষ্ঠটান = বল ÷ দৈর্ঘ্য = MLT-2÷ L
= MT-2

24. সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত?
উত্তরঃ সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান শুন্য।

25. কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়?
উত্তরঃ সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান শূন্য হয়।

26. তরলের পৃষ্ঠটান এর একটি ব্যবহার লেখ।
উত্তরঃ অনেক কীটপতঙ্গ পৃষ্ঠটান এর জন্য জলের উপর চলাফেরা করতে পারে।

1 comment

  1. বিষয় ভিত্তিক দারুন তথ্য বিশ্লেষণ
Please Comment , Your Comment is Very Important to Us.