অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 new 2021 | class 8 science model activity task part 6
ক্লাস এইট সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6
পরিবেশ ও বিজ্ঞান
১) ঠিক উত্তর নির্বাচন করো -
১.১) যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলো -
ক) তামা
খ) লোহা
গ) কাঠ
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর - গ) কাঠ ।
১.২) যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো -
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) অ্যামোনিয়াম সালফেট
গ) সালফিউরিক অ্যাসিড
ঘ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর - ঘ) অ্যাসেটিক অ্যাসিড ।
১.৩) মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো -
ক) ডিম → পিউপা → লার্ভা → পূর্ণাঙ্গ
খ) ডিম → লার্ভা → পূর্ণাঙ্গ → পিউপা
গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ
ঘ) ডিম → পূর্ণাঙ্গ → লার্ভা → পিউপা
উত্তর - গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ ।
২) শূন্যস্থান পূরণ করো -
২.১) কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল __________ যায়।
উত্তর- বেড়ে
২.২) _____ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
উত্তর- বায়ুর।
২.৩) _______ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।
উত্তর- ক্যাফিনের
৩) একটি বা দুটি বাক্যে উত্তর দাও -
৩.১) জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?
উত্তর- জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবার মিনিট দুয়েকের মধ্যেই টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। পরিবেশ থেকে তাপ শোষন করে বলেই এমনটি ঘটে সুতরাং বলা যায় এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন।
অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে জল যোগ করা হলে অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় এবং তাপ শোষণ করে, ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায় ।
৩.২) যক্ষ্ণা রোগের লক্ষণ কী কী?
উত্তর- যক্ষ্ণা রোগের প্রধান লক্ষণগুলি হল -
(1) প্রচণ্ড দীর্ঘস্থায়ী কাশি ও কফের সঙ্গে রক্ত ।
(2) রাতের দিকে জ্বর ত শ্বাস কষ্ট ।
(3) শরীরের ওজন কমে যাওয়া ।
(4) ক্লান্তি ও খাওয়ায় অনীহা ।
(5) অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা ।
৪ ) তিন-চারটি বাক্যে উত্তর দাও ঃ
৪.১) কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর- বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে -
ক) তরলের উপরিতলের বিস্তৃতি - তরলের উপরিতলের বিস্তৃতি যত বেশি হয়, বাষ্পায়নের হারও তত বেশি হয়।
খ) তরলের উষ্ণতা - তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়।
গ) বায়ু চলাচল - তরলের ওপর বায়ু চলাচল বাড়লে বাষ্পায়ন দ্রুত হারে হয়।
ঘ) তরলের ওপর বায়ুর চাপ - বায়ুমন্ডলীয় চাপ যত কম হয়, বাষ্পায়নের হার তত বেশি হয়। তাই বাষ্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয়।
ঙ) বায়ুর শুষ্কতা - বায়ু যত শুষ্ক হয়, তার বাষ্প গ্রহণ করার ক্ষমতাও তত বেশি হয়।
৪.২) কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয়?
উত্তর- মাছের ডিমপোনা তৈরির কৃত্রিম পদ্ধতি -
ক) এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়, মাছের মাথার পিটুইট্যারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইনজেকশান দেওয়া হয়।
খ) পিটুইট্যারি ইনজেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম্বাণু ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে ।আর এই শুক্রাণু ও ডিম্বাণু মিলনে ডিম পোনা তৈরি হয়।
গ) আর পুরুষ ও স্ত্রী মাছের কোনোটাকে কখন কতবার কতটা ইনজেকশান দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে।
কৃত্রিম পদ্ধতিতে ডিমপোনা তৈরি করলে কোন্ কোন্ মাছের ডিমপোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে। আর ডিমপোনা সংগ্রহেও অনেক সুবিধা হয়।