Whatsapp চ্যানেলে আমাকে ফলো করতে পারো ❤️→ Follow ❤️

Top 20 question MCQ Class IX physical Science Mock test | নবম শ্রেণির অ্যাসিড , ক্ষার ও লবন অধ্যায়ের MCQ মক টেস্ট

নবম শ্রেণির অ্যাসিড , ক্ষার ও লবন অধ্যায়ের MCQ মক টেস্ট। Top 20 question MCQ Class IX physical Science Mock test Chapter 4.4 - Acid, Base salt

নবম শ্রেণির অ্যাসিড , ক্ষার ও লবন অধ্যায়ের MCQ মক টেস্ট (পর্ব - ১)  এর গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর নিয়ে আজকের পর্বে আমরা হাজীর হয়েছি । তুমি কি চাও তোমার ভৌত বিজ্ঞানে পরিক্ষায় আরও ভালো নম্বর আসুক। তাহলে তুমি সঠিক জায়গায় এসেছ । 

অভিজ্ঞ শিক্ষক ও মান সম্পন্ন বই থেকে প্রতিটি প্রশ্ন বাছাই করা হয়েছে। Class IX physical Science Mock test Chapter 4.4 - Acid, Base and Salt - একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মক টেস্ট ( Practice Problem ) অনুশীলন করলে তোমার এই অধ্যায় এর প্রস্তুতি আরও পাকা হবে।

Thumbnail : নবম শ্রেণির অ্যাসিড , ক্ষার ও লবন অধ্যায়ের MCQ মক টেস্ট


নবম শ্রেণী মক টেস্ট অ্যাসিড , ক্ষার ও লবন

Class 9 Physical science Mock Test Chapter 4.4

Mocktest : অ্যাসিড ( নবম শ্রেণী )Class IX
Your score: 0/20
1 অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে বদহজম হলে তা নিরাময়ের জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করা হয় –
অ্যান্টিবায়োটিক
অ্যানালজেসিক
অ্যান্টাসিড
অ্যান্টিসেপটিক
অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে বদহজম হলে তা নিরাময়ের জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয়।
2 ক্ষারীয় দ্রবণে ফেনলথ্যালিন বেগুনি বর্ণ ধারণ করে তা হল –
মিথাইল অরেঞ্জ
মিথাইল রেড
ফেনলথ্যালিন
লিটমাস
ক্ষারীয় দ্রবণে ফেনলথ্যালিন বেগুনি বর্ণ ধারণ করে।
3 নিচের কোনটি অজীর্ণ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় –
সোডিয়াম হাইড্রোক্সাইড
পটাশিয়াম হাইড্রাইড
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
পটাশিয়াম হাইড্রোক্সাইড
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অজীর্ণ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
4 একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবনটির সম্ভাব্য pH হবে –
7
7 – এর থেকে কম
0
7 – এর থেকে বেশি
একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবনটির সম্ভাব্য pH হবে 7 – এর থেকে বেশি।
5 নিচের লবণ গুলির মধ্যে কোনটি আম্লিক লবণ ?
CH3COONa
NaHSO4
Na3HPO3
HCOONa
নিচের লবণ গুলির মধ্যে NaHSO4 আম্লিক লবণ।
6 একটি দ্রবণে লাল লিটমাস যোগ করলে নীলবর্ণে পরিবর্তিত হয়। এই দ্রবণের pH হবে –
1
4
6
11
একটি দ্রবণে লাল লিটমাস যোগ করলে নীলবর্ণে পরিবর্তিত হয়। এই দ্রবণের pH হবে 11।
7 একটি দ্রবণে নীল লিটমাস যোগ করলে লাল বর্ণে পরিবর্তিত হয় ।এই দ্রবণের সম্ভাব্য pH
14
7
8
5
একটি দ্রবণে নীল লিডমাস যোগ করলে যদি লাল বর্ণের পরিবর্তিত হয় তবে ওই দ্রবণের সম্ভাব্য pH হবে 5
8 একটি জলীয় দ্রবণে ফিনালথ্যালিন যোগ করলে লালচে বেগুনিব বর্ণে পরিবর্তিত হয় । দ্রবণের সম্ভাব্য pH –
4
7
10
2
একটি জলীয় দ্রবণে ফিনালথ্যালিন যোগ করলে লালচে বেগুনিব বর্ণে পরিবর্তিত হয় । দ্রবণের সম্ভাব্য pH 10 ।
9 একটি জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণে পরিবর্তিত হয়। দ্রবণের সম্ভাব্য pH –
4.3
11
6
7
একটি জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণে পরিবর্তিত হয়। দ্রবণের সম্ভাব্য pH 11
10 পাকস্থলীতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডের নাম –
অ্যাসিটিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
পাকস্থলীতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডের নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড।
11 বোলতা হুল ফোটালে নিচের কোনটির দ্রবণ লাগাতে হবে ?
খাবার সোডা
কাপড় কাচার সোডা
মিল্ক অফ ম্যাগনেসিয়া
ভিনিগার
বোলতা হুল ফোটালে ভিনেগার লাগাতে হবে।
12 একটি বাগানের মৃত্তিকার pH এর মান 4.5 এই মৃত্তিকা শস্যের উপযোগী করতে হলে নিচের কোনটি মৃত্তিকার সাথে যোগ করা দরকার?
লবণ
চুন
বালি
জৈব সার
এই মৃত্তিকা শস্যের উপযোগী করতে হলে মৃত্তিকার সাথে চুন যোগ করা দরকার।
13 নিচের কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে?
Na
Mg
P
Al
P – মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে।
14 নিচের কোন মৌলটি ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে?
N
Cl 
Fe
S
Fe – মৌলটি ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে।

Read More : নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান – চতুর্থ অধ্যায় – দ্রবণ প্রশ্ন উত্তর | ছায়া প্রকাশনীর অনুশীলনী

15 একটি লবণের জলীয় দ্রবণ আম্লিক। নিচের কোন অ্যাসিড এবং কোন ক্ষারকের বিক্রিয়ায় এই লবণ উৎপন্ন হয়?
তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক
তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারক
মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারক
মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক
তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তার জলীয় দ্রবণ আম্লিক।
16 নিচের কোন পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে?
ইথাইল অ্যালকোহল
অ্যাসিটিক অ্যাসিড
গ্লুকোজ
চিনি
অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে।
17 ভাঙ্গা ডিমের খোলায় একটি দ্রবণ যোগ করলে একটি গ্যাস উৎপন্ন হয় যা চুনজলকে ঘোলা করে । এই দ্রবণে আছে –
NH4Cl
NaCl
KCl
HCl
এই দ্রবণে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ( HCl ) ।
18 সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ –
নীল লিটমাসকে লাল করে
ফিনলথ্যালিন দ্রবণকে লালচে বেগুনি করে
মিথাইল অরেঞ্জ দ্রবণকে লাল করে
মিথাইল রেড এর বর্ণ পরিবর্তন করে না
সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ফিনলথ্যালিন দ্রবণকে লালচে বেগুনি করে।
19 নিচের কোন লবণটি ক্ষারকীয় লবণ?
Ca(HCO3)2
CuSO4, Cu(OH)2
(NH4)2CO3
Na2CO3
CuSO4, Cu(OH)2 নিচের কোন লবণটি ক্ষারকীয় লবণ।
20 সাবানের জলীয় দ্রবণে কয়েক ফোটা মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করা হলো । দ্রবণের বর্ণ হবে –
লাল
হলুদ
কমলা
বেগুনি
সাবানের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হবে হলুদ।

Read More : নবম শ্রেণী অ্যাসিড ক্ষার ও লবণ অধ্যায় অনুশীলনীর উত্তর | ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞান ও পরিবেশ

১টি মন্তব্য

  1. Thank you, I didn't know many of your questions, but because of you I got to know
Please Comment , Your Comment is Very Important to Us.