বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[Mock test] ক্লাস VI ভূগোল : আমাদের পৃথিবী মক টেস্ট | Class VI Geography Mock test 2nd summative

Mock test ক্লাস VI ভূগোল - আমাদের পৃথিবী মক টেস্ট | Class VI Geography Mocktest 2nd summative অধ্যায় 5, 6, 7, 10 জল স্থল বাতাস, আবহাওয়া ও জলবাতাস

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি ভূগোল ( আমাদের পৃথিবী )- দ্বিতীয় সামেটিভ এর মকটেস্ট খুজছো? তাহলে আজকের এই পর্বে তুমি ভূগোল এর ২য় সামেটিভ এর সব অধ্যায় সম্পর্কিত মকটেস্ট পাবে। 

নিম্নলিখিত অধ্যায় এর প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে ঃ 

  • অধ্যায় 5 : জল স্থল বাতাস
  • অধ্যায় 6 : বরফে ঢাকা মহাদেশ
  • অধ্যায় 7 : আবহাওয়া ও জলবায়ু
  • অধ্যায় 10 : আমাদের দেশ ভারত
ষষ্ঠ শ্রেণি ভূগোল মক টেস্ট




ক্লাস সিক্স ভূগোল মকটেস্ট | Class VI Geography Mock test

0/58
1 জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলে?
ট্রপোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার
থার্মোস্ফিয়ার
এক্সেস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার: বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, ভূপৃষ্ঠ থেকে ৫০-৮০ কিমি. উচ্চতায়। অপর নাম শান্তমন্ডল কারণ ঝড় বৃষ্টি হয় না।
বৈশিষ্ট্য:
  • মেরু অঞ্চলে পুরু।
  • ২০-৩৫ কিমি. উচ্চতায় ওজোন স্তর।
  • উচ্চতার সাথে উষ্ণতা বৃদ্ধি।
  • ঝড়-বৃষ্টি, মেঘ নেই।
  • জেটবিমান ঝড়-বৃষ্টি এড়িয়ে এই স্তর দিয়ে চলে।
2 বৃষ্টিপাত পরিমাপ মাপার যন্ত্রের নাম
ফর্টিন'স ব্যারোমিটার
বাতপতাকা
রেনগেজ
হাইগ্রোমিটার
3 পশ্চিমি ঝঞ্ঝা হয় -
গরমকালে
বর্ষাকালে
শরৎকালে
শীতকালে
পশ্চিমী ঝঞ্ঝা : এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভূত একটি বহির্মুখী ঝড়। এটি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং অন্যান্য অঞ্চলে হঠাৎ শীতের বৃষ্টি নিয়ে আসে। এটি পশ্চিমা অঞ্চলের কারণে একটি অ-মৌসুমী বৃষ্টিপাতের প্যাটার্ন।এই বৃষ্টিপাতের কৃষিতে বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষত রবি ফসলের জন্য, যেমন - গম। তবে এই ঝঞ্ঝার কারণে অতিরিক্ত বৃষ্টিপাত ফসলের ক্ষতি, ভূমিধস, বন্যা এবং তুষারপাতের কারণ হতে পারে।
4 খাদার হল
নবীন পলিমাটি
লাল মাটি
পার্বত্য অঞ্চলের মাটি
প্রাচীন পলিমাটি
  • বৈশিষ্ট্য: বন্যার ফলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর।
  • এতে পলির ভাগ বেশি থাকে।
  • এর রং ধূসর হয়। 
  • এই মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম হয় ।
  •  খাদার মৃত্তিকা আর্দ্রতা ধারণে এবং এই মাটি ভেজা অবস্থায় চটচটে হয়।
5 শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় -
সুন্দরী
দেবদারু
মেহগনি
বট
6 গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য তা হল
হাতি
গাধা
ভালুক
সিংহ
7 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল
এশিয়া
ইউরোপ
আফ্রিকা
অস্ট্রেলিয়া
8 বায়ুর আদ্রতা মাপার যন্ত্রের নাম
ন্যানোমিটার
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
থার্মোমিটার
9 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ স্থান হল
মালাবার উপকূল
মেসিনরাম
দাক্ষিণাত্য মালভূমি
নীলগিরি
10 ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায়
লাল মাটি
কালো মাটি
ল্যাটেরাইট মাটি
ল্যাটেরাইট মাটি
11 বিশ্ব অরণ্য দিবস পালন হয়
২১ মার্চ
২২ এপ্রিল
২২ মে
২৩ জুন
বিশ্ব অরণ্য দিবসের ধারণাটি 1971 সালে ইউরোপীয় কনফেডারেশন অফ এগ্রিকালচারের সাধারণ পরিষদ দ্বারা প্রস্তাব করা হয়েছিল। 21শে মার্চ জাতিসংঘ কর্তৃক নির্বাচিত হয়েছিল
12 ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা
বাড়ে
কমে
একই থাকে
কোনোটি নয়
বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই তাপ মাত্রা কমতে থাকে । প্রতি কিলোমিটারে ৬.৪° বা প্রায় প্রতি ১৬৫ মিটার উচ্চতার জন্য ১° সেন্টিগ্রেড করে তাপ হ্রাস পায়, একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা 'Normal Laps rate' বলে ।
13 বায়ুপ্রবাহের দিক পরিমাপ যন্ত্রটি হল
অ্যানিমোমিটার
বাতপতাকা
রেনগেজ
হাইগ্রোমিটার
14 সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু
সমভাবাপন্ন
চরমভাবাপন্ন
শুষ্ক প্রকৃতির
আর্দ্র প্রকৃতির
15 প্রাচীন পলিমাটিকে বলা হয়
খাদার
আধি
ভাঙ্গর
নবীন মাটি
16 শ্বাসমূল দেখা যায়
সরলবর্গীয়
লবণাক্ত
চিরহরিৎ উদ্ভিদ
পর্ণমোচী
17 বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হল —
স্ট্র্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
থার্মোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
18 আগত সৌর বিকিরণের বায়ুমণ্ডল দ্বারা শোষণের পরিমাণ হল —
৫১ শতাংশ
৩৫ শতাংশ
১৪ শতাংশ
৬৬ শতাংশ
19 মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল হল —
গ্রীষ্মকাল
বর্ষাকাল
শীতকাল
শরৎকাল
20 অতি অল্প বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতা যুক্ত অঞ্চলে সৃষ্টি হয় —
লাল মাটি
মরু মৃত্তিকা
কালো মাটি
পডজল মাটি
21 তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে ?
কাঁটা ও গুল্মজাতীয় উদ্ভিদ
উষ্ণমণ্ডলীয় চিরসবুজ অরণ্য
উপকূলীয় লবণাক্ত অরণ্য
পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য
22 পৃথিবীতে প্রথম প্রাণের সৃজন হয়েছিল —
জলে
বাতাসে
মাটির নিচে
কোনোটি নয়
23 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হল —
থার্মোমিটার
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
বাতপতাকা
24 পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি —
শীতল-আর্দ্র
উষ্ণ-আর্দ্র
উষ্ণ-শুষ্ক
কোনোটি নয়
25 কালো মাটির অপর নাম —
রেগুর
লাল মাটি
ল্যাটেরাইট
পার্বত্য অঞ্চলের মাটি
26 সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে জন্মায় —
ম্যানগ্রোভ
চিরহরিৎ উদ্ভিদ
পর্ণমোচী
কোনোটি নয়
27 পৃথিবীতে মহাদেশের সংখ্যা —
পাঁচটি
ছয়টি
সাতটি
আটটি
28 বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যে যন্ত্রের দ্বারা তা হল —
থার্মোমিটার
হাইগ্রোমিটার
রেনগেজ
অ্যানিমোমিটার
29 পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে বিকেলের দিকে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয় তাকে বলে—
লু
আঁধি
পশ্চিমি ঝঞ্ঝা
কালবৈশাখী
30 লাল মাটিতে —
আলুমিনিয়াম
সিলিকা
লোহা
ম্যাঙ্গানিজাশ-এর পরিমাণ বেশি থাকে
31 ভারতের স্বাভাবিক উদ্ভিদ —
৪টি
৫টি
৬টি
৭টি ভাগে ভাগ করা আছে
32 অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে তা হল —
ট্রোপোস্ফিয়ার
স্ট্রাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
থার্মোস্ফিয়ার
33 উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উন্ন স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতি হল
পরিচালন
বিকিরণ
পরিবহন
সবকটি প্রযোজ্য
34 পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় —
গ্রীষ্মকালে
শীতকালে
বর্ষাকালে
শরৎকালে
35 35. পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতুবিশিষ্ট অঞ্চলে সৃষ্টি হয়
লাল মাটি
মরু মাটি
ল্যাটেরাইট মাটি
কালো মাটি
36 অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হল -
ক্যাকটাস
সেগুন
সুন্দরী
দেবদারু
37 বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ —
3
20
50
78 শতাংশ
38 বায়ুর গতিবেগ মাপা হয় —
ব্যারোমিটার
হাইগ্রোমিটার
থার্মোমিটার
অ্যানিমোমিটার-এর সাহায্যে
39 ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল —
মার্চ-মে
জুন-সেপ্টেম্বর
অক্টোবর-নভেম্বর
জানুয়ারি-ফেব্রুয়ারি মাস
40 বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় —
সংরক্ষিত অরণ্য
সুরক্ষিত অরণ্য
অভয়ারণ্য
জাতীয় উদ্যান
41 শ্বাসমূল ও ঠেশমূল দেখা যায় —
পর্ণমোচি উদ্ভিদের
হ্যালোফাইট উদ্ভিদের
চিরসবুজ উদ্ভিদের
লবনাম্বু উদ্ভিদের
42 বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হল -
স্ট্র্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
থার্মোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
43 বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণের শোষণের পরিমাণ হল -
51%
35%
14%
66%
44 মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল হল
শীতকাল
বর্ষাকাল
গ্রীষ্মকাল
শরৎকাল
45 প্রাচীন পলিম্যাটিককে বলা হয় -
খাদার
তরাই
ভাঙর
ভূর
46 ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় -
হিমালয় পার্বত্য অঞ্চলে
মধু অঞ্চলে
পশ্চিমবঙ্গের সুন্দরবনে
ভারতের মালভূমি অঞ্চলে
47 ক্ষুদ্রতম মহাদেশটি হল -
ইউরোপ
এশিয়া
আন্টার্কটিকা
অস্ট্রেলিয়া
48 বায়ুর আদ্রতামাপক যন্ত্র হল -
ব্যারোমিটার
থার্মোমিটার
হাইগ্রোমিটার
অ্যানিমোমিটার
49 পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায় -
গ্রীষ্মকালে
শীতকালে
বর্ষাকালে
শরৎকালে
50 সূর্যরশ্মির পতনকোণের ভিত্তিতে পৃথিবীকে -
2 ভাগে ভাগ করা যায়
3 ভাগে ভাগ করা যায়
4 ভাগে ভাগ করা যায়
5 ভাগে ভাগ করা যায়
51 শ্বাসমূল দেখা যায় -
সরলবর্গীয়
চিরহরিৎ
পর্ণমোচী
লবনাম্বু
52 কালো মাটি -
গম
যব
পাট চাষের জন্য আদর্শ
বাদাম
53 গির জাতীয় উদ্যান -
বাদী সিংহ
সিংহ
রেড পাণ্ডা
নীলগাই-এ
54 এশিয়া মহাদেশের দেশের সংখ্যা —
23টি
44টি
47টি
52টি
55 সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উতপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে —
জলবায়ু
অ্যালবেডো
মেঘাচ্ছন্নতা
56 ‘লু’ বায়ু —
শুষ্ক ও উষ্ণ
আর্দ্র ও শীতল
শীতল ও শুষ্ক
57 কালো মাটি —
পলিমাটি
লবণাক্ত মাটি
ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত
58 ক্যাকটাস গাছের উদাহরণ হল —
সেগুন
মেহগনি
সুন্দরী
ফণীমনসা

আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট

Special thanks to : Utpal Sir (Geo Hon.)

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.