তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি ভূগোল ( আমাদের পৃথিবী )- দ্বিতীয় সামেটিভ এর মকটেস্ট খুজছো? তাহলে আজকের এই পর্বে তুমি ভূগোল এর ২য় সামেটিভ এর সব অধ্যায় সম্পর্কিত মকটেস্ট পাবে।
নিম্নলিখিত অধ্যায় এর প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে ঃ
- অধ্যায় 5 : জল স্থল বাতাস
- অধ্যায় 6 : বরফে ঢাকা মহাদেশ
- অধ্যায় 7 : আবহাওয়া ও জলবায়ু
- অধ্যায় 10 : আমাদের দেশ ভারত
ক্লাস সিক্স ভূগোল মকটেস্ট | Class VI Geography Mock test
বৈশিষ্ট্য:
- মেরু অঞ্চলে পুরু।
- ২০-৩৫ কিমি. উচ্চতায় ওজোন স্তর।
- উচ্চতার সাথে উষ্ণতা বৃদ্ধি।
- ঝড়-বৃষ্টি, মেঘ নেই।
- জেটবিমান ঝড়-বৃষ্টি এড়িয়ে এই স্তর দিয়ে চলে।
- বৈশিষ্ট্য: বন্যার ফলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর।
- এতে পলির ভাগ বেশি থাকে।
- এর রং ধূসর হয়।
- এই মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম হয় ।
- খাদার মৃত্তিকা আর্দ্রতা ধারণে এবং এই মাটি ভেজা অবস্থায় চটচটে হয়।
আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট
Special thanks to : Utpal Sir (Geo Hon.)