Class 5 Mathematics Model Activity Task part 5 | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 5 | New Class V Mathematics August 2021 part 5 model activity

Class 5 Mathematics Model Activity Task part 5 | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 5 | New Class V Mathematics August 2021 part 5 model acti

Class 9 Physical science Model Activity Task part 5

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি  পার্ট 5



Class 5 Mathematics Model Activity Task part 5 | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি  পার্ট 5


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

(ক) -এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো

(a)

(b)

(c) × ২

(d)

উত্তরঃ (d)

(খ) , -কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে
(a) ,

(b) ,

(c) ,

(d) ,

উত্তরঃ (c) ,

 

(গ) + =

(a)

(b)

(c)

(d)

উত্তরঃ (d)
(ঘ) ৬ একটি
(a) প্রকৃত ভগ্নাংশ

(b) অপ্রকৃত ভগ্নাংশ

(c) মিশ্র ভগ্নাংশ

(d) দশমিক ভগ্নাংশ

উত্তরঃ (c) মিশ্র ভগ্নাংশ

২. সত্য/মিথ্যা লেখো (T/F) :

(ক) ৩ ও ২ পরস্পর মৌলিক সংখ্যা।

উত্তরঃ উক্তিটি সত্য (T)

(খ) ০.৫ < ০.০৫

উত্তরঃ উক্তিটি মিথ্যা  (F)

(গ)   সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।

উত্তরঃ উক্তিটি সত্য (T)

(ঘ) আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ।

উত্তরঃ উক্তিটি মিথ্যা  (F)

৩. ফাকা স্থান পূরণ করো:

(ক) √১৪৪= ?

উত্তরঃ √১৪৪= ১২



(খ)  (লঘিষ্ঠ আকারে লেখো)।

উত্তরঃ = =

(গ) ৬ = ? (অপ্রকৃত ভগ্নাংশে পরিনত কর )

উত্তরঃ ৬= = =

(ঘ) তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল । আমি ১৫.৫০ টাকা দিলাম । তোমার কাছে মোট কত টাকা হল ?

উত্তরঃ আমার কাছে আগে ছিল ৪.৫০ টাকা ।

আপনি আমায় দিলেন ১৫.৫০ টাকা।

  ১৫.৫০ টাকা

+  ৪.৫০ টাকা

---------------

২০.০০  টাকা

উঃ আমার কাছে মোট ২০ টাকা রইল ।

New Class V Mathematics August 2021 part 5 model activity 

৪. (ক) একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার । প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ?

সমাধানঃ বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার ।

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০×৪০ বর্গ মিটার = ১৬০০ বর্গ মিটার

মোট খরচ = ( ১৬০০ × ৬ ) টাকা = ৯৬০০ টাকা

(খ)   ঘসা অঞ্চলের পরিসীমা নির্ণয় কর ।

সমাধানঃ ঘসা অঞ্চলের দৈর্ঘ্য ৬ মিটার ।

ঘসা অঞ্চলের প্রস্থ ৪  মিটার

ঘসা অঞ্চলের পরিসীমা = ২(দৈর্ঘ্য+প্রস্থ)
= ২(৬+৪) মিটার
= ২×১০ মিটার = ২০ মিটার

 

(গ) সরল কর: ৫ ×৪ ×৩ ÷ ৬÷৫×৮

= ২০×৩ ÷ ৬÷৫×৮

= ২০×৩ ÷ ৬÷৫×৮

= ৬০ ÷ ৬÷৫×৮

= ১০÷৫×৮

=২×৮

=১৬

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.