নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল এক্টিভিটি টাস্ক পার্ট ১ উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ
১. নিউক্লিয়াস এর একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
(ক) নিউক্লিওপ্লাজম (খ) নিউক্লিয় জালিকা (গ) নিউক্লিয় পর্দা (ঘ) নিউক্লিওলাস
চিত্র: নিউক্লিয়াস |
২. জীবদেহে প্রোটিন এর গুরুত্ব ব্যাখ্যা করো।যোগ কলার কাজ লেখ।
উত্তরঃ জীবদেহে প্রোটিন এর গুরুত্বঃ
(i) দেহ গঠন: জীব দেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই প্রোটিন। দেহের পেশি, অস্থি, তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে গঠিত।
(ii) দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি:দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। বিভিন্ন জৈবিক ক্রিয়া-কলাপ এর জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে ।
(iii) উৎসেচক সংশ্লেষ: জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়ে গঠিত।
🔸 যোগ কলার কাজ
(i)বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা এই কলার প্রধান কাজ।(ii) তরল যোগকলা সারা দেহ কোষে পুষ্টি প্রদান করে, শ্বাসবস্তু পরিবহন করে।
(iii) অস্থি কলা (একপ্রকার যোগ কলা) প্রাণীদেহের ভার বহন করে এবং দেহের কাঠামো গঠন করে।
৩. ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখ
নিডোব্লাস্ট কোষ , কোম্বপ্লেট , টিউব ফিট
উত্তরঃ ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যঃ
(i)এপ্রকার উদ্ভিদ বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়।
(ii) এদের প্রকৃত ফল হয় না। ফলের মধ্যেই বীজ অবস্থান করে। বিজে বীজপত্রের সংখ্যা একটি বা দুটি।
🔸 কোম্বপ্লেট দেখা যায় টিনোফোরা পর্বের প্রাণীদের দেহে। যেমন হর্মিফোরা ।
🔸 নালিপদ দেখা যায় একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে। যেমন তারা মাছ।
🔸 নিডোব্লাস্ট কোষ দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে । যেমন হাইড্রা।
৪. মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো
উত্তরঃ প্লীহার অবস্থান
উদর গহ্বরের বামদিকে এবং মধ্যচ্ছদার নিচে , বৃক্কের উপরে অবস্থিত।
🔸মানবদেহের প্লীহার ভূমিকা
(i) লিভারের অবস্থিত রেটিকুলো এনডোথেলিয়াল তন্ত্রের আগ্রাসন কোষ (RE কোষ) ডিমের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে।
(ii) RE কোয়াশ জীর্ণ ও বয়স্ক রক্ত কোষকে বিনষ্ট করে।
৫. প্রাণী কোষের বিভাজনের সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো।
উত্তরঃ প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা:
কোষ বিভাজনের মেটাফেজ দশায় সেন্ট্রোজোম বেম তন্তু গঠন করে। এই বেম তন্তুর সাথে ক্রোমোজোমের কাইনেটোকোর যুক্ত হয় এবং ক্রোমোজোমের প্রান্তীয় ভবন ঘটে। তাই সেন্ট্রোজোম ছাড়া প্রাণী কোষের বিভাজন সম্ভব নয়। যেমন স্নায়ু কোষের সেন্ট্রোজোম না থাকায় স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না।