Class 5 Mathematics Model Activity October Task part 7
পঞ্চম শ্রেণী গনিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 7
model activity task class 5 part 7
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(ক) চিত্রে কালো অংশটি সাদা অংশটি থেকে
(a) ২ বেশি (b) অংশ বেশি (c) অংশ কম (d) ২ কম
উত্তরঃ চিত্রে কালো অংশটি সাদা অংশটি থেকে (b) অংশ বেশি ।
(খ) ৫ ও ৪ এর সাধারন গুনিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুনিতকটি হলো
(a) ৪ (b) ৫ (c) ১ (d) ২০
(গ) প্রকৃত ভগ্নাংশটি হলো
(a) (b) ১ (c) ১ (d)
(ঘ) কিগ্রা + কিগ্রা
(a) ১ কিগ্রা এর কম (b) ১ কিগ্রা এর বেশি (c) ১ কিগ্রা এর সমান (d) ২ কিগ্রা এর বেশি
উত্তরঃ (c) ১ কিগ্রা এর সমান।
২. সত্য / মিথ্যা লেখ (T/F) :
(ক) চিত্রে AB একটি সরলরেখা ।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা (F)।
(খ) .২ , .১ এর থেকে ১ বেশী।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা (F) ।
(গ) P এবং Q বিন্দু যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যায়।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা (F) ।
৩. স্তম্ভ মেলাও ( যেকোনো ৩ টি )
ক | খ |
---|---|
৪ ÷ ১০ | .০০৪ |
সমান ৪০ ভাগের ৪ ভাগ | .০৪ |
৪ ÷ ১০০ | .১ |
সমান ১০০০ ভাগের ৪ ভাগ | .৪ |
৪. (ক) যোগফল নির্ণয় করো: ( + ) অংশ
সমাধানঃ
= অংশ
= অংশ
(খ) ৩৬ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো । হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬ বর্গ সেমি।
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ৩৬ বর্গ সেমি = (৬ × ৬) বর্গ সেমি ।
অর্থাৎ , বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = ৬ সেমি ।
উত্তরঃ হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য ৬ সেমি ।
অথবা,
সরল করো : ১৬ ÷ ৪ × ২ ÷ ৪ × ৩
সমাধানঃ ১৬ ÷ ৪ × ২ ÷ ৪ × ৩
= ৪ × ২ ÷ ৪ × ৩
= ৮ ÷ ৪ × ৩
=২ × ৩
=৬