তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 "মাপজোক ও পরিমাপ" এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।
(i) দৈর্ঘ্য | (a) কিলোগ্রাম |
---|---|
(ii) ভর | (b) মিটার |
(iii) সময় | (c) সেকেন্ড |
(i) ভর | (a) তামা, সালফার |
---|---|
(ii) কপার গ্লান্স | (b) বস্তু মধ্যস্থ জড় উপাদান |
(iii) রক্তের জলীয় অংশ | (c) অ্যালুমিনিয়াম, অক্সিজেন |
(d) প্লাজমা | |
(e) ওজন |