তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 "মাপজোক ও পরিমাপ" এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।
1. বস্তুর দৈর্ঘ্য মাপার একক হল - গ্রাম / কেলভিন / সেকেন্ড / মিটার
উত্তর : মিটার।
2. বস্তুর উষ্ণতা মাপার SI একক হল - গ্রাম / কেলভিন সেকেন্ড / মিটার
উত্তর : কেলভিন
3. বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয়, তা হল - আয়তন / উচ্চতা / ভর /ক্ষেত্রফল
উত্তর : ক্ষেত্রফল
4. যেটি SI একক নয়, সেটি হল - কিলোগ্রাম / মিটার / সেকেন্ড / ইঞ্চি
উত্তর : ইঞ্চি
5. দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো - ডেকাকমিটার / ডেসিমিটার / মিটার / মিলিমিটার
উত্তর : মিলিমিটার
6. আয়তন পরিমাপের একক হল - গ্রাম / সেন্টিমিটার / বর্গ সেন্টিমিটার / ঘন সেন্টিমিটার
উত্তর : ঘন সেন্টিমিটার বা সিসি (cc)
7. SI
পদ্ধতিতে ভরের একক - মিটার / কিলোগ্রাম / সেকেন্ড / অ্যাম্পিয়ার
উত্তর : কিলোগ্রাম
8. 1
ঘন সেন্টিমিটার - (a) 0.1 L (b) 0.001 L (c) 1000 L (d) 100 L - এর সমান।
উত্তর : 0.001 L [পাঠ্যবই পৃষ্ঠা 86 ]
আমরা জানি, 1000 ঘন সেন্টিমিটার = 1 ঘন ডেসিমিটার = 1 লিটার = 1000 মিলিলিটার।
অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার = 1 মিলিলিটার।
9. উষ্ণতার SI একক হল - °C / °F / K / ক্যান্ডেলা
উত্তর : কেলভিন (K)
10. প্রমাণ মিটারের দন্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনাম এর অনুপাত - 9:1 / 1:9 / 10:9 / 1:6
উত্তর : 1:9
প্রশ্নটিতে, প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত বললে উত্তর হবে 9: 1
11. অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি অংশাঙ্কিত থাকে - মাইক্রোমিটার / সেন্টিমিটার / কিলোমিটার /মিলিমিটার
এককে
উত্তর : মাইক্রোমিটার এককে।
12. কোন রাশিটি মৌলিক রাশি নয় - আয়তন / দৈর্ঘ্য /ভর / সময়
উত্তর : আয়তন
13. ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো – 0.1 সেকেন্ড / 0.01 সেকেন্ড / 1
সেকেন্ড / 1 মিনিট
উত্তর : 0.01 সেকেন্ড [ পাঠ্য বই পৃষ্ঠা 70 ]
14. লব্ধ রাশি নয় - আয়তন / বেগ / দৈর্ঘ্য
উত্তর : দৈর্ঘ্য
15. কোন ব্যক্তির ওজন 40 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তার দেহভর সূচকের মান হবে - 26.87 / 24.3 /
13.88
উত্তর : 26.87
16. স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ____ মাপা হয়।
উত্তর : ওজন
17. অনু-পরমাণুর পরিমাণ ____ এককে প্রকাশ করা হয়।
উত্তর : মোল।
18. 22400 cc = ____ L ।
উত্তর : 22.4
19. আয়তন = দৈর্ঘ্য × ____ × উচ্চতা।
উত্তর : প্রস্থ
20. 5
cm = ___ m
উত্তর : 0.05 m
21. সত্য না মিথ্যা : এক বর্গমিটার হল 10000 বর্গ সেন্টিমিটারের সমান।
উত্তর : সত্য ✓ ।
ব্যাখ্যা: 1 বর্গমিটার = 1 মিটার × 1 মিটার = ১০০ সেন্টিমিটার × ১০০ সেন্টিমিটার = 10000 বর্গ
সেন্টিমিটার।
22. সত্য না মিথ্যা : বস্তুর ওজন মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে।
উত্তর : মিথ্যা x
ব্যাখ্যা: বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলার সাহায্যে এবং বস্তুর ভর মাপা হয় দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা
যন্ত্রের সাহায্যে।
23. SI
পদ্ধতিতে আয়তনের একক কি?
উত্তর : ঘন মিটার
24. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : আর্ক অক্সানোমিটার।
25. 1
পাউন্ড = কত গ্রাম?
উত্তর : 453.59 গ্রাম।
26. তড়িৎ প্রবাহের SI একক কি?
উত্তর : অ্যাম্পিয়ার।
27. CGS পদ্ধতিতে দৈর্ঘ্য ও SI পদ্ধতিতে ভরের একক কি?
উত্তর : CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। SI পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
28. SI
পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি ?
উত্তর : মিটার
29. বৃদ্ধির হার বলতে কী বোঝায়?
উত্তর : একক সময়ের বৃদ্ধির পরিমাণ কে বৃদ্ধির হার বলে। বৃদ্ধির হার = বৃদ্ধি ÷ সময় [ পাঠ্য বই পৃষ্ঠা
73 ]
30. π
(পাই) এর মান - 4.14 / 3.14 / 4.44
উত্তর : 3.14
31. সময় কাকে বলে?
উত্তর : দুটি ঘটনার ব্যবধানকেই সময় বলে।
32. Eের উষ্ণতা মাপা হয় ___ এর সাহায্যে।
উত্তর : ক্লিনিক্যাল থার্মোমিটার
33. স্কেল, দাঁড়িপাল্লা, স্টপ ওয়াচ ও মাপনী চোঙ – এদের কোনটির সাহায্যে কোন ভৌত রাশি মাপা হয়?
উত্তর : স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপা হয়। দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপা হয়। স্টপ ওয়াচ এর
সাহায্যে সময় মাপা হয়। মাপনী চোঙ এর সাহায্যে তরলের আয়তন মাপা হয়।
34. কোন রাশির একক বলতে কী বোঝায়?
উত্তর : কোন রাশিকে পরিমাপ করতে ওই রাশিরই একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ বা
স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয়। ওই প্রমাণ বলে গৃহীত অংশকেই ওই রাশির একক বলে । [ পাঠ্যবই পৃষ্ঠা 66
]
35. কোন বস্তুর ক্ষেত্রফল কেন লব্ধ রাশি তার স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর : কোন বস্তুর ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ । অর্থাৎ অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্যের নামক ভৌত রাশির
উপর নির্ভরশীল। তাই ক্ষেত্রফল একটি লব্ধ রাশি।
36. SI
একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ কর।
উত্তর : (i) যেকোন ভাষা বা দেশের ক্ষেত্রে SI পদ্ধতিতে একক একই হওয়াতে কোনো সমস্যা হয় না।
(ii) SI পদ্ধতি মেট্রিক পদ্ধতি হওয়ায় বড় বা ছোট এককে পরিণত করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান
পরিবর্তন করলেই হয়।
37. একটি টেবিলের দৈর্ঘ্য 2 m ও প্রস্থ 1 m । টেবিলের ক্ষেত্রফল নির্ণয় করো।
উত্তর : টেবিলের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = 2 m × 1 m = 2 বর্গ মিটার
38. গড় সৌর দিনকে সেকেন্ডে প্রকাশ কর।
উত্তর : গড় সৌর দিন = 24 ঘন্টা = (24 × 60) মিনিট = 1440 মিনিট = ( 1440 × 60 ) সেকেন্ড = 86400
সেকেন্ড
39. একটি লোহার বলের ব্যাস 10 cm হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় কর ।
উত্তর : বলটির ওপরের তলের ক্ষেত্রফল
= π × ব্যাস × ব্যাস
= ( 3.14 × 10 × 10 ) বর্গ সেমি = 314 বর্গ সেমি
40. একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর : একটি প্রাথমিক একক হল দৈর্ঘ্যের একক মিটার।
একটি লব্ধ একক হল বলের একক নিউটন। এছাড়াও ক্ষেত্রফলের একক বর্গ মিটার হল একটি লব্ধ একক।
41. কোন বস্তুর আয়তন বলতে কী বোঝায়?
উত্তর : কোন বস্তু যতটা স্থান বা জায়গা দখল করে থাকে তাকেই ওই বস্তুর আয়তন বলে। তরলের আয়তন মাপনী চোঙ
এর সাহায্যে মাপা হয়।
42. একটি ফুটবলের ব্যাস 20 সেমি। যদি পুরো ফুটবলটির বাইরে রং করা হয়, তবে কতটা জায়গা রং করা
হয়েছে?
উত্তর : ফুটবলটির উপরিতলের ক্ষেত্রফল = π × ব্যাস × ব্যাস = ( 3.14 × 20× 20 ) বর্গ সেমি = 1256 বর্গ
সেমি।
অর্থাৎ 1256 বর্গ সেমি জায়গার রং করা হয়েছে।
43. আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে?
উত্তর : ফ্রান্সের প্যারি শহরে ইন্টারন্যাশনাল বিওরো অফ ওয়েস্ট এন্ড মেজর'স নামক সংস্থা 0°C
তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতুর তৈরি দন্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের
মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে।
44. দুটি তারার মধ্যেকার দূরত্ব কে কোন এককে প্রকাশ করা হয়? এটি প্রাথমিক একক না লব্ধ একক?
উত্তর : আলোকবর্ষ। এটি একটি মৌলিক একক।
45. এক
সৌর দিন কাকে বলে? গড় সৌর দিন বলতে কী বোঝায়?
উত্তর : এক সৌর দিন: সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ঠিক তখন থেকে পুনরায় মাথার উপরে আসা পর্যন্ত সময়কে
এক সৌর দিন বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 69 ]
গড় সৌরদিন : কি জানি কাল তো সারা বছরের সৌর দিন যোগ করে যোগফল কে 365 দিয়ে ভাগ করলে পাই গড় সৌর
দিন।
46. একটি বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার । বেঞ্চের ক্ষেত্রফল বর্গমিটার এককে
নির্ণয় কর।
উত্তর : বেঞ্চটির প্রস্থ = 20 সেন্টিমিটার = 0.2 মিটার
বেঞ্চটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = (2.2 × 0.2) বর্গমিটার = 0.44 বর্গমিটার।
47. পরিমাপে এককের প্রয়োজনীয়তা কি?
উত্তর : একক ছাড়া কোন রাশির মান প্রকাশ করা যায় না। এককের সাহায্যে যেমন রাশিটির পরিমাণ বোঝা যায় ঠিক
তেমনি একক দেখে কি ধরনের রাশি সেটাও বোঝা যায়।
48. মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কী বোঝায়? প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
উত্তর : মৌলিক রাশি: এমন কিছু রাশি আছে, যারা অন্য কোন রাশির উপর নির্ভর করে না। তাদের মৌলিক রাশি বলে।
মৌলিক রাশি সাতটি। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
লব্ধ রাশি: এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয়। তাদের লব্ধ রাশি বলে। যেমন
ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। [ পাঠ্যবই পৃষ্ঠা 64]
49. কোন পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব - কোনটি সেন্টিমিটার ও কোনটি মিটারে মাপা
সুবিধা জনক? তোমার উত্তরের স্বপক্ষে কারণ দেখাও।
উত্তর : পেন্সিলের দৈর্ঘ্য সেন্টিমিটারে এবং আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিটারে মাপা সুবিধা জনক।
কারণ: পেন্সিলের দৈর্ঘ্য মিটার এককে মাপলে যেমন একটি দশমিক সংখ্যা তৈরি হবে যা মনে রাখা অসুবিধা জনক।
অন্যদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব সেন্টিমিটারে মাপলে একটি বড় সংখ্যা তৈরি হবে যা মনে রাখা অসুবিধা
জনক।
50. একটি মাপনী চোঙ ও তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে।
উত্তর : প্রথমে মাপনী চোঙ এর মধ্যে y ml জল নেব। এবার পাথরটিকে একটি ভেসলিন লাগানো সুতো দিয়ে বেঁধে
চোঙের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ ডোবাবো । দেখা গেল চোঙের জল x সিসিপর্যন্ত উঠে গেল। অর্থাৎ পাথরের আয়তন
(x-y) সিসি।
এবার তুলা যন্ত্রের সাহায্যে পাথরটির ভর মাপলাম m gram।
তাহলে ছোট পাথরটির ঘনত্ব = m ÷ ( x-y) গ্রাম/ সিসি । [ এই প্রশ্নটি একটি দক্ষতা মূলক প্রশ্ন ]
51. আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে এক ফোটা জলের আয়তন নির্ণয় করবে?
উত্তর : একটি ড্রপার, একটি আয়তন মাপক চোঙ ও একটি পাত্রে জল নিলাম। এবার গুনে গুনে ড্রপার দিয়ে চোঙের
মধ্যে জল এর ফোঁটা ফেললাম। ধরি n ফোটা জল ফেলার পর চোঙে আয়তন পেলাম x ml ।
অর্থাৎ এক ফোঁটা জলের আয়তন = ( x ÷ n ) ml
52.
(i) দৈর্ঘ্য | (a) কিলোগ্রাম |
---|---|
(ii) ভর | (b) মিটার |
(iii) সময় | (c) সেকেন্ড |
উত্তর : (i) → b (ii) → a (iii) → c
53.
(i) ভর | (a) তামা, সালফার |
---|---|
(ii) কপার গ্লান্স | (b) বস্তু মধ্যস্থ জড় উপাদান |
(iii) রক্তের জলীয় অংশ | (c) অ্যালুমিনিয়াম, অক্সিজেন |
(d) প্লাজমা | |
(e) ওজন |
উত্তর : (i) → b (ii) → a (iii) → d