ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা
এর গুরুত্বপূর্ণ 20 টি মক টেস্টের প্রশ্ন নিয়ে আজকের পর্বে আমরা হাজির। পরবর্তীতে আরও দুটি পর্ব পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতা পার্ট ১ ও পার্ট ২ আপলোড করা হয়েছে।
Class 6 Poribesh o bigyan first chapter online practice mock test.
মক টেস্ট প্রথম অধ্যায়- পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতা
Mocktest : পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতাClass VI
Your score: 0/20
1 কুমড়ো গাছের কোন অংশ আমরা খাদ্য
হিসেবে গ্রহণ করি না?
পাতা
ফুল
ফল
মূল
কুমড়ো গাছের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না।
2 সজিনাডাঁটা হলো উদ্ভিদের -
কান্ড
মূল
ফুল
ফল
সজিনাডাঁটা হলো উদ্ভিদের ফল
3 গাছের কোটরে বাস করে -
বাবুই পাখি
মাকড়সা
বাদুড়
কাঠবেড়ালি
গাছের কোটরে কাঠবিড়ালি বাস করে।
4 তালপাতার তন্তু দিয়ে বাসা বোনে -
কাক
কোকিল
বাবুই
পায়রা
বাবুই পাখি তালপাতার দিয়ে বাসা বোনে
5 সঠিক ক্রমটি হলো -
তন্তু → সুতো → কাপড়
সুতো → তন্তু → কাপড়
তন্তু → কাপড় → সুতো
কাপড় → তন্তু → সুতো
সঠিক হল তন্তু → সুতো → কাপড়
6 কোন গাছটি থেকে তন্তু পাওয়া যায় না?
পাট
নারকেল
কার্পাস
তুত
তুত গাছ থেকে তথ্য পাওয়া যায় না
7 প্রথম যে গাছটি থেকে কাগজ তৈরি হয়
সেটি হল-
পেঁপে গাছ
প্যাপিরাস
প্যানজি গাছ
পাট গাছ
প্যাপিরাস থেকে প্রথম কাগজ তৈরি হয়
8 গদ পাওয়া যায় কোন গাছ থেকে?
বাবলা
ফনিমনসা
বট
রবার
গদ পাওয়া যায় বাবলা গাছ থেকে
9 কোন গাছ থেকে রজন পাওয়া যায়?
বট
রবার
পাইন
আকন্দ
পাইন গাছ থেকে রজন পাওয়া যায়।
10 কাঠের আসবাবপত্রের ওপর চকচকে পালিশ
করতে কি ব্যবহার করা হয়?
রেশম
পশম
রজন
রবার
কাঠের আসবাবপত্রের উপর পালিশ করতে ব্যবহার করা হয় রজন।
11 কোন গাছটি থেকে উচ্চমানের বাণিজ্যিক
রবার পাওয়া যায়?
মঙ্গিফেরা ইন্দিকা
ওরাইজা: স্যাটিভা
হিভিয়া ব্রাসিলিয়েন্সিস
পাইসাম স্যাটিভাম
হিভিয়া ব্রাসিলিয়েন্সিস গাছ থেকে উচ্চ মানের বাণিজ্যিক রবার পাওয়া যায়।
12 তোমার বন্ধুর ম্যালেরিয়া হলে তাকে
কোন ওষুধ খেতে বলবে?
রেসারপিন
কুইনাইন
পেনিসিলিন
স্ট্রেপটোমাইসিন
বন্ধুর ম্যালেরিয়া হলে তাকে কুইনাইন ওষুধ খেতে বলবো।
13 যন্ত্রণার উপশমকারী ও গাঢ় অনিদ্রার
ওষুধ তৈরি হয় কি থেকে?
কুইনাইন
রেসারপিন
মরফিন
এফেড্রিন
যন্ত্রণার উপশমকারী ওষুধ তৈরি হয় মরফিন থেকে।
14 কাঁচা পেঁপের আঠাতে কোন রেচন পদার্থ
থাকে ?
কুইনাইন
প্যাপাইন
ট্যানিন
ক্যাফিন
কাঁচা পেঁপের আঠাতে প্যাপাইন থাকে।
15 গাছ খাবার তৈরি করার সময় কোন গ্যাস
গ্রহণ করে?
অক্সিজেন
কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন
হাইড্রোজেন
গাছ খাবার তৈরীর সময় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে।
16 গাছ খাবার তৈরীর সময় কোন গ্যাস ত্যাগ
করে?
অক্সিজেন
কার্বন-ডাই-অক্সাইড
নাইট্রোজেন
হাইড্রোজেন
গাছ খাবার তৈরীর সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
17 গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই
অক্সাইডের ভারসাম্য রক্ষা করে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
শ্বসন ও সালোকসংশ্লেষ
সালোকসংশ্লেষ
শ্বসন
শ্বসন ও জনন
শ্বসন ও সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও
অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে।
18 নতুন উদ্ভিদ তৈরি হওয়ার জন্য খুবই
জরুরি হলো-
ফুলের গন্ধ ছড়ানো
পরাগমিলন
ফুলের রং উজ্জ্বল হওয়া
ফুল বড় হওয়া
নতুন উদ্ভিদ তৈরি হওয়ার জন্য খুবই জরুরি হলো পরাগমিলন
19 মৌমাছি প্রজাপতি এক ফোন থেকে অন্য
ফুলে গিয়ে বসলে-
ফুল শুকিয়ে যাবে
ফুল সুগন্ধ ছড়াবে
পরাগমিলন হবে
ফুলের রং পরিবর্তন হবে
মৌমাছি প্রজাপতি পরাগ মিলন ঘটায়
20 ফুলের উজ্জ্বল রঙ ও সুগন্ধ হওয়ার
কারণ হল-
ফুলকে সুন্দর দেখার জন্য
ফুল উপহার দেওয়ার জন্য
পতঙ্গ ও অন্যান্য প্রাণীদের আকৃষ্ট করার জন্য
ফুল খাদ্য উপযোগী হওয়ার জন্য
পতঙ্গ ও অন্যান্য প্রাণীদের আকৃষ্ট করার জন্য ফুলের উজ্জ্বল রঙ ও সুগন্ধ হয়।