Class 9 life Science Model Activity October Task part 7
নবম শ্রেনি জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 7
ক্লাস নাইন লাইফ সাইন্স পার্ট সেভেন
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -
(ক) রুই মাছ - অতিরিক্ত শ্বাস-অঙ্গ
(খ) মশা - দেহতল
(গ) টিকটিকি – ফুসফুস
(ঘ) অ্যামিবা - টাকিয়া
উত্তর: (গ) টিকটিকি – ফুসফুস
১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো –
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তর: (ঘ) ৬টি
১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো –
(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে।
(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
উত্তর: (খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :
২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো।
উত্তর: ভাজক কলার কাজ: ভাজক কলার কোষ গুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদের বৃদ্ধি ঘটায়।২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ
উত্তর: বিসদৃশ শব্দটি হল - লাইপেজ।
কারণ: লাইপেজ ফ্যাট ভঙ্গকারি উৎসেচক বাকিগুলো কার্বোহাইড্রেট ভঙ্গকারি উৎসেচক।
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ________।
উত্তর: তরুক্ষীর।
২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল
উত্তর: নেফ্রন।
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১ ধুমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক
- বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। ধূমপানের ফলে - ফুসফুসের স্থিতিস্থাপকতা কমে যায়।
- বায়ু পথের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
- ফুসফুসের আবরণ বা প্লুরার প্রদাহ (প্লুরোরোসিস রোগ) দেখা দেয়।
- শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার জটিলতা দেখা দেয়।
ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানান রকম বিষাক্ত গ্যাস থাকে এর ফলে দূষিত পদার্থ যুক্ত ধোয়া দেহে প্রবেশ করলে নানান রকম রোগের সৃষ্টি হয়। যেমন ফুসফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ইত্যাদি।
৩.২ সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম
- উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো।
উত্তর: অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ায় ব্যবহারের গুরুত্ব অপরিসীম। যেমন- দুধ থেকে দই তৈরি, পনির, মূল্যবান পানীয় ,অ্যালকোহল, সূরা, পাউরুটি প্রভৃতি প্রস্তুত করা হয় সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে।
ব্যাখ্যা: সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই অনেক খাদ্যদ্রব্য প্রস্তুত করা যায় যার বাজারমূল্য দুধের তুলনায় অনেক বেশি। ব্যবহৃত উপকরণের সাথে উৎপাদিত দ্রব্য মূল্যের তুলনা করলেই বোঝা যায় যে সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্য দ্রব্যের মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি ফলে ব্যবসায় লাভ ও বেশি।
৩.৩ উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত
- ব্যাখ্যা করো।
উত্তর: উপচিতি বিপাক হলো গঠনমূলক বিপাক। এই বিপাকে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এছাড়াও এই বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয়।অপর পক্ষের অপচিতি বিপাক হলো ভাঙ্গন মূলক বিপাক। এই বিভাগে জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়। এই প্রভাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগিক পরিণত হয়।
উপরের বিষয় গুলির উপর ভিত্তি করে বলা যায় যে ,
উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর: জীবদেহে রেচন এর গুরুত্ব:- জীবদেহে জলের সাম্যবস্থা রক্ষা করে।
- জীব দেহের সুস্থতা বজায় রাখে।
- প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা বজায় রাখে।
- অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
- পরিবেশের মৌল ও যৌগের ভারসাম্য বজায় রাখে।
৪. নীচের প্রশ্নটির উত্তর লেখো:
৪.১ সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO2 -এর স্থিতিকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো।
উত্তর:আলোক নিরপেক্ষ দশায় CO2 এর স্থিতিকরণ:
অন্ধকার দশা প্রথম পর্যায়ে কার্বন-ডাই-অক্সাইড অসুস্থ কার্বনযুক্ত শর্করা RuBP এর সঙ্গে বিক্রিয়া করে তিন কার্বনযুক্ত PGA উৎপন্ন করে যা সালোকসংশ্লেষের প্রথম স্থায়ী কার্বন যৌগ। এই পর্যায়ে কার্বন-ডাই-অক্সাইডের মধ্যস্থ কার্বন জৈব যৌগের অঙ্গীভূত হয় বলে অঙ্গার আত্তীকরণ বলা হয়। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন কোষস্থ যৌগের অঙ্গীভূত হয়।
▣ রক্তের শ্রেণীবিভাগ এর তাৎপর্য:
নিম্নলিখিত কারণ গুলির জন্য রক্তের শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ:(i) কোন দাতা রক্তগ্রহীতার দেহে সঞ্চারণ এর পূর্বে উভয়ের রক্তের বিভাগ জানা জরুরী । কারণ ভিন্ন গ্রুপের রক্ত গ্রহণ করলে গ্রহীতা প্রাণহানি ঘটতে পারে।
(ii) কোন শিশুর পিতৃত্ব নির্ণয় জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়।
(iii) রক্তদান কালের ABO অসঙ্গতি ঘটলে বা রক্ত ম্যাচিং ঠিকমত না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে হিমোগ্লোবিন বাইরে বেরিয়ে আসবে।