আজকে অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত পড়োষ্ণেড় সঠিক উত্তর আমরা এই পর্বে আলোচনা করব।
Class 8 science model activity task 2022 february part 2
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ ফেব্রুয়ারী পার্ট ২
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩=৩
১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো –
(ক) গলজি বস্তু
(খ) নিউক্লিয়াস
(গ) মাইটোকনড্রিয়া
(ঘ) লাইসোজোম।
উত্তর: (গ) মাইটোকনড্রিয়া
১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো—
(ক) লাইসোজোম
(খ) রাইবোজোম
(গ) সেন্ট্রোজোম
(ঘ) গলজি বস্তু।
উত্তর: (খ) রাইবোজোম
১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো
(ক) আবরণী কলা
(খ) যোগ করা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা।
উত্তর: (ঘ) স্নায়ু কলা।
২. সংক্ষিপ্ত উত্তর দাও : ১×৩=৩
২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?
উত্তর: উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ (Cone) কোষ ।
২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?
উত্তর: লাইসোজোম।
২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী?
উত্তর: ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2x8=৮
৩.১ “লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো"- এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয়?
উত্তর: লোহিত রক্ত কণিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা ও চাকতির মত হওয়ার ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে সহজে যাতায়াতের করতে পারে এবং বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো।
উত্তর:
মিল: কোষ পর্দা ও কোষ প্রাচীর উভয়ই কোষের বাইরের আবরণ হিসেবে কাজ করে এবং বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে।
অমিল: কোষ প্রাচীর মৃত প্রকৃতির এবং কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায় কিন্তু কোষ পর্দা সজীব এবং উদ্ভিদ- প্রাণী উভয় কোষেই দেখা যায়।
৩.৩ এন্ডোপ্লাজমীর জালিকার কাজ উল্লেখ করো।
উত্তর:
- কোষের মধ্যেকার ঘটা বিভিন্ন বিক্রিয়া গুলিকে পৃথক রাখা এন্ডোপ্লাজমিক জালিকার অন্যতম কাজ।
- কোষের সাইটোপ্লাজম এর কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যাবহার :
- বিভিন্ন ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক ও এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।
- উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড ও পাতা ইত্যাদির অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য।
- জীব দেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য।
- কোষের ভেতরে অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য।
অষ্টম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কোন পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। এইভাবে গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাস বা প্রাইমোরডিয়াল ইউট্রিকল সৃষ্টি হয়।
৪.২ স্থায়ী কলার কাজ কী কী?
উত্তর: স্থায়ী কলার কাজ গুলি হল :
- খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা।
- জল সংবহন করা।
- ভারবহন ও দৃঢ়তা প্রদান করা।
- ক্ষত নিরাময় করা
- বর্জ্য পদার্থ সঞ্চয় করা।