নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর পর্ব 2 | Mocktest Part 2 Class 9 wbbse life science

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর পর্ব 2 | Mocktest Part 2 Class 9 wbbse life science ক্লাস নাইন জীবনবিজ্ঞান মক টেস্ট

তুমি কি নবম শ্রেণীতে পড়ো। তুমি কি জীবন বিজ্ঞানের মক টেস্ট গুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমার দক্ষতা আরো বাড়াতে চাও। তাহলে এই সম্পূর্ণ মক টেস্টটি একবার প্র্যাকটিস করো।

আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মকটেস্ট এর আকারে তোমাদের সামনে উপস্থাপিত করেছি। ক্লাস নাইনের দ্বিতীয় অধ্যায়ের জীবন সংগঠনের স্তরএর গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন থাকবে এই মক টেস্টে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যা বিগত বছরে কোন না কোন পরীক্ষায় এসেছে কিংবা আসার সম্ভাবনা রয়েছে। এটি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব যা প্র্যাকটিস করলে তোমাদের জীবন বিজ্ঞানে ভাল দক্ষতা আসবে এর পূর্বে প্রকাশিত হয়েছে জীবন সংগঠনের স্তর পর্ব ১ প্রতিনিয়ত এগুলি প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে।

এই মক টেস্ট গুলির জন্য আমরা মধ্যশিক্ষা পর্ষদ এর দ্বারা অনুমোদিত বিভিন্ন বই এবং আমাদের অভিজ্ঞ শিক্ষকের নোটস ব্যবহার করেছি।

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায় জীবন ও তার   বৈচিত্র্য


নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায় MOCK TEST

Class 9 wbbse life science practice problem online mock test

0/20
1 মানবদেহের যকৃত ও পেশিকোশে সঞ্চিত শর্করাটি হল -
স্টার্চ বা শ্বেতসার
গ্লাইকোজেন
সেলুলোজ
কাইটিন
মানব দেহের যকৃত ও পেশিকোশে সঞ্চিত শর্করাটি হলো গ্লাইকোজেন।
2 প্রোটিন অনু কোন একক অনুর পলিমার?
ফ্যাটিঅ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড
গ্লুকোজ
ফ্যাট
প্রোটিন অনু অ্যামাইনো অ্যাসিড একক অনুর পলিমার।
3 অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি?
দশটি
বারোটি
আটটি
পাঁচটি
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হল আটটি।
4 অ্যামাইনো অ্যাসিড গুলি কোন বন্ধন দিয়ে যুক্ত?
পেপটাইড বন্ধন
গ্লাইকোসাইডিক বন্ধন
এস্টার বন্ধন
হাইড্রোজেন বন্ধন
অ্যামাইনো অ্যাসিডগুলি প্রাইপটাইট বন্ধন দিয়ে যুক্ত হয়।
5 ফ্যাট অনুতে কোন মৌলিক পদার্থটি থাকে না?
N
C
O
H
ফ্যাট অনুতে নাইট্রোজেন (N) মৌলটি থাকে না।
6 নিচের কোনটি লব্ধ প্রোটিন?
অ্যালবুমিন
পেপটোন
প্রোটিওজ
পেপটোন ও প্রোটিওজ
পেপটোন ও প্রোটিওজ লব্ধ প্রোটিন।
7 নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড?
লিনোলেইক অ্যাসিড
ট্রিপটোফ্যান
লাইসিন
সবকটি
উপরের সবকটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড।
8 নিউক্লিক অ্যাসিডের গঠনগতএকক হলো -
নিউক্লিন
নিউক্লিওটাইড
নিউক্লিওসাইড
নিউক্লিয়াস
নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হল নিউক্লিওটাইড।

Read More : নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান – চতুর্থ অধ্যায় – দ্রবণ প্রশ্ন উত্তর | ছায়া প্রকাশনীর অনুশীলনী

9 লিপিডকে দ্রবীভূত করতে কোন মাধ্যমটি প্রয়োজন?
কোহল
জল
HCl
সবকটি
লিপিড কে দ্রবীভূত করতে উপরের সবকটি মাধ্যম প্রয়োজন।
10 RNA-তে উপস্থিত যে N2 যুক্ত ক্ষার মূলকটি DNA তে থাকে না, তা হলো -
অ্যাডেনিন
ইউরাসিল
ওয়ানিন
সাইটোসিন
ইউরাসিল ক্ষার মূলকটি RNA-তে উপস্থিত কিন্তু DNA তে থাকে না।
11 কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল -
ফসফোলিপিড
সাইফোলিপিড
ট্রাইগ্লিসারাইড
ফ্যাটিঅ্যাসিড
কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিড টি হল ফসফোলিপিড।
12 অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিন হলো –
ভিটামিন A
ভিটামিন B12
ভিটামিন D
ভিটামিন C
অস্থিও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন D
13 কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল?
ভিটামিন –D
ভিটামিন –E
ভিটামিন –K
ভিটামিন –A
ভিটামিন –A এর রাসায়নিক নাম রেটিনল।
14 অ্যান্টি অক্সিডেন্ট রুপে কাজ করে এমন একটি ভিটামিন হলো –
ভিটামিন E
ভিটামিন C
C ও E উভয়
ভিটামিন B2
অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে এমন ভিটামিন হলো ভিটামিন E ও ভিটামিন C।
15 রক্তে প্রোথ্রমবিনের স্বাভাবিক পরিমাণ বজায় রাখে-
ভিটামিন –K
ভিটামিন –D
ভিটামিন –C
ভিটামিন –B2
রক্তে প্রোথ্রমবিনের স্বাভাবিক পরিমাণ বজায় রাখে ভিটামিন –K
16 রাতকানা রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন?
ভিটামিন – A
ভিটামিন – E
ভিটামিন – K
ভিটামিন – C
রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন – A ।
17 কোন ধাতব মৌলটি রক্ত তঞ্চন এবং পেশী সংকোচন এর জন্য প্রয়োজনীয়?
সোডিয়াম
ক্যালসিয়াম
পটাশিয়াম
আয়রন
ক্যালসিয়াম ধাতব মৌলটি রক্ততঞ্চন এবং পেশি সংকোচন এর জন্য প্রয়োজনীয়।
18 থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে –
ম্যাগনেসিয়াম
দস্তা
আয়োডিন
পটাশিয়াম
থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে আয়োডিন।
19 কোন ধাতব মৌলটি ভিটামিন বি১২ এর একটি উপাদান?
কোবাল্ট
ক্লোরিন
সোডিয়াম
পটাশিয়াম
কোবাল্ট ধাতব মৌলটি ভিটামিন বি১২ এর একটি উপাদান।
20 হিমোসায়ানিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে?
লোহা
তামা
ম্যাঙ্গানিজ
ম্যাগনেসিয়াম
হিমোসায়ানিনে যে ধাতব মৌলটি উপস্থিত থাকে সেটি হল তামা।

আশা করি তোমাদের এই Class 9 life science chapter 2 mock test মক টেস্ট পছন্দ হয়েছে। এরকম আরো মকটেস্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে যেগুলো প্র্যাকটিস করে তোমাদের দক্ষতা বাড়াতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.