[ QnA] Class VI Chapter 4 | Amder Poribesh Chapter 4 Poribesh o bigyan Question answer | শিলা ও খনিজ | ক্লাস সিক্স দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান

Class VI 2nd unit test Poribesh o bigyan Chapter 4 | শিলা ও খনিজ | ক্লাস সিক্স দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান । প্রশ্ন বিচিত্রার উত্তর পর

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় "শিলা ও খনিজ পদার্থ" এ প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।

1. পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয়, তা হল - (a) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি (b) পাললিক শিলা স্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয় (c) পেট্রোলিয়াম কে সংক্ষেপে পেট্রোল বলা হয় (d) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি হয়
উত্তর : (c) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়।
2. যেটি আগ্নেয় শিলা, তা হলো - চুনাপাথর/ বেলেপাথর/ মার্বেল পাথর/ গ্রানাইট
উত্তর : গ্রানাইট
3. হেমাটাইট যে ধাতুর আকরিক, তা হল - সোনা /তামা / লোহা /অ্যালুমিনিয়াম
উত্তর : লোহা
4. লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় - ইস্পাত / স্টেনলেস স্টিল / রাংঝাল / সংকর ধাতু
উত্তর : স্টেনলেস স্টিল [ পাঠ্যবই পৃষ্ঠা 59 ]
5. প্রদত্ত বিকল্প গুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস / কয়লা / প্রাকৃতিক গ্যাস / পেট্রোলিয়াম
উত্তর : গোবর গ্যাস
6. আগ্নেয় শিলার উদাহরণ হল - মার্বেল পাথর /গ্রানাইট / চুনাপাথর।
উত্তর : গ্রানাইট।
7. জিংক এর প্রধান আরিক হল- হেমাটাইট / বক্সাইট/ কপার গ্লান্স / জিংক ব্লেন্ড
উত্তর : জিংক ব্লেন্ড
8. মার্বেল পাথর হল এক ধরনের - পরিবর্তিত শিলা /পাললিক শিলা / আগ্নেয় শিলা / কোনোটিই নয়
উত্তর : পরিবর্তিত শিলা।
9. গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় - নিস / স্লেট / মার্বেল /চুনাপাথর
উত্তর : নিস।
10. অমিল শব্দটি খুঁজে বের কর : ব্যাসাল্ট / পিউমিস / গ্রানাইট / চুনাপাথর
উত্তর : চুনাপাথর। ব্যাখ্যা: বাকিগুলি সব আগ্নেয় শিলা।
11. তামার আকরিক হলো - বক্সাইট / হিমাটাইট/ লিগনাইট / কপার গ্লান্স
উত্তর : কপার গ্লান্স
12. কোনটি পাললিক শিলা - গ্রানাইট / ব্যাসাল্ট /পিউমিস / বেলেপাথর
উত্তর : বেলেপাথর
13. কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা ? বক্সাইট / হিমাটাইট / তামা / কপার গ্লাস
উত্তর : তামা। কারণ: তামা একটি ধাতু কিন্তু বাকি তিনটি ধাতুর আকরিক।
14. কোনটি পাললিক শিলা নয় ? বেলেপাথর / ব্যাসল্ট / চুনাপাথর / শেল
উত্তর : ব্যাসল্ট
15. ঝামাপাথর বলা হয় - ব্যাসল্টকে / স্লেটকে / পিউমিসকে / বেলেপাথরকে
উত্তর : পিউমিসকে।
16. জীবাশ্ম জ্বালানি নয় - কয়লা / পেট্রোল / গোবর
উত্তর : গোবর
17. মার্বেল পাথর তৈরি হয় - বেলে lপাথর থেকে / চুনাপাথর থেকে / গ্রানাইট থেকে
উত্তর : চুনাপাথর থেকে
18. জমাট বাধা লাভা হল - আগ্নেয় শিলা / পাললিক শিলা / পরিবর্তিত শিলা
উত্তর : আগ্নেয় শিলা
19. বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হল - পেট্রোল /ডিজেল / প্রোপেন
উত্তর : ডিজেল
20. লোহা ও কার্বন মিশিয়ে তৈরি হয় - ইস্পাত / পিতল / ব্রোঞ্জ
উত্তর : ইস্পাত
21. পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু ___ ।
উত্তর : লিথিয়াম।
22. ধাতুকল্প ______ এর উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়।
উত্তর : আর্সেনিক।
23. 1 কিলোপাস্কাল= _____ পাস্কাল।
উত্তর : 1000
24. তামা ও টিন মিশিয়ে ____ ধাতু তৈরি হয়।
উত্তর : ব্রোঞ্জ।
25. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ____ ।
উত্তর : মিথেন।
26. পৃথিবীর গভীরে তরল অবস্থায় থাকা পাথরকে ___ বলে।
উত্তর : ম্যাগমা।
27. ধাতুর জিনিস জোড়া দেওয়ার জন্য রাংঝাল হল ___ ধাতু।
উত্তর : সংকর
28. গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হলো ___ ।
উত্তর : নিস।
29. অশ্ম কথার অর্থ ____ ।
উত্তর : পাথর
30. খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতি কে বলে ___ ।
উত্তর : ধাতু নিষ্কাশন
31. পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়?
উত্তর : প্রোপেন ও বিউটেন। [ পাঠ্য বই পৃষ্ঠা 62 ]
32. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি?
উত্তর : বক্সাইট
33. খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি?
উত্তর : পেট্রোল।
34. দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উত্তর : কয়লা, পেট্রোল।
35. পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি?
উত্তর : তামা ও দস্তা।
36. CNG এর মূল উপাদানের নাম কি?
উত্তর : মিথেন।
37. ম্যাগমা কাকে বলে?
উত্তর : ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকা গলিত শিলাকেই ম্যাগমা বলে।
38. দুটি সবুজ জ্বালান এর উদাহরণ দাও।।
উত্তর : সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস (SNG), সবুজ মিথানল বা অ্যামোনিয়া
39. একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উত্তর : পেট্রোল।
40. সম্পূর্ণ নাম ও প্রধান উপাদান লেখ: LPG ও CNG
উত্তর : LPG এর সম্পূর্ণ নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন। CNG এর সম্পূর্ণ নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রধান উপাদান মিথেন।
41. তরল সোনা হলো - তামা / অ্যালুমিনিয়াম /পেট্রোলিয়াম
উত্তর : পেট্রোলিয়াম
42. রেললাইনের কালো পাথরগুলি কিসের টুকরো?
উত্তর : গ্রানাইট শিলার টুকরো। এটি এক ধরনের আগ্নেয় শিলা।
43. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি?
উত্তর : বক্সাইট
44. একটি ফসিল ফুয়েল এর নাম ও তার ব্যবহার লেখো।
উত্তর : একটি ফসিল ফুয়েল হলো কয়লা। বিদ্যুৎ তৈরিতে কয়লা ব্যবহার করা হয়।
45. শেল কি জাতীয় শিলা?
উত্তর : পাললিক শিলা
46. কোন ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা কর।
উত্তর : যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর (Ore) বলা হয়। যেমন লোহার আকরিক হলো হেমাটাইট । [পাঠ্যবই পৃষ্ঠা 57]
47. পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও
উত্তর : হ্রদ, নদী বা সমুদ্রের জলের নিচে পলি জমা হয়ে লক্ষ লক্ষ বছর ধরে নিচের তাপ ও উপরের চাপে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। যেমন- বেলেপাথর, চুনাপাথর, কাদা পাথর বা শেল ইত্যাদি।
48. পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন?
উত্তর : পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কারণ এই শিলাগুলি নরম নদী বা সমুদ্রের নিচে তৈরি হয় যেখানে মৃত প্রাণী ও উদ্ভিদের অংশগুলি কম তাপে সংরক্ষিত থাকে। অন্যদিকে আগ্নেয় শিলায় উচ্চতাপে জীবাশ্ম নষ্ট হয়ে যায়।
49. উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যারা নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে তাদের বলে উৎপাদক। যেমন - সবুজ উদ্ভিদ।
50. আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি?
উত্তর : সাধারণত তিন ধরনের। যথা: গ্রানাইট, ব্যাসল্ট ও পিউমিস।
51. জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বোঝো।
উত্তর : পাললিক শিলায় চাপা পড়ে থাকা জীব দেহ যখন কোটি কোটি বছর ধরে পরিবর্তিত হয়ে জ্বালানিতে পরিণত হয়। তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন - কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি।
52. LPG ও CNG এর দুটি পার্থক্য লেখ।
উত্তর : LPG এর প্রধান উপাদান হলো প্রোপেন ও বিউটেন । CNG প্রধান উপাদান হলো মিথেন। LPG তুলনামূলকভাবে বেশি দূষণ ঘটায়। CNG তুলনামূলকভাবে কম- দূষণ ঘটায়।
53. জীবাশ্ম বা ফসিল কি?
উত্তর : পাললিক শিলা স্তরের মধ্যে জমে থাকা জীবের দেহাবশেষকেই ফসিল বা জীবাশ্ম বলে। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপকেউ ফসল বলা হয়।
54. ম্যগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি?
উত্তর : গলিত শিলা যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে তখন তাকে ম্যাগমা বলা হয়। এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়।
55. জীবাশ্মের গুরুত্ব লেখো। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।।
উত্তর : জীবাশ্ম থেকে আমরা কোটিকোটি বছর আগেকার উদ্ভিদ , প্রাণী ও পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি। একটি জীবাশ্ম জ্বালানি হল কয়লা।
56. কথাটি ঠিক না ভুল যুক্তি দিয়ে বোঝাও- "কোনো ধাতুর সব খনিজই ধাতুর আকরিক"
উত্তর : ভুল। কারণ, কেবলমাত্র যেসব খনিজ থেকে সহজে ও কম খরচে ধাতু নিষ্কাশন করা যায় তাদের ধাতুর আকরিক বলে। তাই ধাতুর সব খনিজ ধাতুর আকরিক নয়।
57. পেট্রোলিয়াম কি?
উত্তর : পেট্রোলিয়াম হল চটচটে তরল একটা মিশ্রণ। এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। যেমন: পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্রোপেন, বিউটেন ইত্যাদি।
58. পরিবর্তিত শিলা কাকে বলে?
উত্তর : আগ্নেয় ও পাললিক শিলার গঠন যখন তাপ ও চাপে বদলে যায়, তখন সেই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। যেমন- মার্বেল পাথর, নিস ইত্যাদি।
59. পেট্রোলিয়াম শোধন করা দরকার কেন?
উত্তর : পেট্রোলিয়ামের মধ্যে বিভিন্ন যৌগ, মাটি ও জল মিশে থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। এইসব অশুদ্ধি দূর করার জন্যই পেট্রোলিয়াম শোধন করা দরকার।
60. কয়লার ব্যবহার লেখ।
উত্তর : কয়লার ব্যবহার : বিদ্যুৎ তৈরিতে শতকরা 75 শতাংশ কয়লা ব্যবহার করা হয়। ইটভাটায় ইট পোড়াতে কয়লা ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে ঘর গরম রাখতে কয়লা ব্যবহার করা হয়। রান্না করার কাজে কয়লা ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশন এর কাজে কয়লা ব্যবহার করা হয়।
61. প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার লেখো।
উত্তর : জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন যানবাহন চালাতে ব্যবহার করা হয়।
62. আগ্নেয় শিলা, পাললিক শিলা ও পরিবর্তিত শিলার মধ্যে চারটি পার্থক্য লেখ।
উত্তর : আগ্নেয় শিল লাভা পিতল হয়ে গঠিত হয়। পাললিক শিলা পলি জমে গঠিত হয়। রূপান্তরিত শিলা আগ্নেয়শীলা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে গঠিত হয়। 80 শতাংশ মহাদেশীয় ভূত্বক আগ্নেয় শিলায় গঠিত। 80 শতাংশ মহাসাগরীয় ভূত্বক পাললিক শিলা দ্বারা গঠিত। 12 শতাংশ ভূত্বক রূপান্তরিত শিলায় গঠিত। আগ্নেয় ও রূপান্তরিত শিলা তুলনামূলক শক্ত হয়। পাললিক শিলা তুলনামূলকভাবে নরম হয় । আগ্নেয় শিলা: গ্রানাইট, ব্যাসাল্ট। পাললিক শিলা: চুনাপাথর, কাদা পাথর, । রূপান্তরিত শিলা: মার্বেল পাথর
63. ফসিল কিভাবে গঠিত হয়?
উত্তর : মৃত জীবদেহ জল বা মাটির নিচে জমা হয়। দেহের নরম অংশ নষ্ট হয়ে যায়। তারপর তার উপর পলি জমা হয়। কোটি কোটি বছর ধরে গরম আর চাপে থাকতে থাকতে দেহাবশেষ ফসিল বা জীবাশ্মে পরিণত হয়।

আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. Please Comment
Please Comment , Your Comment is Very Important to Us.