তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 "তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি" এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।
1. ভর ÷ আয়তন = ______। (a) আয়তন / (b) বেগ / (c) প্রস্থ / (d) ঘনত্ব
উত্তর : ঘনত্ব
2. ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো - তরলের চাপ / তরলের প্রবাহ / বায়ুমণ্ডলীয় চাপ / বায়ু প্রবাহ
উত্তর : বায়ুমণ্ডলীয় চাপ
3. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল - ব্যারোমিটার /থার্মোমিটার / হাইড্রোমিটার
উত্তর : ব্যারোমিটার।
4. তরলের চাপ নির্ভর করে- (a) তরলের পরিমাণের উপর (b) তরলের গভীরতার উপর (c) তরল পাত্রের আকৃতির উপর
উত্তর : (b) তরলের গভীরতার উপর
5. খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো - আর্কিমিডিসের নীতি / বার্নোলির নীতি / আফবাও নীতি
উত্তর : বার্নোলির নীতি
6. জলের গভীরতা বাড়লে - (a) শুধু জলের নিচের চাপ বাড়ে (b) শুধু জলের উপরের দিকের চাপ বাড়ে (c) শুধু জলের পার্শ্বচাপ বাড়ে (d) সবদিকেই জলের চাপ বাড়বে
উত্তর : (d) সবদিকেই জলের চাপ বাড়বে
7. 1 পাস্কাল = (a) 1 নিউটন / সেমি² (b) 1 নিউটন /মিটার (c) 1 নিউটন / সেমি (d) 1 নিউটন / মিটার²
উত্তর : (d) 1 নিউটন / মিটার²
অর্থাৎ, 1 পাস্কাল = 1 নিউটন প্রতি বর্গমিটার।
8. একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ই হলো – তাপ / দৈর্ঘ্য / চাপ / ভর
উত্তর : চাপ।
9. চাপ= বল ÷ _____ ।
উত্তর : ক্ষেত্রফল।
10. সুচ, পেরেক, ছুরি ইত্যাদিতে কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে সেই অংশ ___ করা হয়।
উত্তর : সূচালো অথবা ধারালো । [ পাঠ্য বই পৃষ্ঠা 101 ]
11. বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ __ হয়।
উত্তর : কম
12. সত্য না মিথ্যা: কোন তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়।
উত্তর : মিথ্যা
ব্যাখ্যা: বার্নোলির নীতি অনুযায়ী, তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ কমে যায়।
13. জলের গভীরতা বাড়লে চাপ কমে।
উত্তর : মিথ্যা
14. চাপ পরিমাপের একটি বড় একক কি?
উত্তর : কিলো পাস্কাল।
15. ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে?
উত্তর : কমে।
16. পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে। ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ?
উত্তর : বার্নোলির নীতির।
17. চাপের সংজ্ঞা দাও।
উত্তর : একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে।
18. একটি বিছানার ওপর চাদর টান টান করে বিছানো আছে। এবার ওই চাদর কে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে। এর কারণ কি?
উত্তর : বায়ু ওপর থেকে নিচের দিকে চাদরটার ওপর চাপ দেওয়ার ফলে এই ঘটনাটা ঘটছে। [ পাঠ্য বই পৃষ্ঠা 103 ]
19. বস্তুর জাড্য ধর্ম বলতে কী বোঝায়?
উত্তর : যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু সর্বদা গতিশীল এবং স্থির বস্তু সর্বদা স্থির থাকার চেষ্টা করে তাকেই জাড্য ধর্ম বলে।
20. SI পদ্ধতিতে চাপের একক কি?
উত্তর : পাস্কাল।
21. কোন তরল বা গ্যাসের দুইস্থানে যদি চাপ অসমান হয়, তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে?
উত্তর : যেদিকে চাপ কম।
22. জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়?
উত্তর : জলের গভীরে গেলে তরলের ঘনত্ব বাড়তে থাকে। আমরা জানি ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। তাই জলের গভীরে গেলে তরলের চাপ বাড়তে থাকে।
23. 0.9 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় কর।
উত্তর : আমরা জানি, চাপ = বল ÷ ক্ষেত্রফল
অর্থাৎ, চাপ = ( 90 ÷ 0.9 ) নিউটন / বর্গমিটার
= 8.1 নিউটন / বর্গমিটার
24. বারনৌলির নীতিটি লেখ।
উত্তর : কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
25. জলের গভীরে কোন কোন মাছ চ্যাপ্টা হয় কেন?
উত্তর : জলের গভীরে জলের চাপ বেশি থাকে। এই কারণেই জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়। [ পাঠ্য বই পৃষ্ঠা 100 ]
26. নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন?
উত্তর : নদীর তলদেশে যত গভীরতা বাড়তে থাকে তত জলের চাপ বাড়তে থাকে। বাঁধ যাতে অত্যাধিক জলের চাপে ভেঙে না যায় সেই জন্য নদীর তলদেশে বাঁধ চওড়া করা হয়।
27. আঙ্গুলের পরিবর্তে আলপিন এর সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন?
উত্তর : আঙ্গুলের অগ্রভাগ ভোতা কিন্তু আলপিনের অগ্রভাগের সূচালো অর্থাৎ ক্ষেত্রফল খুবই নগণ্য। তাই আলপিনের দ্বারা বেশি চাপ প্রযুক্ত হয়। তাই আঙ্গুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ।
28. "ভোতা ছুরিতে সবজি কাটা কঠিন" - চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা কর।
উত্তর : আমরা জানি, চাপ = বল ÷ ক্ষেত্রফল।
অর্থাৎ, চাপ ক্ষেত্রফল এর সঙ্গে ব্যস্ত সমানুপাতিক বা ক্ষেত্রফল বাড়ালে চাপ কমে যায়। ভোতা মুখের ক্ষেত্রফল বেশি তাই চাপ কম হয়। এই কারণে ভোতা ছুরিতে সবজি কাটা কঠিন।
29. খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজকে সমান্তরাল ভাবে ধরে তাদের মাঝে জোরে ফু দিলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে। বার্নোলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।
উত্তর : বার্নোলির নীতি অনুযায়ী কোন প্রবাহীর একবারলে ওই প্রবাহীর মধ্যে চাপ কমে যায়। এক্ষেত্রে কাগজ দুটির মাঝে জোরে ফু দিলে বায়ুপ্রবাহের বেগ বেড়ে যায়। ফলে কাগজ দুটির মাঝের বায়ুর চাপ কমে যায়। এর ফলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে।
অন্যান্য আরো গুরুত্বপূর্ণ রিলেটেড পোস্ট: