নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এর মকটেস্ট এর বেশ কিছু প্রশ্ন
নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। ক্লাস নাইনের দ্বিতীয় অধ্যায়ের
জীবন ও তার বৈচিত্র্য
এর গুরুত্বপূর্ণ 30 টি প্রশ্ন থাকবে এই মক টেস্টে।
নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায়
Class 9 wbbse life science practice problem online mock test
Mocktest : জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরClass IX
Your score: 0/30
1 পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত
জৈব যৌগটি হলো -
গ্লুকোজ
প্রোটিন
সেলুলোজ
গ্লাইকোজেন
পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত জৈব যৌগটি হল সেলুলোজ।
2 কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও
হাইড্রোজেন এই চারটি মৌল মানবদেহের যত শতাংশ ওজন দখল করে রাখে তা হল -
77%
97%
67%
87%
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন এই চারটি মৌল মানবদেহের যত শতাংশ
ওজন দখল করে রাখে তা হল 97%
3 কোনটি সঠিক জোড় নয়?
আন্টিইনফেকটিভ ভিটামিন = ভিটামিন A
আন্টিহেমারিজিক ভিটামিন ভিটামিন K
অ্যান্টিরিকেটিভ ভিটামিন = ভিটামিন C
অ্যাস্টোরিলিটি ভিটামিন = ভিটামিন E
অ্যান্টিরিকেটিভ ভিটামিন = ভিটামিন C - জোড়টি সঠিক জোড় নয়।
4 কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষ ও প্রাণী
কোষ উভয়েই বর্তমান ?
গলগি বডি
সেন্ট্রোজোম
লাইসোজোম
ক্লোরোপ্লাস্ট
গলগি বডি কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়েই বর্তমান।
5 কোন অঙ্গটি মানবদেহে একটি মিশ্রগ্রন্থি
হিসেবে কাজ করে না?
অগ্নাশয়
যকৃত
ডিম্বাশয়
শুক্রাশয়
যকৃত অঙ্গটি মানবদেহে একটি মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে না।
6 সেন্ট্রোজোম এ কয়টি সেন্ট্রিওল থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল থাকে।
7 শরকরায় হাইড্রোজেন ও অক্সিজেনের
অনুপাত -
3:1
2:1
1:1
4:1
শরকরায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1।
8 এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলা
হয় -
ADP কে
CTP কে
ATP কে
NADP কে
এনার্জি কারেন্সি বা শক্তিমুদ্র বলা হয় ATP - কে।
9 কোষপর্দায় উপস্থিত প্রধান লিপিড টি হল
-
ফসফলিপিড
সালফোলিপিড
ফসপোপ্রোটিন
মিউকোলিপিড
কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল ফসফলিপিড।
10 ভিটামিন A-র অভাবে কোন রোগটি হতে
পারে?
রাতকানা
জেরোপথ্যালমিয়া
ফ্রিনোডার্মা
সবকটি
ভিটামিন A-র অভাবে সবকটি রোগ হতে পারে।
11 ভিটামিন C -র রাসায়নিক নাম হল
রেটিনল
টোকোফেরল
অ্যাসকরবিক অ্যাসিড
থিয়ামিন
ভিটামিন C-র রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড।
12 নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার
অংশটিকে বলা হয় -
নিউক্লিওলাস
নিউক্লিঅয়েড
নিউক্লিন
নিউক্লিওপ্লাজম
নিউক্লিয়াস মধ্যস্থ ঘন ও গোলাকার অংশটিকে নিউক্লিওলাস বলা হয়।
13 যে কোষ অঙ্গাণুতে ক্রিস্টি নামক গঠনটি
দেখা যায় সেটি হল -
রাইবোজোম
মেসোজোম
প্লাস্টিড
মাইটোকন্ড্রিয়া
যে কোষ অঙ্গাণুতে ক্রিস্টি নামক গঠন দেখা যায় সেটি হল মাইটোকনড্রিয়া।
14 বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ
অঙ্গাণুটি হল -
সেন্ট্রোজোম
ক্রোমোজোম
রাইবোজোম
লাইসোজোম
বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হল সেন্ট্রোজোম।
15 পার্থস্থ ভাজক কলার উদাহরণ হল-
ক্যাম্বিয়াম
কর্ক-ক্যাম্বিয়াম
ক্যাম্বিয়াম ও কর্ক ক্যাম্বিয়াম উভয়
কোনোটিই নয়
পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ হল ক্যাম্বিয়াম ও কর্ক-ক্যাম্বিয়াম।
16 জাইলেম এর সজীব উপাদানটি হল-
ট্র্যাকিড
ট্রাকিয়া
জাইলেম প্যারেনকাইমা
জাইলেম তন্তু
জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা।
17 যে যোগকলায় রক্ত সরবরাহ হয় না সেটি
হল -
অস্থি
তরুণাস্থি
এরিওলার কলা
ঘন যোগকলা
যে যোগকলায় রক্ত সরবরাহ হয় না সেটি হল তরুণাস্থি।
18 মানুষের ত্বকের বাইরের স্তরটি হল -
ডারমিস
এপিডারমিস
হাইপোডারমিস
এক্সোডারমিস
মানুষের ত্বকের বাইরের স্তরটি হল এপিডার্মিস।
19 পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন
প্রায় -
0.5কেজি
1.5 কেজি
2.5 কেজি
3 কেজি
পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায় 1.5 কেজি।
20 মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া
নিয়ন্ত্রণ করে -
মস্তিষ্ক
সুষুম্নাকাণ্ড
অগ্নাশয়
প্লীহা
মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড।
21 মানব দেহের কোন অঙ্গে গ্রাফিয়ান
ফলিকল দেখা যায়?
শুক্রাশয়
ডিম্বাশয়
অগ্নাশয়
মস্তিষ্ক
মানব দেহের ডিম্বাশয় অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়।
22 নিচের কোনটি একটি জৈব যৌগ?
HCl
গ্লুকোজ
সোডিয়াম ক্লোরাইড
জল
গ্লুকোজ একটি জৈব যৌগ।
23 নিচের কোনটিকে সার্বজনীন দ্রাবক বলে?
জল
অ্যালকোহল
বেনজিন
অ্যাসিড
জলকে সার্বজনীন দ্রাবক বলে।
24 কোন মৌলিক পদার্থটি দাঁত ও হাড়ের
গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন?
লৌহ
পটাশিয়াম
ক্যালসিয়াম
সোডিয়াম
ক্যালসিয়াম নামক মৌলিক পদার্থটি দাঁত ও হাড়ের গঠনের জন্য অত্যন্ত
প্রয়োজনীয়।
25 নিচের কোনটি অজৈব অ্যাসিড?
ম্যালিক অ্যাসিড
ফসফরিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড
ফসফরিক অ্যাসিড একটি অজৈব অ্যাসিড।
26 স্নায়ু উদ্দীপনা পরিবহনের সাহায্য
করে-
সোডিয়াম
পটাশিয়াম
সোডিয়াম ও পটাশিয়াম
কোনোটিই নয়
স্নায়ু উদ্দীপনা পরিবহনের সাহায্য করে সোডিয়াম ও পটাশিয়াম।
27 মানব রক্তে উপস্থিত প্রধান শর্করাটি
হল-
ফ্রুক্টোজ
গ্লুকোজ
সুক্রোজ
ল্যাকটোজ
মানব রক্তে উপস্থিত প্রধান শর্করাটি হল গ্লুকোজ।
28 DNA অনুর গঠনগত উপাদান হিসেবে যে
শর্করাটি বর্তমান, সেটি হলো –
ফ্রুক্টোজ
রাইবোজ
ডি-অক্সি রাইবোজ
গ্লুকোজ
DNA অনুর গঠনগত উপাদান হিসেবে ডি–অক্সি রাইবোজ শর্করা বর্তমান।
29 DNA ও RNA অণুতে উপস্থিত শর্করাগুলিতে
কার্বন পরমাণুর সংখ্যা হল -
3 টি
4 টি
5 টি
6 টি
DNA ও RNA অণুতে উপস্থিত সর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা 5 টি।
30 উদ্ভিদের কোষ প্রাচীরে উপস্থিত
কার্বোহাইড্রেট হল –
স্টার্চ বা শ্বেতসার
গ্লাইকোজেন
সেলুলোজ
কাইটিন
উদ্ভিদ কোষ প্রাচীরে উপস্থিত কার্বোহাইড্রেট হল সেলুলোজ।
আরও দেখঃ নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3