বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

Class 5 model activity task Mathematics part 8 mark 40 new 2021 পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ মার্ক 40

Class 5 model activity task Mathematics part 8 mark 40 new 2021 পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ মার্ক 40

Class 5 model activity task mathematics part 8 mark 40 final 2021 new বা পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ মান ৪০ 2021 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। 

Class 5 model activity task mathematics part 8


Class 5 model activity task Mathematics 2021 new

পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮

পঞ্চম শ্রেনি গণিত


নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

১.১ ৬-এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো

(a) ৬০৩০  (b) ০৬৩০  (c)০৩৬০  (d) ০৩০৬

উত্তরঃ ৬-এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো (b) ০৬৩০


১.২ নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো

(a) ১৮২৩২৭  (b) ১৮৮০৮৪  (c) ১৮০৭৭৬  (d) ১৮৬০৩০

উত্তরঃ  (b) ১৮৮০৮৪ 


১.৩     ১৩৮ 

          × ২৯ = ?

(a) ১৩৮×২+১৩৮×৯

(b) ১৮৩ ×২ +১৮৩×৯

(c) ১৩৮×৯+১৩৮ × ২০

(d) ১৮৩×৯+১৮৩ × ২০

উত্তরঃ (c) ১৩৮×৯+১৩৮ × ২০


১.৪ নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলো।


(a) ২১ ও ১০  (b) ১৭ ও ২৪  (c) ১৮ ও ১৪  (d) ১২ ও ১৫

উত্তরঃ (d) ১২ ও ১৫


১.৫ -এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো

(a)

(b)

(c) × ২

(d)

উত্তরঃ (d)

১.৬ -কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে
(a) ,

(b) ,

(c) ,

(d) ,

উত্তরঃ (c) ,

 

১.৭ =

(a)

(b)

(c)

(d)

উত্তরঃ (d)
(ঘ) 


▣ 2. সত্য মিথ্যো লেখ (T / F )

২.১ দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।

উত্তরঃ মিথ্যা (F)।


২.২ দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।

উত্তরঃ মিথ্যা (F)।

২.৩. ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা। 

উত্তরঃ মিথ্যা (F)।

২.৪. সবচেয়ে বড়ো সংখ্যা ১১দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।

উত্তরঃ সত্য (T)।

২.৫. ০.৫ < ০.০৫

উত্তরঃ উক্তিটি মিথ্যা  (F)

২.৬    সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।

উত্তরঃ উক্তিটি সত্য (T)

২.৭. আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ।

উত্তরঃ উক্তিটি মিথ্যা  (F)

▣ ৩.১. স্তম্ভ মেলাও ।

(ক) ২৫০২৫০(i) class 5 math model acticity question answer part 4
(খ) ২৫২৫০(ii) পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি
(গ) ২৫৫২০(iii) ২০০০০ + ৫০০০০ + ২০০ +৫০

উত্তরঃ   (ক) – (iii)   , (খ) – (i) , (গ) – (ii)

▣ ৩.২. স্তম্ভ মেলাও ।

সরলরেখাদুটি প্রান্তবিন্দু আছে
সরলরেখাংশপ্রান্ত বিন্দু নেই
রশ্মিএকটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী
সমবিন্দু সরলরেখাএকটি প্রান্তবিন্দু আছে

উত্তরঃ সরলরেখা - প্রান্ত বিন্দু নেই

সরলরেখাংশ  - দুটি প্রান্তবিন্দু আছে

রশ্মি - একটি প্রান্তবিন্দু আছে

সমবিন্দু সরলরেখা - একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী

৪. ফাকা স্থান পূরণ করো:


৪.১. √১৪৪= ?

উত্তরঃ √১৪৪= ১২



৪.২. –  (লঘিষ্ঠ আকারে লেখো)।

উত্তরঃ ==

৪.৩. ৬ = ? (অপ্রকৃত ভগ্নাংশে পরিনত কর )

উত্তরঃ ৬= = =

৪.৪. তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল । আমি ১৫.৫০ টাকা দিলাম । তোমার কাছে মোট কত টাকা হল ?

উত্তরঃ আমার কাছে আগে ছিল ৪.৫০ টাকা ।

আপনি আমায় দিলেন ১৫.৫০ টাকা।

  ১৫.৫০ টাকা

+  ৪.৫০ টাকা

---------------

২০.০০  টাকা

উঃ আমার কাছে মোট ২০ টাকা রইল ।

৫.১. তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে?

সমাধানঃ 

বর্তমানে মায়ের বয়স ৩৬ বছর।

যেহেতু , আমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো।

তাই , বর্তমানে আমার  বয়স (৩৬-২৫) বছর = ১১ বছর।

২ বছর পর মায়ের বয়স হবে (৩৬+২) বছর = ৩৮ বছর।

২ বছর পর আমার বয়স হবে (১১+২) বছর = ১৩ বছর।

অর্থাৎ, ২ বছর পর আমদের বয়সের সমষ্টি হবে (১৩+৩৮) বছর = ৫১ বছর।

৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করো: ৪৫,৭৫

সমাধানঃ 

মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করো: ৪৫ ও ৭৫

নির্ণেয় ল.সা. গু = ৫×৩×৩×৫ = ১৫×১৫ =২২৫

৫.৩. একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার । প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ?

সমাধানঃ বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার ।

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০×৪০ বর্গ মিটার = ১৬০০ বর্গ মিটার

মোট খরচ = ( ১৬০০ × ৬ ) টাকা = ৯৬০০ টাকা

৫.৪   ঘসা অঞ্চলের পরিসীমা নির্ণয় কর ।

সমাধানঃ ঘসা অঞ্চলের দৈর্ঘ্য ৬ মিটার ।

ঘসা অঞ্চলের প্রস্থ ৪  মিটার

ঘসা অঞ্চলের পরিসীমা = ২(দৈর্ঘ্য+প্রস্থ)
= ২(৬+৪) মিটার
= ২×১০ মিটার = ২০ মিটার


About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.