নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পার্ট 9 জানুয়ারি 2022
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১. যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেম কোশ তা শনাক্ত করো -
(ক) টিনোফোরা
(খ) নিমাটোডা
(গ) প্ল্যাটিহেলমিনথেস
(ঘ) অ্যানিলিডা
উত্তরঃ- (গ) প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হলো ফ্লেম কোশ ।
১.২. নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -
(ক) ন্যাথোস্টোমাটা - চোয়াল অনুপস্থিত
(খ) মোলাস্কা - ম্যালপিজিয়ান নালিকা উপস্থিত
(গ) অ্যানিলিডা - ছদ্ম সিলোম উপস্থিত
(ঘ) টিনোফোরা - কোম্বপ্নেট উপস্থিত
উত্তরঃ- (ঘ) টিনোফোরা - কোম্বপ্নেট উপস্থিত
১.৩. নীচের যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো -
(ক) এরা এককোশী
(খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির
(গ) পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী প্রকৃতির
(ঘ) কোশে পর্দা-ঘেরা কোশ অঙ্গাণু উপস্থিত
উত্তরঃ (খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির
২. শূন্যস্থান পূরণ করো:
২.১. নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে ____ কোশ উপস্থিত থাকে।
উত্তর - নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোশ উপস্থিত থাকে।
২.২. ______ উভচর উদ্ভিদ বলা হয়।
উত্তর - মস কে উভচর উদ্ভিদ বলা হয়।
২.৩. প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ ___ প্রকৃতির।
উত্তর - প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির।
২.৪. ______পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।
উত্তর - পরিফেরা বা ছিদ্রাল পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১. মোনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর - মোনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল –
(i) এরা এককোষী ও প্রোক্যারিওটিক এবং অণুবীক্ষণিক হয়।
(ii) এগুলির কোষ বিভাজন পর্বে বেম গঠিত হয় না।
৩.২. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো :
•মূল
•পাতার শিরাবিন্যাস
বৈশিষ্ট্য | একবীজপত্রী উদ্ভিদ | দ্বিবীজপত্রী উদ্ভিদ |
---|---|---|
মূল | মূল অস্থানিক প্রকৃতির গুচ্ছ মূল | মূল স্থানিক প্রকৃতির |
পাতার শিরা বিন্যাস | শিরা বিন্যাস সমান্তরাল প্রকৃতি | শিরা বিন্যাস জালিকাকার |
৩.৩. জীবের বৈচিত্র্যের উৎস কী কী?
উত্তর - জীব বৈচিত্রের উৎস গুলি হল জননের প্রকরণের সৃষ্টি: যৌন জননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়। এই জননকোষ গুলিতে জিনের আদান-প্রদান ঘটে, ফলে বৈচিত্র সৃষ্টি হয়।
মিউটেশন বা পরিব্যক্তি: জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। এই জিনের গঠনে হঠাৎ করে স্থায়ীভাবে পরিবর্তিত হলে তাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি।মিউটেশন এর ফলে অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়।
অভিযোজন: বিভিন্ন স্থানের পরিবেশ ও আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের সঙ্গে জীব নিজেদেরকে মানিয়ে নিতে নিতে
একসময় নিজেদের বৈশিষ্ট্যের বিভিন্ন পরিবর্তন ঘটায় অর্থাৎ সেই পরিবেশের অনুকূল বৈশিষ্ট্য সম্পন্ন হয় অর্থাৎ প্রকরণ ঘটায়, যাকে আমরা অভিযোজন বলি।
৩.৪. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য নিরূপণ করো :
- অন্তঃকঙ্কাল
- আঁশ
বৈশিষ্ট্য | কনড্রিকথিস | অসটিকথিস |
---|---|---|
অন্তঃকঙ্কাল | অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা তৈরি | অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত। |
আঁশ | আণুবীক্ষণিক প্লাকইয়েড আঁশ দিয়ে দেহ ঢাকা থাকে | বড়ো বড়ো সাইকলয়েড ও টিনয়েড আঁশ দিয়ে ঢাকা থাকে। |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১. উভচর শ্রেণির তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। “এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে”—পর্বটির প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
উত্তর - উভচর শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো নিম্নরূপ -
i) চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির হয়,
ii)এদের শৈশবকাল এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলেই অতিবাহিত হয়।
iii) অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি করে আঙ্গুল থাকে।
সন্ধিপদ পর্বের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো-
(i)এই পর্বে দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে ।
(ii)এই পর্বে রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয়।
(iii)এই পর্বে সন্ধির উপাঙ্গ উপস্থিত থাকে।