Class 7 Poribesh Model Activity September Task part 6
সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 6
১. ঠিক উত্তরটি নির্বাচন কর :
১.১. যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল -
ক)দেয়াল
খ)কাগজ
গ)কাপড়
ঘ)আয়না
উত্তর : ঘ)আয়না
১.২. যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হল -
ক) সূর্য
খ) বায়ুপ্রবাহ
গ) জীবাশ্ম জ্বালানি
ঘ) জৈব গ্যাস
উত্তর : গ) জীবাশ্ম জ্বালানি
১.৩. রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদের সেটি হল -
ক)আলু
খ) কচুরিপানা
গ) বেল
ঘ) কুমড়ো
উত্তর : খ) কচুরিপানা
২.ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও :
২.১. কোনো দন্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের সামান্য কম হয়।
উত্তর: বাক্যটি ঠিক ✓ ।
২.২. যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে।
উত্তর: বাক্যটি ভুল × ।
২.৩. তেতুল পাতা হল একক পত্রের একটি উদাহরণ।
উত্তর: বাক্যটি ভুল × ।
আরও পড় : সপ্তম শ্রেণী চুম্বক [ Magnet ] মক টেস্ট
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১. চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?
উত্তর: চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর উপর দাঁড়িয়ে কাজ করা উচিত।
কারণ, কাঠ হল তড়িতের কুপরিবাহী। তাই কাঠের টুল এর উপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহিতার হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ সক লাগবেনা।
৩.২. উদ্ভিদের মূলের প্রধান কাজ কি?
উদ্ভিদের মূলের প্রধান কাজ গুলি হল:
▣ জল ও খনিজ লবণ শোষণ: উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলের উপস্থিত রোমগুলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে।
▣ মাটি কে আঁকড়ে ধরে রাখা: মূল এর স্থায়ী অঞ্চল মাটিকে গাছকে আঁকড়ে ধরে রাখে।
৪.তিন চারটি বাক্যে উত্তর দাও :
৪.১.সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো।
উত্তর: সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতিও অস্পষ্ট হবে ।
ব্যাখ্যা: সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টির মতো আচরণ করবে। এতে গঠিত অসংখ্য প্রতিকৃতি মিলে মিশে যাবে। এর ফলে একটি অস্পষ্ট প্রতিকৃতি সৃষ্টি হবে।
৪.২. সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।
নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে:
▣ সমুদ্রের মাছ ঘন ঘন মূত্র ত্যাগ করে । ফলে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায় ।
▣ সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে ।এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে।
▣ সামুদ্রিক মাছেরা অনেক বেশি জল পান করে।