তুমি কি সপ্তম শ্রেণীতে পড়ো? তোমার কি সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান পড়তে ভালো লাগে? তাহলে আজকের এই মক টেস্ট (পর্ব – 1 ) তোমার জন্য।
এই মকটেস্ট -টি সপ্তম শ্রেণীর অধ্যায়-6 : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া
- এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। এটি মূলত উদ্ভিদের মূল
- বিষয়ক মক টেস্ট। এর পরবর্তীতে ধাপে ধাপে অধ্যায়ের প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা মক টেস্ট প্রকাশ করব। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ও উন্নত মানের বই থেকে বাছাই করা মক টেস্ট তোমার যে জন্য নিয়ে এসেছি।
পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া
সপ্তম শ্রেণী পরিবেশ মক টেস্ট অধ্যায় 6
মূলরোম
গাঁট বা নোড
মুলত্র
স্থায়ী অঞ্চল
মূলের গাঁট বা নোড থাকে না।
2 মূলের ডগায় টুপির মত অংশকে বলে –
মূলরোম
মূলত্র
উপপত্র
মুকুলাবরণী
মূলের ডগায় টুপির মত অংশকে মুলত্র বলে।
খাদ্য উৎপাদন করা
মূলের অগ্রভাগকে রক্ষা করা
জল শোষণ করা
খাদ্য সঞ্চয় করা
মুলত্রের কাজ হল মূলের অগ্রভাগকে রক্ষা করা।
4 মুলকে মাটির বাধা অতিক্রম করে মাটির
ভিতরে যেতে সাহায্য করে –
স্থায়ী অঞ্চল
মূলরোম
মুলত্র
পর্ব
মুলকে মাটির বাধা অতিক্রম করতে সাহায্য করে মুলত্র।
5 মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে কি
বলে?
স্থায়ী অঞ্চল
বর্ধনশীল অঞ্চল
মূলরোম অঞ্চল
মুলত্র অঞ্চল
মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে বর্ধনশীল অঞ্চল বলে।
6 মূলের বর্ধনশীল অঞ্চলটি অবস্থিত –
স্থায়ীঅঞ্চল ও কান্ডের মাঝে
মূলরোম অঞ্চল ও মুলত্র অঞ্চলের মাঝে
স্থায়ী অঞ্চল ও মূলরোম অঞ্চলের মাঝে
কোনোটিই নয়
মূলের বর্ধনশীল অঞ্চলটি মূলরোম অঞ্চল ও মূলত্র অঞ্চলের মাঝে অবস্থিত।
7 মূলরোম অঞ্চলটি অবস্থান করে –
স্থায়ী অঞ্চলের ওপরে
বর্ধনশীল অঞ্চলের ওপরে
মূলচক্রের ওপরে
কোনোটিই নয়
মূলরম অঞ্চলটি অবস্থান করে বর্ধনশীল অঞ্চলের ওপরে।
এককোষী
দ্বিকোষী
বহুকোষী
কোনোটিই নয়
মূলরম হল এককোষী।
9 মূলরোম দ্বারা জল শোষণ প্রক্রিয়াকে কি
বলা হয়?
পরিবহন
শোষণ
অভিস্রবণ
ব্যাপন
মূলরোম দ্বারা জল শোষণ প্রক্রিয়াকে শোষণ বলা হয়।
10 মূলের বিশোষক অঞ্চল বলা হয় কাকে?
বর্ধনশীল অঞ্চলকে
স্থায়ী অঞ্চলকে
মূলরোমকে
মুলত্রকে
মূলের বিশোষক অঞ্চল বলা হয় মূলরোমকে।
11 মূলের সবচেয়ে লম্বা অংশটি হলো –
মূলজেব অঞ্চল
বর্ধনশীল অঞ্চল
মুলরোম অঞ্চল
স্থায়ী অঞ্চল
মূলের সবচেয়ে লম্বা অংশটি হলো স্থায়ী অঞ্চল।
12 স্থানিক মূল দেখা যায় –
গম গাছে
ধান গাছে
পাথরকুচি গাছে
যব গাছে
স্থানিক মূল দেখা যায় পাথরকুচি গাছে।
13 স্থানিক মূল কোথা থেকে উৎপন্ন হয়?
ভ্রুণমুকুল থেকে
কাক্ষিক মুকুল থেকে
ভ্রুণমূল থেকে
পর্ব থেকে
স্থানিক মূল উৎপন্ন হয় ভ্রুণমূল থেকে।
14 প্রধানমূলের কয়টি অংশ?
প্রধানমূলের 4 টি অংশ।
15 উদ্ভিদের প্রধানমূলের চারিদিকে থেকে
যেসব সরু মূল বের হয় তাদের কি বলে?
গুচ্ছ মূল
অস্থানিক মূল
প্রশাখা মূল
শাখা মূল
প্রধানমূলের চারিদিক থেকে যেসব সরু মূল বের হয় তাদের শাখা মূল বলে।
16 গুচ্ছমূল দেখা যায় নিচের কোন গাছে ?
মটর গাছ
ধান গাছ
পাইন গাছ
আম গাছ
গুচ্ছ মূল দেখা যায় ধান গাছে।
17 নিচের যে মূলটি স্থানিক মূলের
অন্তর্গত নয়, তা হল –
ডাটাশাকের মূল
দুর্বাঘাসের মূল
কাঁঠাল গাছের মূল
আম গাছের মূল
দূর্বাঘাসের মূল স্থানিক মূলের অন্তর্গত নয়।
18 নিচের যে উদ্ভিদটিতে অস্থানিক মূল
দেখা যায় না, সেটি হল–
মটর গাছে অস্থানিক মূল দেখা যায় না।
19 পত্রাশ্রয়ী মূল বেশি দেখা যায় –
শরৎকালে
বর্ষাকালে
শীতকালে
গ্রীষ্মকালে
পত্রাশ্রয়ী মূল বেশি দেখা যায় বর্ষাকালে।
20 যে উদ্ভিদটিতে অনস্থানিক মূল দেখা
যায়, তা হল –
গম গাছে অস্থানিক মূল দেখা যায়।
21 মাটির ওপর থেকে শ্বাস নিতে সাহায্য
করে কোন গাছের মূল?
পাথরকুচি
ধান
রাস্না
সুন্দরী
সুন্দরী গাছের মূল মাটির ওপর থেকে শ্বাস নিতে সাহায্য করে।
22 মূলের মাধ্যমে খাদ্য সঞ্চয় করে রাখে
–
মূলের মাধ্যমে খাদ্য সঞ্চয় করে রাখে গাজর।
চোষক মূল
আরোহীমুল
বায়বীয় মূল
ঠেস মূল
পান গাছে দেখা যায় আরোহী মূল।
24 অর্বুদযুক্ত মূল দেখা যায় –
কাঁঠাল গাছে
মটর গাছে
ধান গাছে
আম গাছে
অর্বুদযুক্ত মূল দেখা যায় মটর গাছে।
25 মটর গাছের মূলে রাইজোবিয়াম থাকায়
গাছের কি সুবিধা হয়?
গাছকে অন্য কোন জীবাণু আক্রমণ করতে পারেনা
গাছ অক্সিজেন পায়
গাছ নাইট্রোজেন পায়
উপরের সবকটি
মটর গাছের মূলে রাইজোবিয়াম থাকায় গাছ নাইট্রোজেন পায়।
26 কান্ডের গায়ে প্রায় সমান দূরত্বে
থাকে –
কাণ্ডের গায়ে প্রায় সমান দূরত্বে পর্ব থাকে।
27 বিটপের প্রধান অক্ষরটি কে কি বলে?
শাখা
প্রশাখা
ভ্রুণাক্ষ
কাণ্ড
বিটপের প্রধান অক্ষটিকে কান্ড বলে।
28 পর্ব ও পর্বমধ্য দেখে চেনা যায় –
পর্ব ও পর্ব মধ্য দেখে চেনা যায় কান্ড।
29 কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা
বের হয় সেই জায়গাটিকে কি বলে?
কান্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে পর্ব বলে।
30 যেসব উদ্ভিদের কাণ্ড লম্বা, কাষ্ঠল ও
গুঁড়িযুক্ত তাদের বলে –
যেসব উদ্ভিদের কাণ্ড লম্বা, কাষ্ঠল ও গুড়িযুক্ত তাদেরকে বৃক্ষ বলে।
মূলো
আলু
কুমড়োর শাখা আকর্ষ
বেলের শাখা কন্টক
মুলো আসলে কান্ড নয়।
32 বেলের কাণ্ড, শাখা কাঁটায়
রূপান্তরিত, একে বলে –
শাখা কন্টক
খর্বধাবক
শাখা আকর্ষ
স্ফীত কন্দ
বেলের কাণ্ড, শাখা পাতায় রূপান্তরিত হলে তাকে বলা হয় শাখা কন্টক।
ফনিমনসায়
কচুরিপানায়
কাঁঠাল গাছে
বেল গাছে
খর্ব ধাবক থাকে কচুরিপানায়।
34 নিচের কোনটি বায়বীয় কান্ড নয়?
বেল
অর্কিড
ফণীমনসা
কচুরিপানা
কচুরিপানা বায়বীয় কাণ্ড নয়।
35 একটি অর্ধ বায়বীয় কান্ডের উদাহরণ হল
–
অর্কিড
আলু
ফনিমনসা
দুর্বাঘাস
একটি অর্ধ বায়বীয় কান্ডের উদাহরণ হল দুর্বাঘাস।
36 কান্ডআকর্ষ দেখা যায় এমন একটি উদ্ভিদ
হল –
কুমড়ো
দুর্বাঘাস
ফনিমনসা
পান
কাণ্ডআকর্ষ দেখা যায় এমন একটি উদ্ভিদ হল কুমড়ো।
এই অধ্যায়ের উপর আমরা একটি প্রশ্ন উত্তর পর্ব প্রকাশ করেছি । এই অধ্যায়টি তোমার কেমন আয়ত্তে এসেছে তা জানার জন্য নিচের প্রশ্ন উত্তর পর্ব দেখ।
Read More :Class seven life science question answer । সপ্তম শ্রেণী জীবন বিজ্ঞান এর অধ্যায় 6 প্রশ্ন উত্তর
তথ্যসূত্র : পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী মধ্যশিক্ষা পর্ষদ