[ PART 7 ] Class 6 model activity science part 7 | ষষ্ঠ শ্রেনি পরিবেশ ও বিজ্ঞান পার্ট 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক | ক্লাস সিক্স সাইন্স পার্ট সেভেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 6 model activity science part 7 | ষষ্ঠ শ্রেনি পরিবেশ ও বিজ্ঞান পার্ট 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক | ক্লাস সিক্স সাইন্স পার্ট সেভেন মডেল টাস্ক

ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর পার্ট 7 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব ।

Class 6 model activity science part 7  |  ষষ্ঠ শ্রেনি পরিবেশ ও  বিজ্ঞান পার্ট 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

১. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১. পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো -
ক) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি
খ) পাললিক শিলাস্তরের নীচে পেট্রোলিয়াম জমা হয়।
গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
ঘ) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়।

উত্তর - গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়।

১.২. যেটা SI একক নয় সেটা হলো -
ক) কিলোগ্রাম
খ) মিটার
গ) সেকেন্ড
ঘ) ইঞ্চি।

উত্তর - ইঞ্চি ।

১.৩. সারা শরীর থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছোয় সেটি হলো -
ক) ডান নিলয়
খ) বাম নিলয়
গ) ডান অলিন্দ
ঘ) বাম অলিন্দ।

উত্তর - ডান অলিন্দ

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখ :

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১. ইলেকট্রিক ইস্ত্রিক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
২.২. তাপ বিদ্যুৎ কেন্দ্রখ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি
২.৩. অনুচক্রিকাগ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি

উত্তর -

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১. ইলেকট্রিক ইস্ত্রিখ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি
২.২. তাপ বিদ্যুৎ কেন্দ্রগ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি
২.৩. অনুচক্রিকাক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১. কোনো ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।

উত্তর - প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি- মাটি ইত্যাদির সাথে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়।এদের বলে ধাতুর খনিজ। যে সব খনিজ থেকে ধাতুকে সহজে ও সস্তায় বার করা সম্ভব তাদের বলে ধাতুর আকরিক।

৩.২. খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?

উত্তর - বিভিন্নভাবে সেই শক্তির ক্ষয় হয়-

(i) এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, শক্তির একটা অংশ নানান শারীর বৃত্তীয় কাজে খরচ হয়, সেই অংশটুকু আর পরের স্তরে পৌঁছাতে পারে না।

(ii) পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়। মরার পর পচা গলা মৃত দেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা ওই শক্তি ব্যাবহার করতে পারে না।

৩.৩. জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে?

উত্তর - আমাদের শরীরে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য ব্যবস্থা আছে। মুখগহ্বরের লালায় উপস্থিত লাইসজাইম, পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ওই জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে।

৩.৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” – কারণগুলি কী কী?

উত্তর - নিম্নলিখিত বিভিন্ন কারণে মানবদেহে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে-

(i) যথেষ্ট খাবার না খাওয়া বা পাওয়া,
(ii) প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া,
(iii) কোনো রোগের কারনে
(iv) বংশগত অস্বাভাবিকতার কারনে।

আরও পড়ো: |  অষ্টম শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 । Class 8 Geography model activity part 6 

আরও পড়ো: | ষষ্ঠ শ্রেনি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক [PART 7]  । Class 7 Mathematics model activity [পার্ট ৭] 

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১. খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারনৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।

উত্তর - বারনৌলির নীতি অনুসারে, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের থেকে বেশি।তাই কাগজ দুটো খুব কাছাকাছি এসে জোড়া লেগে যায়।

৪.২. অস্থির কাজ কী কী?

উত্তর - অস্থির কাজগুলি হলো -

(i) দেহের কাঠামো তৈরীতে সাহায্য করে।
(ii) দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে (ফুসফুস) রক্ষা করে।
(iii) দেহকে নির্দিষ্ট আকার প্রদান করে।
(iv) দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সাহায্য করে।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.