[প্রশ্ন উত্তর] ক্লাস সিক্স বল ও শক্তির প্রাথমিক ধারণা | class 6 Poribesh chapter 6

[প্রশ্ন উত্তর] ক্লাস সিক্স বল ও শক্তির প্রাথমিক ধারণা | class 6 Poribesh chapter 6
thumb-c6-chap6

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 "বল ও শক্তির প্রাথমিক ধারণা" এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।

1. প্রদত্ত যে ক্ষেত্রে স্পর্শহীন বল প্রযুক্ত হচ্ছে সেটি হলো - (a) একটি বল ক্রিকেট ব্যাটে লেগে ছিটকে যাচ্ছে (b) তুমি হাতে সাবান মাখছো (c) দাঁত ব্রাশ করছো (d) পৃথিবীর টানে একটি বল উঁচু থেকে নিচের দিকে নামছে
উত্তর : (d) পৃথিবীর টানে একটি বল উঁচু থেকে নিচের দিকে নামছে
2. পোড়াচুনে জল দেওয়ার ফলে পাত্রটি গরম হয়ে উঠল । এখানে শক্তির রূপান্তর হল - (a) রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি (b) রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি (c) তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি (d) রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি
উত্তর : (d) রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি
3. প্রদত্ত কোন শৃংখলটি ঠিক? (a) ঘাস → গঙ্গাফড়িং → ব্যাং → সাপ → বেজি (b) গাছের পাতা → শালিক পাখি → পঙ্গপাল (c) গাছের পাতা → বাজ→ খরগোশ (d) হরিণ → ঘাস → সাপ
উত্তর : (a) ঘাস → গঙ্গাফড়িং → ব্যাং → সাপ → বেজি
4. লিণ্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক ট্রপিক স্তরের যত শতাংশ শক্তি পরবর্তী স্তরে প্রবেশ করে তা হল – 20% / 30% / 40% / 10 %
উত্তর : 10% বা দশ শতাংশ
5. জলের গভীরতা বাড়লে চাপ – বাড়ে / কমে / একই থাকে / লোপ পায়
উত্তর : বাড়ে
6. পালতোলা নৌকা চালাতে প্রয়োজন - স্থিতি শক্তি / / তাপশক্তি / তড়িৎশক্তি / গতিশক্তি
উত্তর : গতিশক্তি
7. জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - (a) তাপবিদ্যুৎ তৈরিতে (b) জলবিদ্যুৎ তৈরিতে (c) সৌরবিদ্যুৎ তৈরিতে (d) বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে।
উত্তর : (a) তাপবিদ্যুৎ তৈরিতে
8. একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো- বাঘ / হরিণ /মানুষ
উত্তর : বাঘ।
9. ইলেকট্রিক মিস্ত্রি চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয় - (a) রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি (b) চৌম্বক শক্তি থেকে তাপ শক্তি (c) আলোক শক্তি থেকে তাপ শক্তি (d) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
উত্তর : (d) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
10. খাদ্যশৃংখলে শক্তির উৎস হল - চাঁদ / সূর্য / জল /মাটি
উত্তর : সূর্য।
11. অনবীকরণযোগ্য শক্তির উৎস টি হল - সৌরশক্তি / বায়ু শক্তি / প্রাকৃতিক গ্যাস / জোয়ার ভাটার শক্তি
উত্তর : প্রাকৃতিক গ্যাস
12. আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় - তাপ শক্তি / গতিশক্তি / স্থিতিশক্তি / রাসায়নিক শক্তি
উত্তর : স্থিতিশক্তি
13. অনবীকরণযোগ্য শক্তির উৎস টি হল – সৌরশক্তি / বায়ু শক্তি / প্রাকৃতিক গ্যাস / জৈবগ্যাস শক্তি
উত্তর : প্রাকৃতিক গ্যাস
14. বল = চাপ × ______।
উত্তর : ক্ষেত্রফল
15. কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা? ব্যাং / ঘাস / ঘাস ফড়িং / সাপ
উত্তর : ঘাস কারণ: উৎপাদক অর্থাৎ নিজের খাদ্য নিজের দেহে তৈরি করতে পারে।
16. কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় - চাপ /ক্ষমতা / শক্তি
উত্তর : শক্তি
17. চৌম্বক পদার্থ নয় - লোহা / তামা / কোবাল্ট
উত্তর : তামা
18. প্রথম শ্রেণীর খাদক হল ____ । ( হরিণ / বাঘ )
উত্তর : হরিণ
19. প্রথম শ্রেণীর খাদক হল – মানুষ / গরু / সিংহ
উত্তর : গরু
20. নবীকরণযোগ্য শক্তির উৎস - কয়লা / প্রাকৃতিক গ্যাস / সৌরশক্তি
উত্তর : সৌরশক্তি
21. পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? তাপশক্তি /আলোকশক্তি / যান্ত্রিক শক্তি
উত্তর : যান্ত্রিক শক্তি
22. খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হল ____ ।
উত্তর : জীব।
23. সাপ ____ শ্রেণীর খাদক?
উত্তর : তৃতীয়
24. তলের _____ বেশি হয় ঘর্ষণ তত কম হয়।
উত্তর : মসৃণতা
25. খাদ্য পিরামিডের এক একটি ধাপ হল ____।
উত্তর : পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল।
26. পরিশ্রম করলে আমাদের দেহ থেকে ____ খরচ হয় যা আমরা পাই ____ থেকে।
উত্তর : শক্তি, খাদ্য।
27. নিজের খাদ্য নিজেই উৎপাদন করে ___ ।
উত্তর : উৎপাদক।
28. বলের প্রভাবে বস্তুর ____ পরিবর্তিত হয়।
উত্তর : আকৃতি / অবস্থান
29. সত্য না মিথ্যা : কোন স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়।
উত্তর : মিথ্যা। ব্যাখ্যা: স্প্রিং-কে চাপ দিয়ে সংকুচিত করলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়।
30. সত্য না মিথ্যা : ওজোন একটি স্পর্শহীন বল।
উত্তর : সত্য।
31. সত্য না মিথ্যা : টানা হল স্পর্শহীন বল।
উত্তর : মিথ্যা
32. SI পদ্ধতিতে বলের একক কী?
উত্তর : নিউটন (N)
33. সর্বভুক কাদের বলে? দুটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও।
উত্তর : যেসব প্রাণী উদ্ভিদ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায়, তাদের সর্বভুক বলে। যেমন- কাক, মানুষ ইত্যাদি। [ পাঠ্য বই পৃষ্ঠা 92 ]
34. দুটি অনবিকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
উত্তর : কয়লা ও পেট্রোল।
35. সূর্য → উদ্ভিদ → ঘাসফড়িং → ব্যাং । প্রদত্ত খাদ্যশৃংখলে যদি সূর্যে 100 একক শক্তি থাকে, তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারবে?
উত্তর : 0.1 একক।
36. অভিকর্ষ বল বলতে কী বোঝায়?
উত্তর : প্রতিটা বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। এই টানকেই অভিকর্ষ বল বলে।
37. SI পদ্ধতিতে অভিকর্ষ বলের একক কি?
উত্তর : নিউটন
38. অভিকর্ষ বলের আরেক নাম কি?
উত্তর : ওজন।
39. একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।
উত্তর : অভিকর্ষ বল।
40. একটি টানা বলের উদাহরণ দাও।
উত্তর : কুয়া থেকে জল তোলা।
41. খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলে?
উত্তর : পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল।
42. 10 শতাংশ সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর : রেমন্ড লিণ্ডেম্যান।
43. ঘন্টা বাজালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
অথবা, ক্লাসের শেষে ঘন্টা বাজানো হল এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো?
উত্তর : যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
44. মেঘের গর্জনে কাঁচের জানালা ভেঙ্গে গেল - এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো?
উত্তর : শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
45. Pa কিসের একক?
উত্তর : চাপের SI একক।
46. পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস হলো - সূর্য /খাদ্য / জল / প্রাণী
উত্তর : সূর্য।
47. পদার্থ কাকে বলে? উদাহরণ দাও
উত্তর : যে সব পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট
48. ঘাস : ? :: গরু : প্রথম শ্রেণীর খাদক
উত্তর : উৎপাদক
49. স্থিতি শক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে?
উত্তর : যান্ত্রিক শক্তি
50. ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে?
উত্তর : রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হবে।
51. ঘাসফড়িং, ময়ূর, বাঘ, ব্যাঙ, সাপ – এদের সাহায্যে তীর চিহ্ন দিয়ে একটি খাদ্য শৃংখল তৈরি কর।
উত্তর : ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → ময়ূর → বাঘ
52. দুটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও।
উত্তর : মানুষ ও কাক।
53. যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় - গতিশীল বস্তু / সচল বস্তু / স্থির বস্তু / আংশিক স্থির বস্তু
উত্তর : স্থির বস্ত
54. উদ্ভিদ কে উৎপাদক বলে কেন?
উত্তর : উদ্ভিদ নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়।
55. কোন কোন ভাবে বল প্রয়োগ করে তুমি একটি স্প্রিং এর আকৃতি পরিবর্তন করতে পারো?
উত্তর : একটি স্প্রিং কে চাপ দিয়ে সংকুচিত করলে স্প্রিং টি সংকুচিত হয়ে যায়। আবার টান দিয়ে প্রসারিত করলেও আকৃতি পরিবর্তিত হয়।
56. যদি কোন ট্রাফিক স্তরের দশ শতাংশ শক্তি পরবর্তী স্তরের কাজে লাগে, তাহলে বাকি ৯০% শক্তি কোথায় যায়?
উত্তর : বাকি ৯০% শক্তি নানান শারীরবৃত্তিও কাজ যেমন: রেচন, চলন, গমন, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি কাজে খরচ হয়।
57. খাদ্য শৃংখল বলতে কী বোঝায়?
উত্তর : পর্যায়ক্রমিক খাদ্য-খাদক সম্পর্কযুক্ত শৃংখলকেই খাদ্যশৃংখল বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 93 ]
58. খাদ্যজাল বলতে কী বোঝায়?
উত্তর : পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃংখলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে, তাকেই খাদ্যজাল বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 94 ]
59. খাদ্য শৃংখল কাকে বলে? উদাহরণ দাও
উত্তর : পর্যায়ক্রমিক খাদ্যখাদক সম্পর্ক যুক্ত শৃংখলকেই খাদ্যশৃঙ্খল বলে। যেমন: সবুজ ঘাস → হরিণ → সিংহ
60. শক্তির প্রকারভেদ গুলি লেখ।
উত্তর : সাধারণত শক্তি ৮ প্রকার। যথা: (i) যান্ত্রিক শক্তি (ii) তাপ শক্তি (iii) শব্দ শক্তি (iv) আলোক শক্তি (v) তড়িৎ শক্তি (vi) চৌম্বক শক্তি (vii) রাসায়নিক শক্তি ও (viii) পারমাণবিক শক্তি [ পাঠ্যবই পৃষ্ঠা 87 ]
61. নিচের ঘটনা গুলিতে কোন শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটেছে লেখ। (i) কয়লা পোড়ানো হলো। (ii) ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলো । (iii) একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝন ঝন শব্দ হলো ।
উত্তর : (i) কয়লা পোড়ানো হলো: রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি (ii) ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলো : তড়িৎ শক্তি থেকে আলোক শক্তির। (iii) একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝন ঝন শব্দ হলো : যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি
62. পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?
উত্তর : খাদ্য পিরামিডের এক একটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল।
63. লিণ্ডেম্যানের ১০ শতাংশ সূত্রটি বিবৃত কর।
উত্তর : প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় ১০ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেল এর জিবেরা গ্রহণ করতে পারে।
64. প্রদত্ত বিষয়গুলোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে: (i) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা (ii) ঢাক বাজানো (iii) মাইক্রোফোন ব্যবহার করা
উত্তর : (i) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা : তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। (ii) ঢাক বাজানো : যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। (iii) মাইক্রোফোন ব্যবহার করা: তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি
65. খাদ্য পিরামিড কাকে বলে?
উত্তর : খাদ্যশৃংখলের জীবদের আলাদা আলাদা ধাপে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে।
66. রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এমন দুটি উদাহরণ দাও।
উত্তর : পোড়া চুনে জল মেশালে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। মোমবাতি জ্বালালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
67. ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো?
উত্তর : ধর্ষণ বল না থাকলে আমরা হাঁটাচলা হতে পারতাম না। রাস্তায় বিভিন্ন যানবাহন চলতে পারত না পড়ে যেত।
68. নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব শক্তির উৎসগুলো কোনদিন ফুরাবে না , তাদের নবিকরণযোগ্য শক্তি বলে। যেমন: সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি ইত্যাদি।
69. সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন?
উত্তর : সূর্য থেকে সৌরশক্তি আমরা অনেক অনেক বেশি দিন ধরে পেতে পারি। তাই সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 96 ]
70. বল বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো।
উত্তর : বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ঐ বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণ কে বল বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 82 ]
71. একটি ছোট লোহার টুকরোর স্থান পরিবর্তন করতে হলে স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল অথবা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই দুটির যেকোনো একটি বল প্রয়োগ করা যেতে পারে - যুক্তি দিয়ে বক্তব্যটি সমর্থন কর।
উত্তর : যদি টুকরোটিকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া হয় তাহলে তার উপর স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল প্রযুক্ত হলো। কিন্তু যদি টুকরোটি সরানোর জন্য চুম্বক ব্যবহার করা হয় তাহলে তার উপর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রযুক্ত হলো।
72. শক্তির নিত্যতা সূত্র বলতে কী বোঝায় উদাহরণ সহ সংক্ষেপে লেখ।
উত্তর : শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। এই বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনশীল ।
73. কয়লায় আবদ্ধ শক্তির মূল উৎস হলো সূর্য – যুক্তিসহ সমর্থন করো। অথবা, সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি - ব্যাখ্যা কর।
উত্তর : সৌরশক্তি কে কাজে লাগিয়ে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। এই শক্তিকে উদ্ভিদ তার শারীরবৃত্তীয় ও দেহ গঠনের কাজে লাগায়। এই উদ্ভিদ থেকেই কয়লা তৈরি হয়। তাই কয়লায় আবদ্ধ শক্তির মূল উৎস সূর্য।
74. ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় - দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।।
উত্তর : প্রথমত: পেন্সিলের দাগ মশার ইরেজার অনেক দিন ব্যবহার করার পর সেটি ছোট হয়ে যায়। দ্বিতীয়ত: গাড়ির টায়ারের সঙ্গে রাস্তার ধর্ষণের ফলে টায়ারের ক্ষয় হয়ে যায়।
75. গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে?
উত্তর : গতিশক্তি: গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি আসে তাকে বলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। [ পাঠ্য বই পৃষ্ঠা 84 ] স্থিতিশক্তি: বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে যে শক্তির যোগান হয় তাকে স্থিতিশক্তি বলে। [ পাঠ্য বই পৃষ্ঠা 86 ]
76. একটি তৃণভূমির খাদ্যজাল এর উদাহরণ দাও।
উত্তর :
77. চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : চিরাচরিত শক্তি অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে। অধিকাংশ চিরাচরিত শক্তি পরিবেশ দূষণ ঘটায়। অন্যদিকে অচিরাচরিত শক্তি পরিবেশবান্ধব এবং অফুরন্ত। তাই সভ্যতার বিকাশের জন্য চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ।
78. বল এর সংজ্ঞা দাও। SI ও CGS পদ্ধতিতে বলের এককের নাম লেখ।
উত্তর : বাইরে থেকে যা প্রয়োগ করে কোন স্থির বস্তুকে গতিশীল বা কোন গতিশীল বস্তুকে স্থির করা হয় বা আকৃতির পরিবর্তন করা হয় তাকে বল বলে। SI পদ্ধতিতে বলের একক নিউটন ও CGS পদ্ধতিতে বলের একক ডাইন।
79. বাম স্তম্ভ: ডান স্তম্ভ
বাম স্তম্ভডান স্তম্ভ
(i) ইলেকট্রিক ইস্ত্রি(a) তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
(ii) তাপবিদ্যুৎ কেন্দ্র।(b) তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি
(iii) বৈদ্যুতিক বাল্ব(c) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
উত্তর : (i) → (c) (ii) → (a) (iii) → (b)
80.
বাম স্তম্ভডান স্তম্ভ
(i) পৃথিবীর আকর্ষণ।(a) গতিশীল বস্তু
(ii) কাজ করার সামর্থ্য(b) দূষণমুক্ত অপ্রচলিত শক্তির উৎস
(iii) কয়লা, পেট্রোল(c) নিউটন
(iv) ওজনের SI একক।(d) অনবীকরণযোগ্য শক্তি
(v) সূর্যের আলো, বায়ু(e) অভিকর্ষ
(vi) সময়ের সঙ্গে স্থান(f) শক্তি পরিবর্তনশীল বস্তু
উত্তর : (i) → e (ii) → f (iii) → d (iv) → c (v) → b (vi) → a

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.