অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান [ Class 8 part 7 poribesh science model activity ] এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব ।
Class 8 Poribesh o Bigyan Model Activity part 7
অষ্টম শ্রেনির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিট পার্ট 7
Model activity task class 8 part 7
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ আপেক্ষিক তাপের একক হলো
(ক) ক্যালোরি g °C
(খ) ক্যালোরি / g °C
(গ) ক্যালোরি g / °C
(ঘ) ক্যালোরি °C / g
উত্তর: আপেক্ষিক তাপের একক হলো (খ) ক্যালোরি / g °C
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময়
(ক) অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়
(খ) অ্যানোডে বিজারণ ঘটে
(গ) ক্যাথোডে জারণ ঘটে
(ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
উত্তর: গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো
(ক) অ্যানোফিলিস মশা
(খ) কিউলেক্স মশা
(গ) এডিস মশা
(ঘ) বেলেমাছি।
উত্তর: ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো (গ) এডিস মশা
২. ঠিক বাক্যের পাশে '✓' চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
উত্তর: বিবৃতিটি ভুল (x)।
২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।
উত্তর : বিবৃতিটি ঠিক ( ✓) ।
২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়।
উত্তর : বিবৃতিটি ভুল (x) ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর : যে পদ্ধতিতে কোন মাধ্যম ছাড়াই তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত শীতল বস্তুতে ছড়িয়ে পড়ে, তাকে বিকিরণ পদ্ধতি বলে।
সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সবথেকে দ্রুত হয়।
৩.২ CuSO4 + Fe= Cu+ FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো।
উত্তর: CuSO4 থেকে Cu উৎপন্ন হওয়া বিজারন এবং Fe এর সাথে SO4 মুলক যুক্ত হয়ে FeSO4 উৎপন্ন হওয়া জারন প্রক্রিয়া ।
Cu2+ + 2e- → Cu (বিজারণ)
Fe - 2e- → Fe2+ (জারণ)
৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে?
উত্তর : ডায়রিয়া হলে নিম্নলিখিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন:(i) শরীরের পাচকরস নষ্ট হয়ে যাওয়া।
(ii) শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যাওয়া।
(iii) মল এর সাথে রক্ত পড়া।
(iv) শরীরে জলসাম্য, অম্ল ও ক্ষারের ভারসাম্য ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া।
৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো।
বিষয় | মেজর কার্প | মাইনর কার্প |
---|---|---|
আকার | মেজর কার্প গুলি আকারে বড় হয়। | মাইনর কার্প গুলি আকারে ছোট হয়। |
বৃদ্ধি | মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে। | মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না। |
ডিম পাড়া | এরা সাধারনত বদ্ধ জলে ডিম পারে না। | এরা সাধারনত বদ্ধ জলে ডিম পাড়ে। |
উদাহরণ | রুই, কাতলা, মৃগেল ইত্যাদি হল মেজর কার্প। | বাটা, পুঁটি ইত্যাদি হল মাইনর কার্প। |
ব্যাবসায়িক চাহিদা | এদের ব্যবসায়ীক চাহিদা বেশি। | এদের ব্যবসায়ীক চাহিদা কম। |
৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন।
উত্তর: সাধারনত কোনো পরিবর্তন কিনা তাম নিম্নলিখিত পর্যবেক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে :
(i) কোনো গ্যাস নির্গত হয়।
(ii) কোনো অধঃক্ষেপ পড়ে।
(iii) মিশ্রণের বর্ণের পরিবর্তন হয়।
(iv) তাপ উৎপন্ন বা শোষিত হয়।
৪.২ রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়
- তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন?
উত্তর: রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নিম্নলিখিত নানান সমস্যা দেখা দেয়। যেমন :(i) অনেক সময় ক্ষতিকারক প্রাণী গুলো নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
(ii) অনেক সময় ওই রাসায়নিক পদার্থগুলো নদী বাঁধের জলে মিশে দূষণ ঘটায়।
(iii) রাসায়নিক পদার্থগুলো খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃংখল এর বিভিন্ন খাদক এর ক্ষতি করে।
(iv) রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদেরও (যেমন প্রজাপতি, মৌমাছি ইত্যাদি) মেরে ফেলে।
(v) রাসায়নিক পদার্থ গুলি ফলবার শাকসবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানান সমস্যার সৃষ্টি হতে পারে।
এইসব কারণে অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনের জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়।