[ QnA ] অধ্যায় 9 - সাধারণ যন্ত্রসমূহ | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | Class 6 poribesh chapter 9 machine lever

[ প্রশ্ন উত্তর ] অধ্যায় 9 ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান | Class VI Poribesh o bigyan Chapter 9 question answer

 তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 : সাধারণ যন্ত্রসমূহ - এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। এখানে এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তথা প্রশ্ন বিচিত্রার প্রশ্ন উত্তর পাবে। 

অধ্যায় 9 সাধারণ যন্ত্রসমূহ

অধ্যায় 9 : সাধারণ যন্ত্রসমূহ 

1. যন্ত্র কাকে বলে? কতগুলি যন্ত্রের উদাহরণ দাও। 

উত্তর: যেসব জিনিস মানুষের কাজকে সহজ করে দেয়, তাদের যন্ত্র বলে। যেমন: ছুরি, কাঁচি, বটল ওপেনার, কপিকল, সাঁড়াশি কলম স্ক্রু ইত্যাদি।

যে ব্যবস্থার মাধ্যমে কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধাকে সহজে অতিক্রম করা যায়, তাকে যন্ত্র বলে।

2. সাধারণত যন্ত্র কয় প্রকার ও কি কি?

উত্তর: সাধারণত যন্ত্র দুই প্রকার। যথা:

  •  জটিল যন্ত্র
  • সরল যন্ত্র 

3. জটিল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও।

উত্তর: দুই বা তার বেশি সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। যেমন: সেলাই মেশিন, কম্পিউটার, ট্রাক্টর ইত্যাদি। 

4. সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও।

উত্তর: যে যন্ত্রের সাধারণত একটি মাত্র গতিশীল অংশ থাকে তাকে সরল যন্ত্র বলে। যেমন: হাতুড়ি, কাঁচি ইত্যাদি।

5. শূন্যস্থান পূরণ: যন্ত্রের উপর এক জায়গায় বল প্রয়োগ করলে কাজ হয় _____।

উত্তর: আর এক জায়গায়।

6. জটিল যন্ত্র একাধিক ____ দ্বারা গঠিত। 

উত্তর: সরল যন্ত্র। 

7. ছাপার যন্ত্র একটি ____।

উত্তর: জটিল যন্ত্র। 

8. সেলাই মেশিন একটি _____ । 

উত্তর: জটিল যন্ত্র। 

9. কলম একটি ___ যন্ত্রের উদাহরণ। 

উত্তর: সরল। 

10. সাইকেল হলো একটি ____ যন্ত্র। 

উত্তর: জটিল। 

লিভার (Lever)

11. লিভার কাকে বলে?

উত্তর: লিভার হলো একটি সোজা বা বাঁকা দন্ড যা একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্রকরে অবাধে ঘুরতে পারে। এই বিন্দুটিকে লিভারের আলম্ব বলে। যেমন: সুপারি কাটার জাতি হল এক ধরনের লিভার। 

লিভারের তিনটি অংশ থাকে যথা: আলম্ব, কার্য বিন্দু ও বল।

12. লিভার কয় প্রকার ও কি কি? 

উত্তর: বল বাধা ও আলম বউ এর তিনটি বিন্দুর অবস্থান অনুযায়ী লিভার তিন প্রকার। যথা:

  • প্রথম শ্রেণীর লিভার : মাঝখানে আলম্ব থাকে।
  • দ্বিতীয় শ্রেণীর লিভার : মাঝখানে বাধা থাকে।
  • তৃতীয় শ্রেণীর লিভার: মাঝখানে বল থাকে।
লিভার এর প্রকারভেদ ও উদাহরণ


13. প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও।
প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার
i) হাতুড়ি
ii) বেলচা 
iii) কাঁচি 
iv) চিমটা 
v) দাঁড়িপাল্লা 
vi) স্কেল
i) ঠেলাগাড়ি
ii) জাতি 
iii) নৌকার দাঁড় 
iv) বটল ওপেনার 
i) মানুষের হাত 
ii) চিমটা
iii) মানুষের চোয়াল 
iv) মাছ ধরার ছিপ
v) ক্রেন 
vi) পাউরুটি কাটার ছুরি
vii) যেকোনো ধরনের ছুরি

নততলের ধারণা 

14. নততল কাকে বলে?

উত্তর: হেলিয়ে রাখা মই, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা - এদের বলে নততল।

15. নততলকে সমতলের সঙ্গে ____  করে রাখা হয়। 

উত্তর: সূক্ষ্মকোণ। 

16. নত দল খাড়ায় যত কম হবে নত দলের সুবিধা তত ___ হবে।

উত্তর: বেশি। 

17. ভূমি ও নততলের মাঝের কোণ যত ___ হবে নততলের সুবিধা তত বেশি হবে।

উত্তর: ছোট।

18. খাড়া রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন? 

অথবা, পাহাড়ে খাড়া রাস্তার বদলে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয় কেন? 

উত্তর: খাড়া রাস্তায় উপরে ওঠা কঠিন। পাহাড় কেটে নততল তৈরি করে রাস্তা বানানো হয় ফলে রাস্তা আঁকাবাঁকা হয়। রাস্তা দীর্ঘ হলেও এই আঁকাবাঁকা নত তলে উপরে ওঠা অনেক সহজ। 

স্ক্রু, পুলি, চক্র ও অক্ষচক্র

19. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাড থাকে তা আসলে একটি ____।

উত্তর: নততল।

20. পেরেক অপেক্ষা স্কু এর সুবিধা বেশি কেন? 

উত্তর: গুয়ের গায়ে ধাতব প্যাচের আকারে নত তল লুকানো থাকে। এর ফলে সহজেই ট্রু ড্রাইভার এর মাধ্যমে স্ক্রু গুলি পোতা সম্ভব।

21. পুলি বা কপিকল হলো এক ধরনের ___। 

উত্তর: সরল যন্ত্র। 

22. স্ক্রু হলো এক ধরনের ___।

উত্তর: সরল যন্ত্র।

23. কপিকল হলো একটা শক্তপোক্ত ____।

উত্তর : চাকা

24. কপিকল বল প্রয়োগের দিককে ___ করে দেয়।

উত্তর: উল্টো। 

25. কপিকলের দুটি ব্যবহার লেখো। 

উত্তর: কুয়ো থেকে জল তুলতে, পতাকা উত্তোলনের সময়। 

26. চক্র ও অক্ষদন্ডক দেখা যায় এমন দুটি উদাহরণ দাও। 

উত্তর: রেডিওর নব ও ট্যাপের মাথা।

27. ট্রু ড্রাইভার এর যে অংশটি হাত দিয়ে ধরে রাখতে হয় সেটি হল ___।

উত্তর: চক্র। 

28. স্ক্রু ড্রাইভার এর যে অংশটি স্ক্রুটিকে ঘোরাতে সাহায্য করে সেটি হলো ___ ।

উত্তর: অক্ষদণ্ড।

যন্ত্রের পরিচর্যা 

29. কিভাবে যন্ত্রের পরিচর্যা করা হয়?

  • যন্ত্রের চলমান বা ঘূর্ণমান অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত যাতে সেগুলির দ্রুত ক্ষয় না হয়। 
  • লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ গুলি যাতে মরচে না পড়ে তার জন্য তার ওপরে রং করা।
  • কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা। 
  • কাজের পর যন্ত্রকে নির্দিষ্ট জায়গায় রাখা যাতে ধুলোবালি ও বৃষ্টির জল না পড়ে।

প্রশ্ন বিচিত্র থেকে এই অধ্যায় এর সমস্ত প্রশ্ন ও উত্তর 

1. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদণ্ড।
উত্তর: নততল।
2. মানুষের হাত - প্রথম শ্রেণীর লিভার / দ্বিতীয় শ্রেণীর লিভার / তৃতীয় শ্রেণীর লিভার / প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের সমষ্টি। 
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার। 
3. ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদন্ড এর।
উওর: নততল।
4. তোমার দেখায় কি সরল যন্ত্রের নাম লেখ যা, রান্না করার সময় ব্যবহার করেন।
উত্তর: সাঁড়াশি। 
5. কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলার সুবিধাজনক?
উত্তর: পুলি বা কপিকল।
6. প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? কাঁচি/ জাতি / বোতল খোলার যন্ত্র 
উত্তর: কাঁচি। [ কারণ এটি প্রথম শ্রেণীর লিভার]
7. ঠিক না ভুল : ভূমি ও নততলের মাঝের কোন যত ছোট হবে নত তলের সুবিধা তত বেশি হবে। 
উত্তর: ঠিক।
8. তোমার হাত কোন শ্রেণীর লিভার? এর আলম্ব কোথায় আছে?
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কনুই এর কাছে অবস্থিত। 
9. একটি জটিল যন্ত্রের নাম লেখ। 
উত্তর: সেলাই মেশিন। 
10. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হল - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদণ্ড 
উত্তর: নততল।
11. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা - তত বাড়ে / তত কমে / বাড়তেও পারে আবার কমতেও পারে / অপরিবর্তিত থাকে 
উত্তর: বাড়ে।
12. কুয়া থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? 
উত্তর: কপিকল বা পুলি ।
13. শূন্যস্থান পূরণ কর : ____ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম।
উত্তর: তৃতীয়। 
14. যে বিন্দু কে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি? 
উত্তর: আলম্ব।
15. একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো।
উত্তর: উপরের 12 নং প্রশ্নের উত্তরে তিন প্রকার লিভারের একটি করে চিত্র অঙ্কন করা রয়েছে। এই ক্ষেত্রে সুপারি কাটার জাতির চিত্র দেওয়া রয়েছে দেখে নাও। 
16. কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? ছুরি / কাঁচি / জাতি / বোতল খোলার যন্ত্র 
উত্তর: কাঁচি।
17. বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় - নততল / হাতুড়ি / পুলি /  ছুরি
উত্তর: পুলি বা কপিকল ।
18. প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। 
উত্তর: যে লিভার এর মাঝে বরাবর আলম্ব থাকে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। যেমন: কাঁচি, বেলচা ইত্যাদি। 
◽ 12 নম্বর প্রশ্নের প্রথম শ্রেণীর লিভার এর গঠন চিত্র দেওয়া রয়েছে। সেটি দেখে নাও।
19. কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে?
উত্তর: উপরের 29 নং প্রশ্নের উত্তর দেখো।
20. আনততল কি?
উত্তর: হেলিয়ে রাখা মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা - এদেরকে আনততল বলে।

অন্যভাবে বললে, 
আনততল হল একটি ঢালু পৃষ্ঠ বা তল, যা ভূমির সঙ্গে একটি নির্দিষ্ট কোণে থাকে এবং ভারি বস্তু সহজে উপরে তোলার জন্য ব্যবহৃত হয়।
21. পেরেক এবং স্ক্রু এর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে? 
উত্তর: স্ক্রু কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে।
22. ট্রাক্টর কি ধরনের যন্ত্র?
উত্তর: জটিল যন্ত্র। 
23. রেডিয়োর নব হলো এক ধরনের - কপিকল / লিভার / স্ক্রু / চক্র ও অক্ষদণ্ড।
উত্তর: চক্র ও অক্ষদণ্ড।
24. কোনটি প্রথম শ্রেণীর লিভার? চিমটা / জাতি / সাঁড়াশি / মানুষের হাত।
উত্তর: সাঁড়াশি। 
25. মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর অলম্ব কোথায় আছে?
উত্তর: কোনুই এর কাছে।
26. কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি? তার আকার কেমন? 
উত্তর: কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম অ্যাক্সেল।
◽ তার আকৃতি লম্বা দন্ডের মতো।
27. যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার তিনটি পদ্ধতি লেখ। 
উত্তর: পূর্বের 29 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 
28. একটি সরল যন্ত্রের উদাহরণ হল - সেলাই মেশিন / ছাপার যন্ত্র / শাবল / ড্রিল মেশিন।
উত্তর: শাবল।
29. একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হল - সুপারি কাটার জাতি / মানুষের হাত / পেরেক তোলার হাতুড়ি / নৌকার দাঁড়। 
উত্তর: পেরেক তোলার হাতুড়ি।
30. কুয়া থেকে জল তোলার কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় - চক্র ও অক্ষদণ্ড / কপিকল / লিভার / নততল।
উত্তর: কপিকল।
31. শূন্যস্থান পূরণ করো: ভূমি ও নত তলের মাঝের ____ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে।
উত্তর: কোণ।
32. মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এই শ্রেণির  লিভারের সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দুর অবস্থান দেখাও।
উত্তর: 12 নং প্রশ্নের উত্তর দেখো। চিত্র দেওয়া রয়েছে। 
33. আলম্ব মাঝে অবস্থান করলে সেটি কোন শ্রেণীর লিভার? 
উত্তর: প্রথম শ্রেণীর লিভার। 
34. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত ___।
উত্তর: বেশি।
35. দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? 
উত্তর: যে লিভার এর মাঝখানে বাঁধা বা ভার অবস্থান করে এবং আলম্ব ও বল বাঁধার দুপাশে অবস্থান করে, তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। যেমন : সুপারি কাটার জাতি। 
36. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? 
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার।
37. তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে একটি স্ক্রু কে কাঠে প্রবেশ করাচ্ছো। ট্রু ড্রাইভার টি কে তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো? নততল / কপিকল / চক্র ও অক্ষদণ্ড / লিভার।
উত্তর: চক্র ও অক্ষদণ্ড। 
38. সত্য না মিথ্যা লেখ : যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিল কারীর তেল বা গ্রিজ লাগানো উচিত।
উত্তর: সত্য। 
39. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে?
উত্তর: পাউরুটি কাটার ছুরি তৃতীয় শ্রেণীর লিভার। 
পাউরুটি কাটার ছুরি লিভার

40. স্ক্রু হল এক ধরনের - চক্র ও অক্ষদণ্ড / নততল / লিভার / পুলি।
উত্তর: নততল।
41. নততলের খাড়াই যত কম হবে নততলের সুবিধা তত ___ হবে।
উত্তর: বেশি।
42. তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। চিত্রসহ আলম্ব চিহ্নিত কর।
উত্তর: মানুষের হাতের আলম্ব কোনই এর কাছে অবস্থিত। নিচে চিত্র দেওয়া হল। 
মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার

43. বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। 
বামপক্ষ ডানপক্ষ
প্রথম শ্রেণীর লিভার জাতি
দ্বিতীয় শ্রেণীর লিভার কাঁচি
তৃতীয় শ্রেণীর লিভার চক্র ও অক্ষদণ্ড
রেডিয়োর নব চিমটা
উত্তর: প্রথম শ্রেণীর লিভার - কাঁচি।
দ্বিতীয় শ্রেণীর লিভার - জাতি।
তৃতীয় শ্রেণীর লিভার - চিমটা।
রেডিয়োর নব - চক্র ও অক্ষদণ্ড।

44. মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? 

উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার। 

45. যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশের পরিচর্যা কিভাবে করা উচিত? 

উত্তর: সেই অংশে নিয়মিত তেল জাতীয় পদার্থ বা গ্রিজ ব্যবহার করা উচিত যাতে যন্ত্রের ক্ষয় কম হয়।

46. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? 

উত্তর: দ্বিতীয় শ্রেণীর লিভার।

*9) অধ্যায়: সাধারণ যন্ত্র সমূহ*

---


📘 MCQ প্রশ্ন : যন্ত্র ও তার প্রকারভেদ



---


সরল ও জটিল যন্ত্র


1. যে যন্ত্রে কম বল প্রয়োগ করে বেশি কাজ পাওয়া যায় তাকে কী বলে?

ক) জটিল যন্ত্র

খ) সরল যন্ত্র

গ) যান্ত্রিক যন্ত্র

ঘ) বৈদ্যুতিক যন্ত্র

✅ উত্তর: খ) সরল যন্ত্র



2. কোন যন্ত্রে একাধিক যন্ত্রাংশ থাকে?

ক) সরল যন্ত্র

খ) জটিল যন্ত্র

গ) বৈদ্যুতিক যন্ত্র

ঘ) চক্র ও অক্ষদণ্ড

✅ উত্তর: খ) জটিল যন্ত্র



3. নিচের কোনটি জটিল যন্ত্রের উদাহরণ নয়?

ক) সেলাই মেশিন

খ) ট্রাক্টর

গ) শাবল

ঘ) কম্পিউটার

✅ উত্তর: গ) শাবল





---


লিভার


4. লিভারের কেন্দ্রবিন্দুকে কী বলা হয়?

ক) অক্ষদণ্ড

খ) আলম্ব

গ) নততল

ঘ) চক্র

✅ উত্তর: খ) আলম্ব



5. দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) প্রথম শ্রেণীর

খ) দ্বিতীয় শ্রেণীর

গ) তৃতীয় শ্রেণীর

ঘ) কোনোটি নয়

✅ উত্তর: ক) প্রথম শ্রেণীর



6. সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) প্রথম শ্রেণী

খ) দ্বিতীয় শ্রেণী

গ) তৃতীয় শ্রেণী

ঘ) সবকটি

✅ উত্তর: খ) দ্বিতীয় শ্রেণী



7. মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) প্রথম শ্রেণী

খ) দ্বিতীয় শ্রেণী

গ) তৃতীয় শ্রেণী

ঘ) কোনোটি নয়

✅ উত্তর: গ) তৃতীয় শ্রেণী



8. মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভারের অন্তর্গত?

ক) প্রথম শ্রেণী

খ) দ্বিতীয় শ্রেণী

গ) তৃতীয় শ্রেণী

ঘ) কোনোটি নয়

✅ উত্তর: গ) তৃতীয় শ্রেণী



9. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

ক) প্রথম শ্রেণী

খ) দ্বিতীয় শ্রেণী

গ) তৃতীয় শ্রেণী

ঘ) কোনোটি নয়

✅ উত্তর: খ) দ্বিতীয় শ্রেণী





---


নততল ও স্ক্রু


10. মই বা সিঁড়ি কোন সরল যন্ত্রের উদাহরণ?

ক) লিভার

খ) পুলি

গ) নততল

ঘ) চক্র

✅ উত্তর: গ) নততল



11. স্ক্রু-এর গায়ে কী থাকে?

ক) আলম্ব

খ) নততল

গ) পুলি

ঘ) অক্ষদণ্ড

✅ উত্তর: খ) নততল



12. নততলের সুবিধা কিসের উপর নির্ভর করে?

ক) দৈর্ঘ্য

খ) প্রস্থ

গ) ভূমি ও নততলের মাঝে কোণ

ঘ) উচ্চতা

✅ উত্তর: গ) ভূমি ও নততলের মাঝে কোণ





---


পুলি বা কপিকল


13. পতাকা তোলার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

ক) স্ক্রু

খ) লিভার

গ) পুলি

ঘ) চক্র

✅ উত্তর: গ) পুলি



14. পুলি কী কাজ করে?

ক) বলকে বাড়ায়

খ) বলকে কমায়

গ) বলের দিক পরিবর্তন করে

ঘ) আলম্বকে সরায়

✅ উত্তর: গ) বলের দিক পরিবর্তন করে



15. কুয়ো থেকে জল তোলার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়?

ক) লিভার

খ) পুলি

গ) নততল

ঘ) চক্র

✅ উত্তর: খ) পুলি





---


চক্র ও অক্ষদণ্ড


16. রেডিওর নব কোন সরল যন্ত্রের উদাহরণ?

ক) চক্র

খ) লিভার

গ) নততল

ঘ) স্ক্রু

✅ উত্তর: ক) চক্র



17. ট্রু ড্রাইভারের ধাতব অংশ কোন যন্ত্রের উদাহরণ?

ক) লিভার

খ) অক্ষদণ্ড

গ) পুলি বা কপিকল

ঘ) চক্র

✅ উত্তর: খ) অক্ষদণ্ড



18. ড্রাইভারের হাতল কোনটির উদাহরণ?

ক) চক্র

খ) লিভার

গ) স্ক্রু

ঘ) নততল

✅ উত্তর: ক) চক্র





---


যন্ত্রের পরিচর্যা


19. যন্ত্রের চলমান অংশে কী লাগাতে হয়?

ক) রং

খ) তেল বা গ্রিজ

গ) পানি

ঘ) কালি

✅ উত্তর: খ) তেল বা গ্রিজ



20. মরিচা আটকাতে কী ব্যবহার করতে হয়?

ক) পানি

খ) তেল রং বা সিন্থেটিক এনামেল

গ) সাবান

ঘ) মাটি

✅ উত্তর: খ) তেল রং বা সিন্থেটিক এনামেল



21. কাজ শেষে যন্ত্রকে কী করতে হয়?

ক) বাইরে ফেলে রাখতে হয়

খ) ধুলোমাটি দিয়ে ঢাকতে হয়

গ) পরিষ্কার করতে হয়

ঘ) জলে ভিজিয়ে রাখতে হয়

✅ উত্তর: গ) পরিষ্কার করতে হয়





---



📘 প্রশ্নোত্তর : যন্ত্র ও তার প্রকারভেদ



---


✦ এক কথায় উত্তর


1. যে যন্ত্রে কম বল প্রয়োগ করে বেশি কাজ পাওয়া যায় তাকে কী বলে?

👉 সরল যন্ত্র



2. লিভারের কেন্দ্রবিন্দুকে কী বলা হয়?

👉 আলম্ব



3. মই কোন ধরনের সরল যন্ত্রের উদাহরণ?

👉 নত-তল



4. পতাকা তোলার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

👉 কপিকল বা পুলি



5. দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

👉 প্রথম শ্রেণীর লিভার



6. মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

👉 তৃতীয় শ্রেণীর লিভার





---


✦ শূন্যস্থান পূরণ


1. যে যন্ত্রে একাধিক যন্ত্রাংশ থাকে তাকে __________ বলে।

👉 জটিল যন্ত্র



2. কাগজ কাটার কাঁচি হলো __________ শ্রেণীর লিভারের উদাহরণ।

👉 প্রথম



3. নৌকার দাঁড় হলো __________ শ্রেণীর লিভারের উদাহরণ।

👉 দ্বিতীয়



4. রেডিওর নব হলো __________ এর উদাহরণ।

👉 চক্র



5. যন্ত্র মরিচা আটকাতে __________ বা __________ ব্যবহার করতে হয়।

👉 তেল রং, সিন্থেটিক এনামেল





---


✦ ঠিক / ভুল


1. সুপারি কাটার জাতি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ।

👉 ভুল



2. স্ক্রু-এর গায়ে নত-তল থাকে।

👉 ঠিক



3. পেরেক তোলার হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার।

👉 ঠিক



4. মানুষের চোয়াল দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ।

👉 ভুল



5. চক্র ও অক্ষদণ্ড এক ধরনের সরল যন্ত্র।

👉 ঠিক





---


✦ বামপক্ষ ও ডানপক্ষ মেলানো


বামপক্ষ ডানপক্ষ


কাগজ কাটার কাঁচি প্রথম শ্রেণীর লিভার

সুপারি কাটার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার

মাছ ধরার ছিপ তৃতীয় শ্রেণীর লিভার

মই নত-তল

রেডিওর নব চক্র

ট্রু ড্রাইভার ধাতব অংশ অক্ষদণ্ড



✦ সংক্ষিপ্ত উত্তর

1. সরল যন্ত্র কী?

👉 যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি কাজ পাওয়া যায় তাকে সরল যন্ত্র বলে।

2. সরল যন্ত্রের প্রকারভেদ লিখো।

👉 লিভার, নত-তল, স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদণ্ড।

3. লিভারের তিন শ্রেণীর মধ্যে পার্থক্য কীভাবে হয়?

👉 কোন জায়গায় আলম্ব, বল বা কাজ থাকে তার উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভার হয়।

4. পুলি কী কাজে লাগে?

👉 জল তোলা ও পতাকা তোলায় ব্যবহার হয়।

5. যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে?

👉 তেল বা গ্রিজ লাগানো, মরচে আটকাতে রং ব্যবহার করা, নিয়মিত পরিষ্কার করা।


✦ এক লাইনে উত্তর

1. জটিল যন্ত্রের উদাহরণ দাও।

👉 সেলাই মেশিন, কম্পিউটার, ট্রাক্টর।

2. প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কী থাকে?

👉 আলম্ব

3. দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কী থাকে?

👉 কাজ বা বাধা


4. তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কী থাকে?

👉 বল

5. অক্ষদণ্ডের উদাহরণ দাও।

👉 ট্রু ড্রাইভারের ধাতব অংশ




About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.