তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 :
সাধারণ যন্ত্রসমূহ - এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।
এখানে এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তথা প্রশ্ন বিচিত্রার প্রশ্ন
উত্তর পাবে।
অধ্যায় 9 : সাধারণ যন্ত্রসমূহ
1. যন্ত্র কাকে বলে? কতগুলি যন্ত্রের উদাহরণ দাও।
উত্তর: যেসব জিনিস মানুষের কাজকে সহজ করে দেয়, তাদের যন্ত্র বলে। যেমন: ছুরি,
কাঁচি, বটল ওপেনার, কপিকল, সাঁড়াশি কলম স্ক্রু ইত্যাদি।
যে ব্যবস্থার মাধ্যমে কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধাকে সহজে অতিক্রম করা যায়,
তাকে যন্ত্র বলে।
2. সাধারণত যন্ত্র কয় প্রকার ও কি কি?
উত্তর: সাধারণত যন্ত্র দুই প্রকার। যথা:
3. জটিল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও।
উত্তর: দুই বা তার বেশি সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র
বলে। যেমন: সেলাই মেশিন, কম্পিউটার, ট্রাক্টর ইত্যাদি।
4. সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও।
উত্তর: যে যন্ত্রের সাধারণত একটি মাত্র গতিশীল অংশ থাকে তাকে সরল যন্ত্র বলে।
যেমন: হাতুড়ি, কাঁচি ইত্যাদি।
5. শূন্যস্থান পূরণ: যন্ত্রের উপর এক জায়গায় বল প্রয়োগ করলে কাজ হয় _____।
উত্তর: আর এক জায়গায়।
6. জটিল যন্ত্র একাধিক ____ দ্বারা গঠিত।
উত্তর: সরল যন্ত্র।
7. ছাপার যন্ত্র একটি ____।
উত্তর: জটিল যন্ত্র।
8. সেলাই মেশিন একটি _____ ।
উত্তর: জটিল যন্ত্র।
9. কলম একটি ___ যন্ত্রের উদাহরণ।
উত্তর: সরল।
10. সাইকেল হলো একটি ____ যন্ত্র।
উত্তর: জটিল।
লিভার (Lever)
11. লিভার কাকে বলে?
উত্তর: লিভার হলো একটি সোজা বা বাঁকা দন্ড যা একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে
কেন্দ্রকরে অবাধে ঘুরতে পারে। এই বিন্দুটিকে লিভারের আলম্ব বলে। যেমন: সুপারি
কাটার জাতি হল এক ধরনের লিভার।
লিভারের তিনটি অংশ থাকে যথা: আলম্ব, কার্য বিন্দু ও বল।
12. লিভার কয় প্রকার ও কি কি?
উত্তর: বল বাধা ও আলম বউ এর তিনটি বিন্দুর অবস্থান অনুযায়ী লিভার তিন প্রকার।
যথা:
- প্রথম শ্রেণীর লিভার : মাঝখানে আলম্ব থাকে।
- দ্বিতীয় শ্রেণীর লিভার : মাঝখানে বাধা থাকে।
- তৃতীয় শ্রেণীর লিভার: মাঝখানে বল থাকে।
13. প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও।
প্রথম শ্রেণীর লিভার |
দ্বিতীয় শ্রেণীর লিভার |
তৃতীয় শ্রেণীর লিভার |
i) হাতুড়ি ii) বেলচা iii) কাঁচি iv) চিমটা v) দাঁড়িপাল্লা vi) স্কেল |
i) ঠেলাগাড়ি ii) জাতি iii) নৌকার দাঁড় iv) বটল ওপেনার
|
i) মানুষের হাত ii) চিমটা iii) মানুষের চোয়াল iv) মাছ ধরার ছিপ v) ক্রেন vi) পাউরুটি কাটার ছুরি vii) যেকোনো ধরনের ছুরি |
নততলের ধারণা
14. নততল কাকে বলে?
উত্তর: হেলিয়ে রাখা মই, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা - এদের বলে নততল।
15. নততলকে সমতলের সঙ্গে ____ করে রাখা হয়।
উত্তর: সূক্ষ্মকোণ।
16. নত দল খাড়ায় যত কম হবে নত দলের সুবিধা তত ___ হবে।
উত্তর: বেশি।
17. ভূমি ও নততলের মাঝের কোণ যত ___ হবে নততলের সুবিধা তত বেশি হবে।
উত্তর: ছোট।
18. খাড়া রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন?
অথবা, পাহাড়ে খাড়া রাস্তার বদলে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয় কেন?
উত্তর: খাড়া রাস্তায় উপরে ওঠা কঠিন। পাহাড় কেটে নততল তৈরি করে রাস্তা বানানো হয় ফলে রাস্তা আঁকাবাঁকা হয়। রাস্তা দীর্ঘ হলেও এই আঁকাবাঁকা নত তলে উপরে ওঠা অনেক সহজ।
স্ক্রু, পুলি, চক্র ও অক্ষচক্র
19. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাড থাকে তা আসলে একটি ____।
উত্তর: নততল।
20. পেরেক অপেক্ষা স্কু এর সুবিধা বেশি কেন?
উত্তর: গুয়ের গায়ে ধাতব প্যাচের আকারে নত তল লুকানো থাকে। এর ফলে সহজেই ট্রু ড্রাইভার এর মাধ্যমে স্ক্রু গুলি পোতা সম্ভব।
21. পুলি বা কপিকল হলো এক ধরনের ___।
উত্তর: সরল যন্ত্র।
22. স্ক্রু হলো এক ধরনের ___।
উত্তর: সরল যন্ত্র।
23. কপিকল হলো একটা শক্তপোক্ত ____।
উত্তর : চাকা
24. কপিকল বল প্রয়োগের দিককে ___ করে দেয়।
উত্তর: উল্টো।
25. কপিকলের দুটি ব্যবহার লেখো।
উত্তর: কুয়ো থেকে জল তুলতে, পতাকা উত্তোলনের সময়।
26. চক্র ও অক্ষদন্ডক দেখা যায় এমন দুটি উদাহরণ দাও।
উত্তর: রেডিওর নব ও ট্যাপের মাথা।
27. ট্রু ড্রাইভার এর যে অংশটি হাত দিয়ে ধরে রাখতে হয় সেটি হল ___।
উত্তর: চক্র।
28. স্ক্রু ড্রাইভার এর যে অংশটি স্ক্রুটিকে ঘোরাতে সাহায্য করে সেটি হলো ___ ।
উত্তর: অক্ষদণ্ড।
যন্ত্রের পরিচর্যা
29. কিভাবে যন্ত্রের পরিচর্যা করা হয়?
- যন্ত্রের চলমান বা ঘূর্ণমান অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত যাতে সেগুলির দ্রুত ক্ষয় না হয়।
- লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ গুলি যাতে মরচে না পড়ে তার জন্য তার ওপরে রং করা।
- কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা।
- কাজের পর যন্ত্রকে নির্দিষ্ট জায়গায় রাখা যাতে ধুলোবালি ও বৃষ্টির জল না পড়ে।
প্রশ্ন বিচিত্র থেকে এই অধ্যায় এর সমস্ত প্রশ্ন ও উত্তর
1. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদণ্ড।
উত্তর: নততল।
2. মানুষের হাত - প্রথম শ্রেণীর লিভার / দ্বিতীয় শ্রেণীর লিভার / তৃতীয় শ্রেণীর লিভার / প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের সমষ্টি।
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার।
3. ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদন্ড এর।
উওর: নততল।
4. তোমার দেখায় কি সরল যন্ত্রের নাম লেখ যা, রান্না করার সময় ব্যবহার করেন।
উত্তর: সাঁড়াশি।
5. কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলার সুবিধাজনক?
উত্তর: পুলি বা কপিকল।
6. প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? কাঁচি/ জাতি / বোতল খোলার যন্ত্র
উত্তর: কাঁচি। [ কারণ এটি প্রথম শ্রেণীর লিভার]
7. ঠিক না ভুল : ভূমি ও নততলের মাঝের কোন যত ছোট হবে নত তলের সুবিধা তত বেশি হবে।
উত্তর: ঠিক।
8. তোমার হাত কোন শ্রেণীর লিভার? এর আলম্ব কোথায় আছে?
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কনুই এর কাছে অবস্থিত।
9. একটি জটিল যন্ত্রের নাম লেখ।
উত্তর: সেলাই মেশিন।
10. স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হল - লিভার / নততল / পুলি / চক্র ও অক্ষদণ্ড
উত্তর: নততল।
11. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা - তত বাড়ে / তত কমে / বাড়তেও পারে আবার কমতেও পারে / অপরিবর্তিত থাকে
উত্তর: বাড়ে।
12. কুয়া থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: কপিকল বা পুলি ।
13. শূন্যস্থান পূরণ কর : ____ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম।
উত্তর: তৃতীয়।
14. যে বিন্দু কে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি?
উত্তর: আলম্ব।
15. একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো।
উত্তর: উপরের 12 নং প্রশ্নের উত্তরে তিন প্রকার লিভারের একটি করে চিত্র অঙ্কন করা রয়েছে। এই ক্ষেত্রে সুপারি কাটার জাতির চিত্র দেওয়া রয়েছে দেখে নাও।
16. কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? ছুরি / কাঁচি / জাতি / বোতল খোলার যন্ত্র
উত্তর: কাঁচি।
17. বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় - নততল / হাতুড়ি / পুলি / ছুরি
উত্তর: পুলি বা কপিকল ।
18. প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও।
উত্তর: যে লিভার এর মাঝে বরাবর আলম্ব থাকে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। যেমন: কাঁচি, বেলচা ইত্যাদি।
◽ 12 নম্বর প্রশ্নের প্রথম শ্রেণীর লিভার এর গঠন চিত্র দেওয়া রয়েছে। সেটি দেখে নাও।
19. কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে?
উত্তর: উপরের 29 নং প্রশ্নের উত্তর দেখো।
20. আনততল কি?
উত্তর: হেলিয়ে রাখা মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা - এদেরকে আনততল বলে।
অন্যভাবে বললে,
আনততল হল একটি ঢালু পৃষ্ঠ বা তল, যা ভূমির সঙ্গে একটি নির্দিষ্ট কোণে থাকে এবং ভারি বস্তু সহজে উপরে তোলার জন্য ব্যবহৃত হয়।
21. পেরেক এবং স্ক্রু এর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে?
উত্তর: স্ক্রু কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে।
22. ট্রাক্টর কি ধরনের যন্ত্র?
উত্তর: জটিল যন্ত্র।
23. রেডিয়োর নব হলো এক ধরনের - কপিকল / লিভার / স্ক্রু / চক্র ও অক্ষদণ্ড।
উত্তর: চক্র ও অক্ষদণ্ড।
24. কোনটি প্রথম শ্রেণীর লিভার? চিমটা / জাতি / সাঁড়াশি / মানুষের হাত।
উত্তর: সাঁড়াশি।
25. মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর অলম্ব কোথায় আছে?
উত্তর: কোনুই এর কাছে।
26. কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি? তার আকার কেমন?
উত্তর: কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম অ্যাক্সেল।
◽ তার আকৃতি লম্বা দন্ডের মতো।
27. যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার তিনটি পদ্ধতি লেখ।
উত্তর: পূর্বের 29 নম্বর প্রশ্নের উত্তর দেখো।
28. একটি সরল যন্ত্রের উদাহরণ হল - সেলাই মেশিন / ছাপার যন্ত্র / শাবল / ড্রিল মেশিন।
উত্তর: শাবল।
29. একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হল - সুপারি কাটার জাতি / মানুষের হাত / পেরেক তোলার হাতুড়ি / নৌকার দাঁড়।
উত্তর: পেরেক তোলার হাতুড়ি।
30. কুয়া থেকে জল তোলার কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় - চক্র ও অক্ষদণ্ড / কপিকল / লিভার / নততল।
উত্তর: কপিকল।
31. শূন্যস্থান পূরণ করো: ভূমি ও নত তলের মাঝের ____ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে।
উত্তর: কোণ।
32. মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এই শ্রেণির লিভারের সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দুর অবস্থান দেখাও।
উত্তর: 12 নং প্রশ্নের উত্তর দেখো। চিত্র দেওয়া রয়েছে।
33. আলম্ব মাঝে অবস্থান করলে সেটি কোন শ্রেণীর লিভার?
উত্তর: প্রথম শ্রেণীর লিভার।
34. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত ___।
উত্তর: বেশি।
35. দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে?
উত্তর: যে লিভার এর মাঝখানে বাঁধা বা ভার অবস্থান করে এবং আলম্ব ও বল বাঁধার দুপাশে অবস্থান করে, তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। যেমন : সুপারি কাটার জাতি।
36. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার।
37. তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে একটি স্ক্রু কে কাঠে প্রবেশ করাচ্ছো। ট্রু ড্রাইভার টি কে তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো? নততল / কপিকল / চক্র ও অক্ষদণ্ড / লিভার।
উত্তর: চক্র ও অক্ষদণ্ড।
38. সত্য না মিথ্যা লেখ : যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিল কারীর তেল বা গ্রিজ লাগানো উচিত।
উত্তর: সত্য।
39. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে?
উত্তর: পাউরুটি কাটার ছুরি তৃতীয় শ্রেণীর লিভার।
40. স্ক্রু হল এক ধরনের - চক্র ও অক্ষদণ্ড / নততল / লিভার / পুলি।
উত্তর: নততল।
41. নততলের খাড়াই যত কম হবে নততলের সুবিধা তত ___ হবে।
উত্তর: বেশি।
42. তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। চিত্রসহ আলম্ব চিহ্নিত কর।
উত্তর: মানুষের হাতের আলম্ব কোনই এর কাছে অবস্থিত। নিচে চিত্র দেওয়া হল।
43. বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও।
বামপক্ষ |
ডানপক্ষ |
প্রথম শ্রেণীর লিভার |
জাতি |
দ্বিতীয় শ্রেণীর লিভার |
কাঁচি |
তৃতীয় শ্রেণীর লিভার |
চক্র ও অক্ষদণ্ড |
রেডিয়োর নব |
চিমটা |
উত্তর: প্রথম শ্রেণীর লিভার - কাঁচি।
দ্বিতীয় শ্রেণীর লিভার - জাতি।
তৃতীয় শ্রেণীর লিভার - চিমটা।
রেডিয়োর নব - চক্র ও অক্ষদণ্ড।
44. মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার।
45. যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশের পরিচর্যা কিভাবে করা উচিত?
উত্তর: সেই অংশে নিয়মিত তেল জাতীয় পদার্থ বা গ্রিজ ব্যবহার করা উচিত যাতে যন্ত্রের ক্ষয় কম হয়।
46. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার?
উত্তর: দ্বিতীয় শ্রেণীর লিভার।
উত্তর: