[ প্রশ্ন উত্তর ] ক্লাস সিক্স পরিবেশ অধ্যায় ১ | পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা

[ প্রশ্ন উত্তর ] ক্লাস সিক্স পরিবেশ অধ্যায় ১ | পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা | class vi Poribesh O vigyan chapter 1 question answer

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় "পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা" এ প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। এই পোস্টটিতে তুমি পরিবেশ ও বিজ্ঞান এর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর পাবে

c6-poribesh-ch1-qna-thumb
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: প্রশ্নমান - 1
(i)কুইনাইন থেকে পাওয়া যায় --
(a) ম্যালেরিয়ার ওষুধ / (b) সর্দিকাশির ওষুধ / (c) ডেঙ্গুর ওষুধ / (d) ক্যান্সারের ওষুধ
উত্তর : ম্যালেরিয়ার ওষুধ
2. শূন্যস্থান পূরণ করো: প্রশ্নমান - 1
(i)ওষুধ পাওয়া যায় এমন একটি উদ্ভিদ হল _____
উত্তর : তুলসী
(ii)সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় _____ গ্যাস পরিবেশে ত্যাগ করে।
উত্তর : অক্সিজেন
(iii)সিঙ্কোনা গাছের ছাল থেকে _____ পাওয়া যায়।
উত্তর : কুইনাইন
(iv)পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক _____
উত্তর : ইস্ট
3. ঠিক বাক্যের পাশে "✓" আর ভুল বাক্যের পাশে "X" চিহ্ন দাও প্রশ্নমান - 1
(i)উদ্ভিদ পরিবেশে অক্সিজেন আর কার্বন-ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
উত্তর : ঠিক ✓
4. সংক্ষিপ্ত উত্তর দাও : প্রশ্নমান - 1
(i)পরাগ মিলন কি?
উত্তর : মৌমাছি, প্রজাপতি কিংবা বায়ুর মাধ্যমে যখন এক ফুলের পরাগরেণু অন্য কোনো ফুলে গিয়ে পড়ে, সেই প্রক্রিয়াটার নাম হলো পরাগ মিলন।
(ii)সিল্ক কোথা থেকে পাওয়া যায়?
উত্তর : সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে।
(iii)পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর : মৌমাছি।
(iv)মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো।
উত্তর : উকুন।
(v)খাবারের জন্য লালন করা হয় এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর : গরু ও মুরগি।
5. একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান - 2
(i)পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি?
উত্তর : নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগমিলন খুবই জরুরী। পরাগমিলন না ঘটলে ফুল থেকে ফল তৈরি হবে না।
(ii)মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে?
উত্তর : মানুষ মাছ, মাংস, ডিম, মধু , দুধ ইত্যাদি প্রাণীদের থেকে পায়। আর দুধ থেকে নানান রকমের খাবার তৈরি হয় যেমন ঘি, মাখন, দই, ছানা, ঘোল ইত্যাদি।
(iii)বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে?
উত্তর : চাষের কাজে নানা রকমের যন্ত্রপাতি ব্যবহার করার ফলে বর্তমানে কম সময়ে অনেক চাষ সম্ভব হচ্ছে।
(iv)মৌটুসী কিভাবে পরাগ মিলনে সাহায্য করে?
উত্তর : মৌটুসী ফুলের মিষ্টি রস পান করার সময় তার চঞ্চুতে পরাগরেণু লেগে যায়।পরবর্তী ফুলে আবার ফুলের মিষ্টি রস পান করার ওই পরাগরেণু অন্য ফুলে লেগে যায়। এইভাবে মৌটুসী ফুলের পরাগমিলনে সাহায্য করে।
(v)লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা উল্লেখ করো।
উত্তর : 🔸 লাল পিঁপড়ে সাধারণত গাছের চওড়া ও গোল পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়। অর্থাৎ লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।
🔸 কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে।অর্থাৎ কাঠবেড়ালি বাসস্থান ও খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল।
(vi)পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন?
উত্তর : ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা পাউরুটি তৈরির সময় ময়দার সাথ মেশালে কার্বন-ডাই-অক্সাইড ও অ্যালকোহল উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়া কার্বন-ডাই-অক্সাইড ময়দার ভেতর থেকে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়।
(vii)'বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়' - উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর : রেশম মথ থেকে সিল্ক পাওয়া যায় যা থেকে সুতো তৈরি হয়। ভেড়া থেকে উল পাওয়া যায়। গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদির চামড়া দিয়ে জ্যাকেট তৈরি হচ্ছে।
6. তিন-চারটি বাক্যে উত্তর দাও প্রশ্নমান - 3
(i)"প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে" - দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর : (i) পাখিরা গাছের ডাল, পাতা সংগ্রহ করে গাছেই বাসা তৈরি করে, এছাড়াও কাঠবেড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো আরও অনেক প্রাণীও গাছে থাকে। (ii) আমরা গাছ থেকে রবার, রজন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন ইত্যাদি পাই।
(ii)সবুজ উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে?
উত্তর : সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূলরোমের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ গ্রহণ করে। সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাবার তৈরি করে। এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষ বলে।
(iii)উদ্ভিদেরা প্রাণীদের উপর কিভাবে নির্ভর করে?
উত্তর : পরাগ মিলনের জন্য উদ্ভিদ মৌমাছি, প্রজাপতি, মৌটুসী ইত্যাদি প্রাণীর উপর নির্ভর করে। বংশবিস্তারের জন্য বিভিন্ন পাখি, বনবেড়াল, শেয়াল, বাদুড় ইত্যাদির উপর নির্ভর করে।
(iv)"ধান ক্ষেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর : ধান ক্ষেতে অ্যাজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। আসলে এগুলো এক ধরনের পানা এদের পাতার মধ্যে অ্যানাবিনা নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেন কে বেঁধে ফেলতে পারে । এর ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়।
(v)"স্ট্রেপটোমাইসেস হল উপকারী ব্যাকটেরিয়া" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর : স্ট্রেপটোমাইসেস হল এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50 টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক ও পরজীবী নাশক ঔষধ পাওয়া যায়। স্ট্রেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো এই ব্যাকটেরিয়া থেকে তৈরি অ্যান্টিবায়োটিক ঔষধ যা শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে।
(vi)বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
উত্তর : দই পাতার জন্য ধাপগুলি হলো : ◽ প্রথমে বিশুদ্ধ দুধ ও দই এর সাজা (দই এর অংশ) সংগ্রহ করা হয়।
◽ একটি মাটির পাত্রে ওই সাজা (দই এর অংশ) দিতে হয়।
◽ এবার ওই পাত্রে দুধ ঢেলে দিলাম ও সাধারণ উষ্ণতায় রেখে দিতে হয়।
◽ মোটামুটি দই জমে গেলে ঠান্ডা স্থানে রেখে দিতে হয়।
(vii)মানুষ জামা কাপড়ের জন্য কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে?
উত্তর : জামা কাপড় তৈরীর জন্য : শিমুল , পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া তন্তু দিয়ে সুতো এবং সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়।
(viii)মানুষ নানা ধরনের প্রাণীদের পালন করে কেন?
উত্তর : মানুষ খাবার, পোশাক, পরিবহন ইত্যাদির কাজে লাগানোর জন্য নানান প্রাণীদের পালন করে। যেমন:
◽ খাবারের জন্য: গরু, ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি প্রাণী থেকে দুধ মাংস ইত্যাদি পাওয়া যায় বলে মানুষ পালন করে।
◽ পোশাকের জন্য: ভেড়া, রেশম মদ ইত্যাদি থেকে আমরা উল ও তন্তু পাই।
◽ পরিবহনের কাজের জন্য আমরা গরু, মহিষ, ঘোড়া ইত্যাদি প্রাণী পালন করি।

আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.