[part 7] class 8 geography model activity | অষ্টম শ্রেনি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | ক্লাস এইট জিওগ্রাফি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7

[part 7] class 8 geography model activity | অষ্টম শ্রেনি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | ক্লাস এইট জিওগ্রাফি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7

[ Part 7 ] Class 8 model activity task geography new 2021 বা অষ্টম শ্রেণির ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ 2021 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব।

Class 8 Geography model activity task  part 7

অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7

ক্লাস এইট ভূগোলClass 8 model activity task health and physical education part 7 অষ্টম শ্রেণী সাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো –
ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

উত্তর : গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো –
ক) সিরোকিউমুলাস
(খ) অল্টোকিউমুলাস
(গ) স্ট্যাটাস
ঘ) কিউমুলোনিম্বাস

উত্তর : ঘ) কিউমুলোনিম্বাস

 

১.৩ ঠিক ঝোড়াটি নির্বাচন করো –

ক) মেক্সিকো – 23½⁰ উত্তর অক্ষরেখার বিস্তৃতি
(খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়
গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল— শীতকালীন বৃষ্টিপাত
ঘ) কানাডার কাষ্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য
উত্তর : গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল— শীতকালীন বৃষ্টিপাত

১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো-
ক) ভেনিজুয়েলা
(খ) গায়না
গ) উরুগুয়ে
ঘ) সুরিনাম

উত্তর : গ) উরুগুয়ে

2. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

ক - স্তম্ভখ - স্তম্ভ
২.১ স্থানীয় বায়ুi. টিটিকাকা
২.২ বেশি উচ্চতার মেঘii. চিনুক
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদiii. এস্টেনশিয়া
২.৪ পশুচারণভূমিiv. সিরাস

উত্তর :
২.১ স্থানীয় বায়ু → ii) চিনুক

২.২ বেশি উচ্চতার মেঘ → iv) সিরাস

২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ → i) টিটিকাকা

২.৪ পশুচারণভূমি → iii) এস্টেনশিয়া

আরও পড়ো: | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7  । Class 8 Poribesh and bigyan model activity part 7 

আরও পড়ো: | অষ্টম শ্রেণী সাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক [PART 7]  । Class 8 Health and physical education  model activity [পার্ট ৭] 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।
উত্তর : মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ হল -
1. বরফাবৃত অঞ্চল: দুই মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে তাই এখান কার বাতাস শীতল ও ভারী হয়।
2. তীর্যক সূর্য রশ্মি: এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়।তাই বাতাসে জ্বলীয় বাষ্পর পরিমাণ কম ।ফলে অঞ্চলটি উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয় |

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর : দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হল -
(i) আয়তন ও দৈর্ঘ্য: দক্ষিণ আমেরিকার নদীগুলি অধিকাংশ দৈর্ঘ্য এবং আয়তন বিশাল |
(ii) চির প্রবাহী: নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চির প্রবাহী |
(iii) অধিকাংশ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর : প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা এর কারণগুলি নিম্নে আলোচনা করা হল-

কোন স্বল্পপরিসর স্থানে বায়ুর চাপ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় । এই অবস্থায় বাইরের অপেক্ষাকৃত উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল গতিতে পাক খেতে খেতে ছুটে আসে একেই বলে ঘূর্ণবাত।
কিন্তু প্রতীপ ঘূর্ণবাত এর ক্ষেত্রে কোন জায়গার বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় এবং কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয় তখন বাইরে সৃষ্টি হয় নিম্নচাপ ।বায়ু কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায়।

সুতরাং উপরের বর্ণনা থেকে এটা পরিষ্কার যে প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা।

তাছাড়া ঘূর্ণবাতের আবহাওয়া অশান্ত থাকে। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের রোদ্রজ্জল আবহাওয়া লক্ষ্য করা যায।
ঘূর্ণবাতে প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীপ ঘূর্ণবাত কোন ধ্বংস হয় না।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’ – ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।

উত্তর : হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিসমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলো হল—

(i) অনুকূল বৃষ্টিপাত ও উষ্ণতা : নাতিশীতোয় জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্যে কৃষিকাজে উন্নত।

(i) শস্যাবর্তন : শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারা-বছর ধরে ফসল উৎপন্ন হয়।

(iii) জলসেচ : হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে সেচের জলের অভাব হয় না।

(iv) উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি : এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়।


(v) উর্বর মৃত্তিকা : এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়।

(vi) তরঙ্গায়িত সমতল জমি : হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্যে অত্যন্ত উপযোগী।

(vii) ঘনবসতি : অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। তাই শ্রমিকের যেমন অভাব হয় না; তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে।
সুতরাং উপরিউক্ত অনুকূল পরিবেশে জন্য উত্তর আমেরিকা হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতি লাভ করেছে।

আরও পড়ো: |  অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 । Class 8 Poribesh and bigyan model activity part 6 

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.