দশম শ্রেণী জীবন বিজ্ঞান MCQ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (National Achievement survey 2021 Life science) | Class 10 MCQ model activity task physical science এর আজকের পর্বে আমরা রেখেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া দশম শ্রেণির MCQ জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর । তোমরা চাইলে প্রথমে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে তা দেখতে পারবে। নিচে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাতে তোমরা করে মুখস্ত করতে পারো তার জন্য গুছিয়ে লেখা রয়েছে।
মডেল অ্যাক্টিভিটি Class 10 MCQ
💠 দশম শ্রেণী জীবন বিজ্ঞান MCQ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন মডেল অ্যাক্টিভিটি টাস্ক💠
তাহলে চলো শুরু করা যাক : Class 10 MCQ model activity task physical science
প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।
কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
1. নিচের বক্তব্যগুলি পড়ো।
(i) মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।
(ii) উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়।
(iii) হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।
(iv) অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। - দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যটি সঠিক?
A. (i) ও (ii)
B. (ii) ও (iii)
C. (iii) ও (iv)
D. (i) ও (iii)
D. (i) ও (iii)
2. প্রতিবর্ত পথের সঠিক কোনটি?
A. কারক → আজ্ঞাবহ স্নায়ুকোষ → স্নায়ুকেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোষ → গ্রাহক
B. গ্রাহক →আজ্ঞাবহ স্নায়ুকোষ →স্নায়ুকেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোষ→ কারক
C. গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোষ →স্নায়ুকেন্দ্র →আজ্ঞাবহ স্নায়ুকোষ→ কারক
D. কারক →সংজ্ঞাবহু স্নায়ুকোষ→স্নায়ুকেন্দ্র→আজ্ঞাবহ স্নায়কোষ→ গ্রাহক
C. গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোষ →স্নায়ুকেন্দ্র →আজ্ঞাবহ স্নায়ুকোষ→ কারক
3. নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও :
বক্তব্য ১: জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়।
বক্তব্য ২ : জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।
A. বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল
B. বক্তব্য ২ এবং বক্তব্য ১ ভুল
C. বক্তব্য ১ এবং বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২ , বক্তব্য ১ - এর সঠিক ব্যাখ্যা নয়।
D. বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২ , বক্তব্য ১ - এর সঠিক ব্যাখ্যা।
D. বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২ , বক্তব্য ১ - এর সঠিক ব্যাখ্যা।
4. সঠিক জোড়াটি খুঁজে বার করো -
A. হাইড্রা - কোরকোদগম
B. স্পাইরোগাইরা - রেনু উৎপাদন
C. প্লানেরিয়া - বিভাজন
D. অ্যামিবা - পুনরুৎপাদন
A. হাইড্রা - কোরকোদগম
5. নিচের বক্তব্যগুলি পড়ো ।
এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদ ও রক্তচাপ বাড়ায়।
এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন BMR বৃদ্ধি করে।
উপরের কাজগুলো কোন হরমোন এর সঙ্গে সম্পর্কিত ?
A. ইনসুলিন
B. অ্যাড্রিনালিন
C. ইস্ট্রোজেন
D. থাইরক্সিন
D. থাইরক্সিন
6. সঠিক জোড়টি খুঁজে নাও -
A. দ্বিপত্র কপাটিকা - ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে
B. ত্রিপত্র কপাটিকা - বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল
C. আওর্টিক কপাটিকা - নিম্ন মহাশিরা ওর ডান অলিন্দের সংযোগস্থল
D. পালমোনারি কপাটিকা - ডান নিলয় ও ফুসফুসীয় মহাধমনীর সংযোগস্থল
D. পালমোনারি কপাটিকা - ডান নিলয় ও ফুসফুসীয় মহাধমনীর সংযোগস্থল
7. অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি?
A. ট্রিপসিন
B. পেপসিন
C. ইরেপসিন
D. অ্যামাইলেজ
A. ট্রিপসিন
8. নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে।
(i) অগ্রস্থ প্রকটতা ঘটানো এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা
(ii) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা
(iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো
(iv) পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ?
A. (i) ও (iii)
B. (ii) ও (iii)
C. (ii) ও (iv)
D. (i) ও (ii)
C. (ii) ও (iv)
9. একটি বিশুদ্ধ হলুদ যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ যুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে -
A. অর্ধেক মটর গাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটর গাছ সবুজ বীজযুক্ত হবে।
B. সব মটর গাছ সবুজ বীজযুক্ত হবে।
C. ৩/৪ ভাগ মটর গাছ হলুদ বীজ যুক্ত আর ১/৪ ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে।
D. সব মটর গাছ হলুদ বীজযুক্ত হবে।
C. ৩/৪ ভাগ মটর গাছ হলুদ বীজ যুক্ত আর ১/৪ ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে।
10. প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রোম কোনটি?
A. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস → ট্রাকিয়া → ব্রংকিওল → ব্রংকাই → ফুসফুস
B. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস → ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল→ ফুসফুস
C. নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংস → ল্যারিংস → ব্রংকিওল → ট্রাকিয়া→ ব্রংকাই → ফুসফুস
D. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস →ব্রংকাই → ট্রাকিয়া → ব্রংকিওল → ফুসফুস
B. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস → ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল→ ফুসফুস
11. সঠিক খাদ্য শৃংখল টি খুঁজে নাও -
A. ঘাস → ঘাসফড়িং → বাজপাখি → ব্যাঙ
B. দানাশস্য → সাপ → ইঁদুর → বাজপাখি
C. উদ্ভিদ → টিকটিকি → শুয়োপোকা → বাজপাখি
D. ফাইটোপ্লাংটন → জুপ্লাংকটন → মাছ → বক
D. ফাইটোপ্লাংটন → জুপ্লাংকটন → মাছ → বক
12. নিচের বক্তব্যগুলি পড়ো ।
(i) স্কুলে ফাঁকা শ্রেণিকক্ষে আলো পাখার সুইচ বন্ধ রাখা।
(ii) গৃষ্ম কালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া।
(iii) অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো
(iv) দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। - প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণ এর সঙ্গে সম্পর্কিত বক্তব্য গুলি বেছে নাও -
A. (i) , (ii) ও (iii)
B. (ii) , (iii) ও (iv)
C. (i) , (iii) ও (iv)
D. (i) , (ii) ও (iv)
C. (i) , (iii) ও (iv)
13. অভিব্যক্তি সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়?
A. সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তি সাক্ষ্য বহন করে।
B. পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ।
C. মানুষের বহিঃকর্ণের পেশী নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ।
D. সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তি সাক্ষ্য বহন করে।
B. পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ।
14. ডিম্বাশয় : ফল :: ___ : বীজ ।
দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে?
A. দলমন্ডল
B. পরাগধানী
C. ডিম্বক
D. বৃত্তি
C. ডিম্বক
15. উদ্ভিদের কান্ড শাখা-প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো -
A. আলোক অনুকূলবর্তি চলন
B. অভিকর্ষ অনুকূলবর্তি চলন
C. আলোক প্রতিকূলবর্তি চলন
D. জল অনুকূলবর্তি চলন
A. আলোক অনুকূলবর্তি চলন
16. ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও।
কস্তম্ভ | খস্তম্ভ |
---|---|
A. কনীনিকা | (i) বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে |
B. কর্নিয়া | (ii) চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে |
C. রেটিনা | (iii) চোখের উপযোজন এ সাহায্য করে |
D. সিলিয়ারি পেশী | (iv) প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে |
A. A - (iv) , B - (ii) , C - (i) , D- (iii) ,
B. A - (i) , B - (iii) , C - (iv) , D- (ii) ,
C. A - (iii) , B - (iv) , C - (ii) , D- (i) ,
D. A - (ii) , B - (iv) , C - (i) , D- (iii) ,
D. A - (ii) , B - (iv) , C - (i) , D- (iii) ,
17. মানব হৃদপিণ্ড উপস্থিত স্বাভাবিক পেসমেকার
- টি হলো -
A. AV নোড
B. SA নোড
C. পারকিনজি তন্তু
D. হিজের বান্ডিল
B. SA নোড
18. নিচের বক্তব্যগুলি পড়ো ।
(i) প্রাত্যহিক জীবনে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার না করা
(ii) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রূপায়ণ করা
(iii) অনিয়ন্ত্রিতভাবে ভৌম জল ব্যবহার করা
(iv) বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা। - এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে?
A. (i) , (iii) ও (iv)
B. (i) , (ii) ও (iii)
C. (ii) , (iii) ও (iv)
D. (i) , (ii) ও (iv)
D. (i) , (ii) ও (iv)