ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান এর পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতা অধ্যায়ের দ্বিতীয় মক টেস্ট নিয়ে আজকের পর্বে আমরা হাজির হয়েছি । আগের পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতা পর্ব ১ আশা করি তোমাদের ভালো লেগেছে ।
ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায় পার্ট ২
Class VI WBBSE science Chapter 1 Practice problem ( Mock Test )
Mocktest : পরিবেশ ও জীবজগতের পারস্পারিক নির্ভরশীলতাClass VI
Your score: 0/20
1 ফুলের রঙ ও গন্ধে আকৃষ্ট হয়
ছাগল
পতঙ্গ
হরিণ
গরু
ফুলের রং ও গন্ধে আকৃষ্ট হয় পতঙ্গ।
2 ফুলের উপর বসলে মৌমাছি ও প্রজাপতির
গায়ে, পায়ে -
ফুলের বর্জ্যপদার্থ
পরাগরেণু
নোংরা
ফুলের রং লেগে যায়
ফুলের উপর বসলে মৌমাছি ও প্রজাপতির গায়ে, পায়ে পরাগরেণু লেগে যায়।
3 চোর কাটা ফল শিয়ালের গায়ে আটকে
বিস্তার লাভ করে কারণ -
ফলের গায়ে কাঁটার মতো উপাংশ থাকে
ফল আঠালো হয়
ফল গুলি খুবই হালকা
ফলগুলি রঙ্গিন হয়
চোর কাটা শেয়ালের আটকে বংশবিস্তার করে কারণ ফলের গায়ে কাঁটার মতো উপাংশ থাকে।
4 যখন দুটি জীব পারস্পারিক সাহায্যে
বেঁচে থাকে তাকে বলে -
মিথোজীবিতা
পরজীবিতা
মৃতজীবীতা
স্বভোজী
পরস্পরের সাহায্যে বেঁচে থাকা হলো মিথোজীবিতা
5 অ্যাজোলা পানার সঙ্গে মিথোজীবী সম্পর্ক
তৈরি করে -
অ্যানাবিনা
ভাইরাস
প্রোটোজোয়া
কীটপতঙ্গ
কাজল আপানার সঙ্গে মিথোজীবী সম্পর্ককে তৈরি করে অ্যানাবিনা।
6 নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া
থাকে কোন উদ্ভিদে?
স্বর্ণলতা
অ্যাজোলা
সর্পগন্ধা
সিঙ্কোনা
নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে অ্যাজোলা পানায়
7 অ্যাজোলা পানা বাতাসের কোন গ্যাসকে
বেঁধে ফেলতে পারে?
অক্সিজেন
কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন
হাইড্রোজেন
অ্যাজোলা পানা বাতাসের নাইট্রোজেন গ্যাস কে বেঁধে ফেলতে পারে।
8 নাইট্রোজেন জমিতে কি কারণে ব্যবহৃত
হয়?
আগাছা নষ্ট করতে
সার হিসাবে
কীটনাশক হিসাবে
নুন কমাতে
নাইট্রোজেন জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়।
9 পিঁপড়ের মিথোজীবী জীব হলো -
ক্লাউন মাছ
গরু
জাব পোকা
শালিক
পিঁপড়ের মিথোজীবী জীব হলো জাব পোকা।
10 সাগরকুসুম মিথোজীবিতা সম্পর্ক গড়ে
তোলে কার সঙ্গে?
জাব পোকার সঙ্গে
সন্ন্যাসী কাকড়ার সঙ্গে
শাকিলের সঙ্গে
গরুর সঙ্গে
সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার সঙ্গে মিথোজীবিতা সম্পর্ক গড়ে তোলে।
11 ক্লাউন মাছ ও সাগর কুসুম এর সম্পর্ক
হল-
মৃতজীবীতা
মিথোজীবিতা
পরজীবিতা
পরোপকারিতা
ক্লাউন মাছ ও সাগর কুসুম এর সম্পর্ক হল মিথোজীবিতা।
12 যেসব প্রাণী না অন্য প্রাণীদের খাযই
তাদেরকে কি বলে?
তৃণভোজী
পরভোজী
মাংসাশী
সর্বভুক
যেসব প্রাণীর অন্য প্রাণীদের খাই তাদের মাংসাশী প্রাণী বলে।
13 এদের মধ্যে মাংসাশী প্রাণীটি হল -
হরিণ
বনবিড়াল
কাঠবিড়ালি
গরু
বনবিড়াল একটি মাংসাশী প্রাণী।
14 বনবিড়ালের আরেক নাম কি?
শিয়াল
বেজি
চিতাবাঘ
খট্টাস
বনবিড়ালের আরেক নাম খট্টাস।
15 একটি জীব পোষক বা আশ্রয়দাতা জীবের
দেহ থেকে পুষ্টি রস শোষণ করে বেঁচে থাকলে তাকে কি বলে?
মৃতজীবী
মিথোজীবী
পরজীবী
স্বভোজী
পরজীবী জীব আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে।
16 স্বর্ণলতায় কোন পুষ্টি দেখা যায় ?
মিথোজীবী
মৃতজীবী
পরজীবী
পতঙ্গভুক
স্বর্ণলতায় পরজীবী পুষ্টি দেখা যায়।
17 যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে?
ফুসফুসে
লোহিত রক্ত কণিকায়
মস্তিষ্কে
হৃদপিন্ডে
যক্ষার জীবাণু ফুসফুসে বাসা বাঁধে।
18 ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে?
হাড়ে
লোহিত রক্ত কণিকায়
ফুসফুসে
যকৃতে
ফিতাকৃমি যকৃতে বাসা বাঁধে।
19 প্রদত্ত কোনটি মিথোজীবী সম্পর্কের
উদাহরণ নয়?
গরু ও গোবক
সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া
মানুষ ও ফিতা কৃমি
পিঁপড়ে ও জাব পোকা
মানুষ ও ফিতাকৃমি মিথোজীবী সম্পর্কের উদাহরণ নয়।
20 ছত্রাক হলো -
স্বভোজী
পরভোজী
মৃতজীবী
মিথোজীবী
ছত্রাক হলো মৃতজীবী।
আশা করি এই Class 6 science chapter 1 practice problem part 2 wbbse - তোমাদের ভালো লেগেছে । ভালো লাগলে বন্ধু - বান্ধব দের সাথে শেয়ার কোরো । কোন মক টেস্ট চাও টা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না যেন।