নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3 | Class 9 wbbse life science Chapter 1 practice problem mock test

নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3 | Class 9 wbbse life science Chapter 1 practice problem mock test

 নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার   বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3 নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। এর আগে আমরা পর্ব ১ ও পর্ব ২ নিয়ে আলোচনা করেছি যা তোমাদের খুবই পছন্দ হয়েছে ।

নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার   বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3


নবম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার   বৈচিত্র্য মক টেস্ট পর্ব 3

Class 9 wbbse life science Chapter 1 practice problem mock test [Part 3]

নবম শ্রেণী - জীবনবিজ্ঞান

অধ্যায় - জীবন ও তার   বৈচিত্র্য

0/30
1 মাংসল পদ, ম্যান্টল বা পেলিয়াম প্রকৃতি বৈশিষ্ট্য গুলি যে পর্বে দেখা যায় সেটি হল -
একাইনোডার্মাটা
মোলাস্কা
আর্থোপোডা
অ্যানিলিডা
মাংসল পদ, ম্যান্টল বা পেলিয়াম প্রকৃতি বৈশিষ্ট্য গুলি মোলাস্কা পর্বের দেখা যায়।
2 ব্যালানোগ্লসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত?
হেমিকর্ডাটা
স্টোমোকর্ডাটা
কর্ডাটা
A ও B উভয়
ব্যালানোগ্লসাস নামক প্রাণীটি হেমিকর্ডাটা পর্বের অন্তর্গত।
3 সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীদের?
প্লাটিহেলমিনথিস
আসকেলমিনথিস
অ্যানিলিডা
আর্থ্রোপোডা
সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় আসকেলমিনথিস পর্বের প্রাণীদের।
4 চিরুনি প্লেট বা কম্বপ্লেট দেখা যায়
নিডারিয়া পর্বে
টিনোফোরা পর্বে
মোলাস্কা পর্বের
পতঙ্গ শ্রেণীতে
চিরুনি প্লেট বা কম্বপ্লেট দেখা যায় টিনোফোরা পর্বে।
5 কর্ডাটা পর্বের অন্তর্গত কোন উপপর্বের আরেক নাম টিউনিকেটা?
হেমিকর্ডাটা
ইউরোকর্ডাটা
সেফালোকর্ডাটা
ক্রেনিয়েটা
কর্ডাটা পর্বের অন্তর্গত ইউরোকর্ডাটা উপপর্বের আরেক নাম টিউনিকেটা।
6 সার্ধত্রিপ্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায় কোন শ্রেণীতে?
কনড্রিকথিস
অস্ট্রিকথিস
রেপটিলিয়া
আম্ফিবিয়া
রেপটিলিয়া শ্রেণীতে সার্ধত্রিপ্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায়।
7 স্তন্যপায়ী প্রাণীদের উদরগহ্বর ও বক্ষগহ্বর এর মাঝখানের ব্যবধায়ক পর্দা হলো -
প্লুরা
পেরিকার্ডিয়াম
ডায়াফ্রাম
পেরিটোনিয়াম
স্তন্যপায়ী প্রাণীদের উদরগহ্বর বক্ষগহ্বর এর মাঝখানের ব্যবধায়ক পর্দা হলো ডায়াগ্রাম।
8 যে মেরুদন্ডী প্রাণীদের সুস্পষ্ট গ্রীবা ও বহিঃকর্ণ থাকে না তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
আম্ফিবিয়া
রেপটিলিয়া
ম্যামালিয়া
অ্যাভিস বা পক্ষী
এমপিবিএস শ্রেণীর প্রাণীদের সুস্পষ্ট গ্রীবা ও বহিঃকর্ণ থাকে না।
9 চোয়াল বিহীন মেরুদন্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হলো -
অ্যাগনাথা
ন্যাথোস্টোমাটা
অস্টিকথিস
কনড্রিকথিস
চোয়াল বিহীন মেরুদন্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হলো অ্যাগনাথা।
10 লিনিয়ান হায়ারার্কি এর মূল স্তর হল -
5 টি
10 টি
7 টি
14 টি
লিনিয়ান হায়ারার্কি এর মূল স্তর হল 7 টি।
11 ছত্রাক বা ফাংগির কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত?
কাইটিন দ্বারা
সেলুলোজ দ্বারা
গ্লাইকোজেন দ্বারা
হেমিসেলুলোজ দ্বারা
ছত্রাক বা ফাংগির কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত।
12 তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল দেখা যায় -
অস্টিকথিস শ্রেণীর মাছে
কনড্রিকথিস শ্রেণীর মাছে
অ্যাম্ফিবিয়াতে
রেপটিলিয়াতে
তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল অস্টিকথিস শ্রেণীর মাছে দেখা যায়।
13 চঞ্চু, ডানা, পালক ও হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদন্ডী প্রাণীদের বৈশিষ্ট্য?
রেপটিলিয়া
অ্যাভিস
ম্যালেরিয়া
পিসিস
চঞ্চু, ডানা, পালক ও হালকা অস্থি অ্যাভিস শ্রেণীর মেরুদন্ডী প্রাণীদের বৈশিষ্ট্য?
14 নিচের কোনটি একটি চোয়াল বিহীন প্রাণীর উদাহরণ?
ল্যামপ্রে
হ্যাগফিশ
ল্যামপ্রে ও হ্যাগফিশ উভয়
কোনোটিই নয়
ল্যামপ্রে ও হ্যাগফিশ উভয় চোয়াল বিহীন প্রাণীর উদাহরণ।
15 কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কি?
নোটোকর্ডের উপস্থিতি
নার্ভকর্ডের উপস্থিতি
গলবিলীয় ফুলকা ছিদ্র
সবকটি
উপরের সবকটি কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য।
16 মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতি হলো -
Homo Sapiens
Homo Sapiens
Homo sapiens
Homo sapiens
মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতিটি হলো Homo sapiens
17 দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে বর্ণনা সর্বপ্রথম কোন গ্রন্থে দেওয়া হয়?
দ্য প্ল্যান্টস
সিস্টেমা ন্যাচুরি
স্পিসিজ প্লান্টারাম
জেনেরা প্লান্টারাম
দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে বর্ণনা সর্বপ্রথম স্পিসিজ প্লান্টারাম গ্রন্থে দেওয়া হয়।
18 কত বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল?
150 কোটি বছর আগে
250 কোটি বছর আগে
270 কোটি বছর আগে
370 কোটি বছর আগে
370 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল।
19 ভিন্ন গ্রহ থেকে আসা মানুষ বা অন্য জীব পৃথিবীতে এসেছিল - এই মতের প্রবক্তা কে?
হ্যালডেন
ওপারিন
দানিকেন
উরে ও মিলার
ভিন্ন গ্রহ থেকে মানুষ বা অন্য জীব পৃথিবীতে এসেছিল - এই মতের প্রবক্তা হলেন দানিকেন।
20 উরে ও মিলার তাদের পরীক্ষার জন্য কোন গ্যাসগুলি আবদ্ধ ফ্লাস্কে নিয়েছিলেন?
অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প, হাইড্রোজেন
অক্সিজেন, অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড
অক্সিজেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া
জলীয় বাষ্প, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড
উরে ও মিলার তাদের পরীক্ষার জন্য অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প ও হাইড্রোজেন গ্যাস আবদ্ধ ফ্লাস্কের ভিতরে নিয়েছিল।
21 নিচের কোন মাছের টিনয়েড আঁশ থাকে?
রুই
কাতলা
ভেটকি
কোনোটিই নয়
ভেটকি মাছের টিনয়েড আঁশ থাকে।
22 নিচে উল্লেখিত কাদের চর্মে শক্ত বর্ম দেখা যায়?
গিরগিটি
কুমির
সোনা ব্যাঙ
কচ্ছপ
কুমিরের চর্মে শক্ত বর্ম দেখা যায়।
23 RBC ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত কোন শ্রেণীর প্রাণীর রক্তে?
অ্যাম্ফিবিয়া
রেপটিলিয়া
ম্যামালিয়া
অ্যাভিস
RBC ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত হয় রেপটিলিয়া শ্রেণীর প্রাণীদের রক্তে।
24 কোন পর্বের প্রাণীদের পুঞ্জাক্ষি দেখা যায়?
আর্থোপোডা
মোলাস্কা
নিমাটোডা
কর্ডাটা
আর্থোপোডা পর্বের প্রাণীদের পুঞ্জাক্ষি দেখা যায়।
25 প্ল্যানেরিয়া কোন পর্বের প্রাণী?
নিমাটোডা
অ্যানিলিডা
প্লাটিহেলমিনথিস
মোলাস্কা
প্ল্যানেরিয়া হল প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
26 কোন পর্বের প্রাণীদের শরীরে নিডোব্লাস্ট কোষ থাকে?
পরিফেরা
নিডেরিয়া
টিনোফোরা
কর্ডাটা
নিডেরিয়া পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ দেখা যায়।
27 কোন পর্বের প্রাণীদের প্রতীপ রূপান্তর দেখা যায়?
ইউরোকর্ডাটা
সেফালোকর্ডাটা
হেমিকর্ডাটা
কোনোটিই নয়
ইউরোকর্ডাটা কর্ডাটা পর্বের প্রাণীদের প্রতীপ রূপান্তর দেখা যায়।
28 কাদের লেজের পাখনা হেটেরোসারকাল প্রকৃতির?
হাঙ্গর
রুই
কাতলা
ইলিশ
হাঙ্গরের লেজের পাখনার হেটারোসারকাল প্রকৃতির।
29 বহিঃকর্ণ বা পিনা অনুপস্থিত থাকে কাদের দেহে?
বিড়াল
তিমি
হাতি
বাঘ
তিমি মাছের দেহে বহিঃকর্ণ বা পিনা অনুপস্থিত থাকে।
30 পটকা উপস্থিত থাকে কার দেহে?
করাত মাছ
হাঙ্গর মাছ
রুই মাছ
সবকটি
রুই মাছের দেহে পটকা উপস্থিত থাকে।

আরও দেখঃ নবম শ্রেণী জীবনবিজ্ঞান মক টেস্ট দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর পর্ব ১

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.