বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[ প্রশ্ন উত্তর ] ক্লাস সিক্স পরিবেশ অধ্যায় ২ | আমাদের চারপাশের ঘটনা সমূহ

[ প্রশ্ন উত্তর ] ক্লাস সিক্স পরিবেশ অধ্যায় ২ | আমাদের চারপাশের ঘটনা সমূহ । Class 6 Poribesh O bigyan কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুড়োর দহন দ্রুত

তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর খুজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছ। এই পোস্টে আমরা ক্লাস সিক্সের আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় : "আমাদের চারপাশের ঘটনা সমূহ" - এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।

c6-poribesh-ch1-qna


1. সঠিক উত্তরটি নির্বাচন করো: প্রশ্নমান - 1
(i)যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন, তা হলো —
(a) জল ফুটে বাষ্প হওয়া / (b) মোম গলে যাওয়া / (c) কর্পূর উবে যাওয়া / (d) লোহায় মরচে ধরা
উত্তর : লোহায় মরচে ধরা
(অনুরূপ প্রশ্ন)প্রদত্ত যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো:
(a) কাগজ পোড়ানো / (b) লোহাকে চুম্বকে পরিণত করা / (c) কর্পূরের উবে যাওয়া / (d) বরফ গলে যাওয়া ইয়া ক
উত্তর : কাগজ পোড়ানো
(ii)যে পরিবর্তনটি ভৌত পরিবর্তন, t তা হলো:
(a) কাগজ পুড়ে যাওয়া / (b) পোড়া চুন থেকে কলিচুন তৈরি / (c) জল ফুটে বাষ্প হওয়া / (d) লোহায় মরচে ধরা
উত্তর : জল ফুটে বাষ্প হওয়া
(অনুরূপ প্রশ্ন)প্রদত্ত যেটি ভৌত পরিবর্তন চা চিহ্নিত করো:
(a) খাবার হজম হওয়া / (b) দুধ থেকে দই তৈরি হওয়া / (c) হলুদ গুড়োই চুন জল দেওয়া / (d) ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া
উত্তর : ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া
(iii)কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় তার চিহ্নিত করো:
(a) ঋতু পরিবর্তন / (b) জোয়ার ভাটা / (c) হঠাৎ বন্যা হওয়া / (d) পূর্ণিমা
উত্তর : হঠাৎ বন্যা হওয়া
(iv)কৃষি ক্ষেত্রের সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো
(a) নুন / (b) ম্যালাথিয়ন / (c) কার্বারিল / (d) ইউরিয়া
উত্তর : ইউরিয়া
2. শূন্যস্থান পূরণ করো: প্রশ্নমান - 1
(i)কোন কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরো গুলির উপরে তলের মোট ক্ষেত্রফল বড়টির উপরের তলের ক্ষেত্রফল এর তুলনায় _____ যায়।
উত্তর : বেড়ে
(ii)পিতলের বাসনে সবুজ সব ধরা একটি _____ পরিবর্তন।
উত্তর : রাসায়নিক
3. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে X চিহ্ন দাও প্রশ্নমান - 1
(i)ভূমিকম্প ও হড়পা বান পর্যাবৃত্ত ঘটনা।
উত্তর : ভুল X
কারণ: ভূমিকম্প ও হড়পা বান ও অপর্যাপৃত্ত ঘটনা।
(ii)জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভমুখি পরিবর্তন।
উত্তর : ঠিক ✓
(iii)জলে অ্যাসিড মেশানো হলে তা ভৌত পরিবর্তন।
উত্তর : ভুল X
কারণ: জলে অ্যাসিড মেশানো হলে তা রাসায়নিক পরিবর্তন।
(iv)কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়।
উত্তর : ঠিক ✓
4. সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান - 1
(i)একটি উভুমুখী পরিবর্তনের উদাহরণ দাও
উত্তর : মোম গলানো একটি উভমুখী পরিবর্তন। এছাড়াও বরফ গলে জল হওয়া একটি পরিবর্তন।
5. একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রশ্নমান - 2
(i)সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন?
উত্তর : সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় রাখলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। এতে ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছোপ ধরে।
(ii)গরমকালে শিশির জমে না কেন?
উত্তর : শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং  গাছের পাতা বা টিনের চালে শিশির তৈরি করে। কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয় ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারেনা তাই শিশির জমে না।
(iii)শষ্য ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরের ক্ষতি করতে পারে?
উত্তর : শস্যক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ে। ওই জলাশয়ে মাছ ও পানীয়ের সঙ্গেও এই রাসায়নিক পদার্থ গুলো মানুষের শরীরে শরীরে ঢুকে পড়ে। এই রাসায়নিক মানুষের দেহের নানান অঙ্গ যেমন - যকৃৎ, মস্তিষ্ক, হৃদপিন্ড ও ফুসফুস ইত্যাদিতে জমা হয়। এতে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব পরে।
(iv)এমন একটি পরীক্ষার কথা লেখ যার সাহায্যে বোঝা যেতে পারে যে, লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ।
উত্তর : লোহার মরচে এর কাছে চুম্বুক নিয়ে গেলে দেখা যাবে তা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। কিন্তু লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। পরীক্ষা থেকে বোঝা যায় লোহা এবং তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ নয়।
(v)ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখ।
উত্তর :
ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন
1. ভৌত পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় না।1. রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয়।
2. ভৌত পরিবর্তন উভমুখী প্রকৃতির।2. রাসায়নিক পরিবর্তন একমুখী প্রকৃতির।
3. ভৌত পরিবর্তন অস্থায়ী।3. ভৌত পরিবর্তন স্থায়ী।
(vi)ভৌত পরিবর্তন এর তিনটি উদাহরণ দাও।
উত্তর : ভৌত পরিবর্তন এর তিনটি উদাহরণ :
◽ মোম গলানো। ◽ জল জমে বরফ হওয়া। ◽ রাস্তার পিচ গলে যাওয়া।
(vii)কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুড়োর দহন দ্রুত হয় কেন ব্যাখ্যা করো।
উত্তর : কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুড়োর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বিক্রিয়া দ্রুত হয়। তাই তাড়াতাড়ি দহন ঘটে।
(অথবা)বড় ডেলার চেয়ে গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে কেন?
উত্তর : বড় ডেলার চেয়ে গুড়ো ধুনোর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বিক্রিয়া দ্রুত হয়। তাই তাড়াতাড়ি জ্বলে ওঠে।
(viii)রাসায়নিক পরিবর্তনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : ভৌত পরিবর্তন এর তিনটি উদাহরণ : ◽ কয়লা পোড়ানো।
◽ লোহায় মরচে পড়া।
◽ দুধ থেকে দই হওয়া।
(ix)দুটি গ্লাসে সমান ভরের মার্বেল রাখা হলো। প্রথম গ্লাসের টুকরো গুলি বড়, আর দ্বিতীয় গ্লাসের টুকরো গুলি খুব ছোট। এবারে দুটি গ্লাসেই সমান পরিমাণ লঘু অ্যাসিড দেওয়া হলে কোন গ্লাসটা থেকে তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখবে? কেন এমন হবে ব্যাখ্যা দাও।
উত্তর : দ্বিতীয় গ্লাস থেকে তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে।
◽ দ্বিতীয় ক্লাসের টুকরো গুলি খুব ছোট বলে তাদের উপরিতলের ক্ষেত্রফল প্রথম গ্লাসের টুকরোর চেয়ে বেশি। ক্ষেত্রফল বেশি হওয়ায় বেশি পরিমাণ লঘু অ্যাসিডের সংস্পর্শে আসবে। তাই বিক্রিয়াও দ্রুত ঘটবে। দ্রুত বিক্রিয়া ঘটার জন্য তাড়াতাড়ি গ্যাস বুদবুদ আকারে বেরোবে।
(x)তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
উত্তর : তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়। এই তাপে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। এই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
(xi)কোন একটা পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে?
উত্তর : রাসায়নিক পরিবর্তন ঘটলে নিচের ঘটনাগুলো দেখে বা অনুভব করে বোঝা যেতে পারে:
(1) গন্ধ উৎপন্ন হতে পারে।
(2) পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে।
(3) প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে।
(4)শব্দ উৎপন্ন হতে পারে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.