Class 10 model activity task Physical science part 7 new 2021 বা দশম শ্রেণির ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ 2021 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব।
Class 10 model activity task Physical science part 7
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
ক্লাস টেন ফিসিক্যাল সাইন্স
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ আধানের SI একক হলো –
(ক) ওহম
(খ) অ্যাম্পিয়ার
(গ) ভোল্ট
(ঘ) কুলম্ব
উত্তর: আধানের SI একক হলো – (ঘ) কুলম্ব
১.২ ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) দ্বিগুণ হবে
(খ) চারগুণ হবে
(গ) ছয়গুণ হবে
(ঘ) আটগুণ হবে।
উত্তর: ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –(খ) চারগুণ হবে।
১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –
(ক) ইলেকট্রন
(খ) শুধু ক্যাটায়ন
(গ) শুধু অ্যানায়ন
(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।
উত্তর: গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে – (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ স্থির উন্নতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি।
উত্তর : বিবৃতিটি মিথ্যা।
২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।
উত্তর: বিবৃতিটি মিথ্যা।
২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউল্লিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।
উত্তর: বিবৃতিটি সত্য।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।
উত্তর : ওহমের সূত্রের গাণিতিক রূপ : V=IR
এখানে, দুই প্রান্তের বিভব প্রভেদ = V, ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা = I এবং পরিবাহীর রোধ = R ।
এখানে নির্দিষ্ট শর্তে X অক্ষ বরাবর বিভব-প্রভেদ এবং Y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহমাত্রাকে প্রকাশ করে লেখচিত্র অঙ্কন করলে OP একটি মূলবিন্দুগামি লেখচিত্র পাওয়া যায়। লেখচিত্রটি সরলরেখা। এই লেখচিত্রকে পরিবাহীর বৈশিষ্ট্য লেখ বলা হয়।
৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
উত্তর: ইলেকট্রিক ফিউজ এর কার্যনীতি: ফিউজ তারের গলনাঙ্ক খুব কম কিন্তু রোধ অনেক বেশি হয়। ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এর গলনাঙ্ক কম হওয়ায় ফিউজ তার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। তড়িৎ প্রবাহমাত্রা ওই নির্দিষ্ট সীমার বেশি হলেই ফিউজ তারের যে তাপ উৎপন্ন হয় সেই তাপে ফিউজ তার গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এভাবে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার সাথে সাথেই মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো বেঁচে যায়।
৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V-100W এর অর্থ ব্যাখ্যা করো।
উত্তর : বাল্বের গায়ে লেখা থাকে 220V-100W । এর অর্থ হলো বাতিটিকে 220 ভোল্ট বিভব-প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনের দুই প্রান্তে যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জন তড়িৎ শক্তি খরচ করবে এবং বাতিটি সর্বোচ্চ উজ্জলতা সহ জ্বলবে।
৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো।
উত্তর :
বিষয় | নাম | সংকেত |
---|---|---|
তীব্র তড়িৎ বিশ্লেষ্য | সোডিয়াম ক্লোরাইড | NaCl |
মৃদু তড়িৎ বিশ্লেষ্য | অ্যাসিটিক অ্যাসিড | CH3COOH |
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ শক্তির নিত্যতা সুত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।
উত্তর : শক্তির নিত্যতা সূত্র কে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা: লেঞ্জের সূত্র অনুযায়ী , তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িচ্চালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে অর্থাৎ কুন্ডলীর কাছে চুম্বক নিয়ে গেলে আবিষ্ট তড়িচ্চালক বল এই গতিকে বাধা দেবে। আবার চুম্বককে দূরে নিয়ে গেলেও গতিকে বাধা দেবে। ফলে চুম্বক বা কুণ্ডলী যেকোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এই কার্য তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তির সংরক্ষণ নীতি বজায় রাখবে। এইভাবে আমরা শক্তির নিত্যতা সূত্র রূপের লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করতে পারি।
৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো (Zn = 65.5, O = 16, S = 32, H=1) ।
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ:
Zn + H2SO4 = ZnSO4 + H2
2 g H2 প্রস্তুত করতে 65.5 g জিংক প্রয়োজন।
∴ 1 g H2 প্রস্তুত করতে g জিংক প্রয়োজন।
∴ 5 g H2 প্রস্তুত করতে = ×5 g জিংক প্রয়োজন।
= 163.75 গ্রাম সম্পূর্ণ বিশুদ্ধ জিংক প্রয়োজন।
50% বিশুদ্ধতা = অংশ = অংশ বিশুদ্ধতা।
অর্থাৎ 5 g H2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধ জিংকের প্রয়োজন হবে = গ্রাম = 327.5 গ্রাম।