ষষ্ঠ শ্রেণী অংক কষে দেখি 1.1 | Class VI Kose dekhi 1.1 | ক্লাস সিক্স প্রথম অধ্যায় সরল অঙ্ক গণিতপ্রভা সমাধান

ষষ্ঠ শ্রেণী অংক কষে দেখি ১.১ | Class VI Kose dekhi 1.1 | ক্লাস সিক্স প্রথম অধ্যায় সরল অঙ্ক গণিতপ্রভা সমাধান । ষষ্ঠ শ্রেণির সরল অংক সমাধান

ষষ্ঠ শ্রেণির কষে দেখি 1.1 সরল অংক এর সমাধান নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। তোমাদের অংক বই গণিতপ্রভা এর পৃষ্ঠা নং4 এর  কষে দেখি 1.1 এর সমাধান ।


ষষ্ঠ শ্রেণির অংক কষে দেখি 1.1 সরল অংক সমাধান

1.(A) প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি -

(a) 20 + 8 ÷ ( 4 - 2 )

= 20 + 8 ÷ 2

= 20 + 4

= 24

1.(b) ( 20 + 8 ) ÷ ( 4 - 2 )

= 28 ÷ 2

= 14

(c) ( 20 - 8 ) (4 - 2 )

= 12 এর 2

= 24

(d) 20 - 8 ( 4 - 2 )

= 20 - 8 এর 2

= 20 - 8 × 2

= 20 - 16

= 4

(e)  ( 20 + 8 ) ÷ 4 - 2

= 28 ÷ 4 - 2

= 7 - 2

= 5

1. (B) 12, 6, 3 ও 1 দিয়ে নিজে এইরকম সরল অংক তৈরি করি ও কী মান পাই দেখি । 

সমাধান : {(12 × 6 ) - 1 } × 3

= { 72 - 1 } × 3

= 71 × 3

 = 213


2 . সরল অংক গুলির মান নির্ণয় করি -  

(a) 256 ÷ 16 ÷ 2 ÷ 18 ÷ 9 × 2

= 256 ÷ 8 ÷ 2 × 2

= 32 ÷ 2 × 2

= 16 × 2

= 32


(b) ( 72 ÷ 8 × 9 ) - ( 72 ÷ 8 এর 9 )

= ( 9 × 9 ) - ( 72 ÷ 72 )

= 81 - 1

= 80

(c) 76 - 4 - [ 6 + { 19 - ( 48 - 57 - 17 )}]

= 76 - 4 - [ 6 + { 19 - (48 - 40 )}]

= = 76 - 4 - [ 6 + { 19 - 8 }]

= 76 - 4 - [ 6 + 11 ]

= 76 - 4 - 17

= 72 - 17

= 55

আরো পড়: ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট প্রথম অধ্যায়

(d) { 25 × 16 ÷ ( 60 ÷ 15 ) - 4 × ( 77 - 62 )} ÷ ( 20 × 6 ÷ 3 )

= { 25 × 16 ÷ 4 - 4 × 15} ÷ ( 20 × 6 ÷ 3 )

= { 25 × 16 ÷ 4 - 4 × 15} ÷ ( 120 ÷ 3 )

= { 400 ÷ 4 - 4 × 15} ÷ 40

= { 100 - 4 × 15} ÷ 40

= { 100 - 60 } ÷ 40

= 40 ÷ 40

= 1

উপরে ক্লাস সিক্স কষে দেখি 1.1 এর সমাধান গুলি আরো ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি তোমরা দেখতে পারো।



(e) [ 16 ÷ { 42 - 38 + 2 }] 12 ÷ ( 24 ÷ 6 ) × 2 + 4

= [ 16 ÷ { 42 - 40 }] 12 ÷ 4 × 2 + 4

= [ 16 ÷ 2 ] 12 ÷ 4 × 2 + 4

= 8 এর 12 ÷ 4 × 2 + 4

= 8 × 12 ÷ 4 × 2 + 4

= 96 ÷ 4 × 2 + 4

= 24 × 2  + 4

= 48 + 4

= 52

(f) 4 × [ 24 - {( 110 - 11 +3 × 4 ) ÷ 9}] ÷ 2 এর 9

= 4 × [ 24 - {( 110 - 14 × 4 ) ÷ 9}] ÷ 2 এর 9

= 4 × [ 24 - {( 110 - 56 ) ÷ 9}] ÷ 2 এর 9

= 4 × [ 24 - {54 ÷ 9}] ÷ 2 এর 9

= 4 × [ 24 - 6 ] ÷ 2 এর 9

= 4 × 18 ÷ 2 এর 9

= 4 × 18 ÷ 18

= 4 × 1

= 4

(g) 200 ÷ [ 88 - {( 12 × 13 ) - 3 × (40 - 9 )}]

= 200 ÷ [ 88 - {156 - 3 × 31}]

= 200 ÷ [ 88 - {156 -93}]

= 200 ÷ [ 88 - 63 ]

= 200 ÷ 25

= 8

(h) ( 987 - 43 + 25 ) - 10 [ 5 + {( 999 ÷ 9 × 3 ) + ( 8 × 9 ÷ 6 ) 4}]

= ( 987 - 68 ) - 10 [ 5 + {( 999 ÷ 27 ) + (72 ÷ 6 ) 4}]

= 919 - 10 [ 5 + { 37 + 12 এর 4}]

= 919 - 10 এর [ 5 + { 37 + 48}]

= 919 - 10 এর [ 5 + 85]

= 919 - 10 এর 90

= 919 - 900

= 19

3. গল্প লিখি ও কষে দেখি - 

(a) ( 12 - 2 ) ÷ 2

কথায় গল্প লিখি : আমার কাছে 12 টাকা ছিল। তা থেকে আমি ছোট বোনকে 2 টাকা দিলাম ।বাকি সমস্ত টাকা দিয়ে আমি দুটি একই দামের কলম কিনলাম। প্রত্যেক কলমের মান কত হিসাব করে লিখি। 

( 12 - 2 ) ÷ 2

= 10 ÷ 2

= 5 

উঃ প্রত্যেক কলমের দাম 5 টাকা করে।

(b)  { 90 - ( 48 - 21 )} ÷ 7

কথায় গল্প লিখি - আমার কাছে 90 টাকা ছিল। অই টাকা থেকে আমি একটি দোকান থেকে একটি খেলনা কিনলাম। খেলনাটির ধার্যমুল্য 48 টাকা। দোকানদার আমাকে 21 টাকা ছাড় দিলেন। বাকি টাকার আমি 7 টি একই দামের খাতা কিনে নিলাম। প্রত্যেক খাতার দাম কত হিসেব করে লিখি।

= { 90 - ( 48 - 21 )} ÷ 7

= { 90 - 27 } ÷ 7

= 63 ÷ 7

= 9

উঃ - প্রত্যেক খাতার দাম 9 টাকা ।

আরো পড়: ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

4. রাজদীপের বাবা তাদের পেয়ারাবাগান থেকে 125 টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের দুই ভাই-বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি।

গনিতের ভাষায় : 

[( 125 × 2 ) - {( 5 × 2) + (20  × 2)}] ÷ 2

= [250 - {10 + 40 }] ÷ 2

= [250 - 50 ] ÷ 2

= 200 ÷ 2

= 100

উঃ - রাজদীপ 100 টাকা পেল ।


Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.