Class 6 geography Model activity 2022 part 1 | ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 2022 জানুয়ারি । সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন

Class 6 geography Model activity 2022 part 1 | ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 2022 জানুয়ারি । সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ

ষষ্ঠ শ্রেণির ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 2022 জানুয়ারি - এর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 6 model activity geography part 1 2022 January - এর এই পর্বে আমরা কিছু উত্তর একটু ডিটেইলস- এ লিখেছি আশা করি তোমাদের ভালো লাগবে।

Class 6 geography Model activity 2022 part 1


ষষ্ঠ শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 2022

পরিবেশ ও ভূগোল

পূর্ণমান : ২০




১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৩=৩

১.১ সূর্যের আলোয় আলোকিত হয় না –

(ক) বুধ

(খ) চাঁদ

(ঘ) বৃহস্পতি।

(গ) প্রক্সিমা সেনটাউরি

উত্তর: (গ) প্রক্সিমা সেনটাউরি


১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল –

(ক) ছায়াপথ

(খ) নীহারিকা

(গ) ধূমকেতু

(ঘ) উল্কা

উত্তর: (খ) নীহারিকা


১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো

(ক) বুধ

(খ) শুক্র

(গ) মঙ্গল

(ঘ) পৃথিবী।

উত্তর: (খ) শুক্র


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১×২=২

 ২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলো —— ।

 উত্তর: প্লুটো।

২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে —— গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

উত্তর: বৃহস্পতি ।


২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :। ১×৩=৩

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.২.১ আকাশগঙ্গা১. সেরেস
২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে২. ছায়াপথ
২.২.৩ বৃহত্তম গ্রহাণু৩. চাঁদ


উত্তর:

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.২.১ আকাশগঙ্গা২. ছায়াপথ
২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে৩. চাঁদ
২.২.৩ বৃহত্তম গ্রহাণু১. সেরেস


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×২=8

৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?

উত্তর: সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ বা সৌর ঝড়  হলে প্রচুর পরিমাণে আয়নিত উচ্চ তড়িৎ চুম্বকীয় কণা গ্যাস ও রশমি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই উচ্চশক্তিসম্পন্ন আয়নিত কনা আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সান্নিধ্যে আসলে, ম্যাগনেটোস্ফিয়ারে শক্তিশালী তড়িৎ চুম্বকীয় স্রোত তৈরি করতে পারে। এতে উপরের স্তরে থাকা কৃত্রিম উপগ্রহ গুলি প্রভাবিত হয় । আর আমাদের টেলিকমিউনিকেশনের জন্য এই উপগ্রহগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টেলিকমিউনিকেশন ব্যবস্থা ও প্রভাবিত হয় এই সময়।


৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হলো – 

(i) ধুমকেতুর দেখতে ঝাঁটার মত লেজ থাকে।

(ii) সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি সৃষ্টি হয়।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩

গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

বৈশিষ্ট্যগ্রহ নক্ষত্র
(i) নিজস্ব আলোগ্রহের নিজস্ব আলো নেই।নক্ষত্রের নিজস্ব আলো আছে।
(ii) আকারগ্রহরা আকারে তুলনামূলকভাবে নক্ষত্রের চেয়ে ছোট হয়।নক্ষত্ররা আকারে তুলনামূলকভাবে গ্রহদের চেয়ে বড় হয়।
(iii) প্রদক্ষিণকালগ্রহ , নক্ষত্র কে প্রদক্ষিণ করে।নক্ষত্র, গ্রহকে প্রদক্ষিণ করে না।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর: আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। সূর্য হলো মাঝারি হলুদ নক্ষত্র যারা আয়ু প্রায় এক হাজার কোটি বছর। সূর্য আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড় এবং প্রায় পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্য তৈরি হয়েছে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে। এছাড়াও সামান্য পরিমাণে অক্সিজেন, কার্বন ও নিয়ন রয়েছে সূর্য তে। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সূর্য ও সৌরজগৎ। 

সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রী সেন্টিগ্রেড এবং ভিতরের দিকের উষ্ণতা প্রায় দেড় কোটি ডিগ্রী সেন্টিগ্রেড। সূর্য রশ্মির 200 কোটি ভাগের মাত্র একভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল। এগুলোকে সৌর কলঙ্ক বলে। সূর্যের বাইরের অংশকে করোনা বলে। এখানে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত উচ্চ তড়িৎ সম্পন্ন কণা ও গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌর ঝড় বলে। পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল সূর্য।

আরও ভালোভাবে উত্তর গুলো বোঝার জন্য নিচের ভিডিও গুলো দেখতে পারো । কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারো ।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.