পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 পার্ট ৭ | ক্লাস ফাইভ পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 পার্ট 7 | class 5 poribesh o bigyan model activity task 2021 part 7

পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 পার্ট ৭| ক্লাস ফাইভ মডেল টাস্ক | class 5 poribesh o bigyan model activity task 2021 part 7

 পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 পার্ট ৭|  ক্লাস ফাইভ  মডেল টাস্ক  |  class 5 poribesh o bigyan model activity task 2021 part 7

 Class 5 Model activity task Amader paribesh Part 7 october 2021

পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক


class 5 poribesh o bigyan model activity task 2021 part 7


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন -

ক) বাঘা যতীন

খ) সূর্য সেন

গ) ভগৎ সিং

ঘ) নেতাজি সুভাষচন্দ্ৰ

উত্তর: আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন - (ঘ) নেতাজি সুভাষচন্দ্ৰ।


১.২ মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো -

ক) জাল

খ) পোলো

গ) ছিপ

ঘ) ঘুনি

উত্তর : মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো - (গ) ছিপ।


১.৩ রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো -

ক) চা

খ) তুঁত

গ) আনারস

ঘ) পাট।

উত্তর: রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো - (খ) তুঁত ।


২. ঠিক বাক্যের পাশে √ আর ভুল বাক্যের পাশে x চিহ্ন দাও :


২.১ সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত।

উত্তর: বিবৃতিটি সত্য (√)


২.২ বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন।

উত্তর: বিবৃতিটি সত্য (√)


২.৩ ন্যাদোশ একটি সহজলভ্য নদীর মাছ।

উত্তর: বিবৃতিটি মিথ্যা (x)

আরও দেখঃ  ফাইভ পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি 2021 পার্ট 7 | class 5 poribesh o bigyan model activity task 2021 part 7

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয়?

উত্তর: পশ্চিমবঙ্গের উত্তরের বিভিন্ন জেলা যেমন:  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরদিনাজপুর প্রভৃতি জেলায় চা এর চাষ হয়।


৩.২ হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটো কাজ লেখো।

উত্তর: হারভেস্টার মেশিনের সাহায্যে করা হয় এমন দুটি কাজ হলো ধান কাটা ও ধান ঝাড়া। এছাড়াও হারভেস্টার মেশিনের সাহায্যে এই কাজে সময় ও অর্থ ব্যয় তুলনামূলকভাবে অনেক কম লাগে।


৩.৩ গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম লেখো।

উত্তর: গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো ধান , আখ, পাট , সরষে প্রভৃতি।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৪.১ বীরসা মুণ্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন?

উত্তর: ইংরেজরা সাঁওতাল জনজাতির উপর নানান ভাবে অত্যাচার করত। তারা অন্যায় ভাবে সাঁওতালদের জমি দখল করে নিয়েছিল ও জঙ্গল কেটে ফেলছিল। রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। ইংরেজরা আর্থিক শোষন এবং মানসিক নির্যাতনও করত সাঁওতালদের উপর। সাঁওতালরা এর ফলস্বরূপ বিরসা মুন্ডা, সিধু ও কানহুর নেতৃত্বে সাঁওতাল জনজাতি তাদের অধিকার রক্ষার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাদের এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এরা সবাই শ্রদ্ধার মানুষ তাই বিরসা মুন্ডার সিধু ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.