[ প্রশ্ন উত্তর ] ক্লাস সিক্স পরিবেশ অধ্যায় ৩ | মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ

ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 3 : মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ - এর প্রশ্ন উত্তর

c6 chapter3 poribesh thumb

মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: প্রশ্নমান - 1
(i)কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত হলো
(a) CCl / (b) CCl2 / (c) C4Cl / (d) CCl4
উত্তর : CCl4
(ii)কোনটি মৌল নয়?
(a) তামা / (b) কার্বন / (c) সোনা / (d) অ্যামোনিয়া
উত্তর : অ্যামোনিয়া
(iii)তামার চিহ্ন হলো -
(a) Na / (b) Fe / (c) Au / (d) Cu
উত্তর : Cu
(iv)অ্যামোনিয়ার সংকেত হলো:
(a) NH / (b) N3H / (c) NH3 / (d) NH2
উত্তর : NH3
3. সংক্ষিপ্ত উত্তর দাও: প্রশ্নমান - 1
(i)অক্সিজেন অণুতে পরমাণুর সংখ্যা কত?
উত্তর : 2 টি।
(ii)অক্সিজেন অনুর সংকেত লেখ।
উত্তর : O2
(iii)মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়?
উত্তর : পরমাণু।
4. একটি বা দুটি বাক্যে উত্তর দাও: প্রশ্নমান - 2
(i)তাপের সুপরিবাহী দুটি অধাতুর উদাহরণ দাও। তড়িৎ এর সুপরিবাহী একটি অধাতুর উদাহরণ দাও।
উত্তর : তাপের সুপরিবাহী দুটি অধাতু হলো গ্রাফাইট ও হীরক।
তড়িৎ এর সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট।
(i)তাপের সুপরিবাহী একটি অধাতুর উদাহরণ দাও। তড়িৎ এর সুপরিবাহী একটি অধাতুর উদাহরণ দাও।।
উত্তর : তাপের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট।
তড়িতের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট।
(ii)জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়?
উত্তর : জল ও বালির মিশ্রণ থেকে বালি কে পৃথক করতে আস্রাবন ও পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করা যায়।
(iii)অ্যামোনিয়ার সংকেত লেখ। এই যৌগের নাইট্রোজেনের যোজ্যতা কত?
(অথবা)অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত নির্ণয় কর।
উত্তর : অ্যামোনিয়ার সংকেত NH3
এই যৌগে নাইট্রোজেনের যোজ্যতা 3
(iv)নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের সংকেত কি হবে?
উত্তর : নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এর সংকেত হবে NCl3
(v)জলের অনুর সংকেত লেখো। এই যৌগে অক্সিজেন পরমাণুর যোজ্যতা কত?
উত্তর : জলের অনুর সংকেত H2
এই রোগে অক্সিজেন পরমাণুর যোজ্যতা 2 ।
(vi)জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায়, তাদের নাম লেখো।
উত্তর : জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যায়।
(vii)মিথেন ও ফসফিনের অনুর সংকেত যথাক্রমে CH4 ও PH3 । এই দুটি যৌগে C ও P পরমাণুর যোজ্যতা কত?
উত্তর : C পরমাণুর যোজ্যতা 4 এবং P পরমাণুর যোজ্যতা 3 ।
(viii)জলে গোলার পরে চিনি কি আর দেখা যাচ্ছে না। কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই আছে?
উত্তর : উর্ধ্বপাতন বা কেলাসন পদ্ধতিতে চিনির দ্রবন থেকে চিনি কে পৃথক করা যায়। এইভাবে প্রমাণ করা যায় যে, চিনি দ্রবণের মধ্যেই আছে , হারিয়ে যায়নি।

আরও পড় : ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার ১ মক টেস্ট

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.