নবম শ্রেণী অধ্যায় জীবন ও তার বৈচিত্র মকটেস্ট | Class 9 Life science chapter 1 Mock test | ক্লাস নাইন লাইফ সাইন্স মক টেস্ট | Class 9 MCQ

নবম শ্রেণী অধ্যায় জীবন ও তার বৈচিত্র মকটেস্ট | Class 9 Life science chapter 1 Mock test | ক্লাস নাইন লাইফ সাইন্স প্রথম অধ্যায় ম টেস্ট | Class 9 MCQ

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায়: জীবন ও তার বৈচিত্র্য এর মকটেস্ট নিয়ে আজকের পর্বে আমরা হাজির। এই মক টেস্ট এর মধ্যে একাধিক মকটেস্ট যুক্ত করা আছে। তোমার ইচ্ছামত পর্ব সিলেক্ট করো।

নবম শ্রেণি অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য মক টেস্ট

Class 9 life science WBBSE chapter 1 mock test

নবম শ্রেণী মকটেস্ট অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য

প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ১৫ সেকেন্ড সময় পাবে।

মকটেস্ট সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন...

মক টেস্ট সিলেক্ট কর

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

▣ জীবন ও তার বৈচিত্রঃ পর্ব -১

1. বিপাক, বৃদ্ধি এবং জেনেটিক বস্তুর জনন সম্পন্ন করার যোগ্যতাকে বলে -

A. জীবন
B. জীব
C. জৈব পদার্থ
D. অজৈব পদার্থ

A. জীবন

2. নিচের জীবের বৈশিষ্ট্য কোনটি?

A. জনন
B. বিপাক
C. উত্তেজিত
D. সবগুলি

D. সবগুলি

3. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে-

A. ছন্দোবদ্ধতা
B. পুষ্টি
C. উত্তেজিত
D. বিপাক

C. উত্তেজিত

4. সজীব কোষের প্রোটোপ্লাজমে সংঘটিত গঠনমূলক ও ভাঙ্গন মূলক জৈব রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলে-

A. বিপাক
B. জনন
C. বৃদ্ধি
D. পরিব্যক্তি

A. বিপাক

5. জিনের বৃহৎ, আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে বলে-

A. অভিযোজন
B. পরিব্যক্তি
C. বিপাক
D. চলন

B. পরিব্যক্তি

6. জীবদেহের কোন কার্যটি শুষ্ক ওজন বৃদ্ধি করে?

A. উত্তেজিতা
B. শ্বসন
C. সালোকসংশ্লেষ
D. সবকটি

C. সালোকসংশ্লেষ

7. কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে বলে-

A. প্রোটিনয়েড
B. প্রোটোসেল
C. প্রোটিনয়েড ও প্রোটোসেল উভয়
D. কোনোটিই নয়

A. প্রোটিনয়েড

8. নিজের যে প্রাণীটির শীতঘুম দেখা যায় সেটি হল-

A. ব্যাং
B. হরিণ
C. কচ্ছপ
D. বিড়াল

A. ব্যাং

9. পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়

A. বায়ুতে
B. মাটিতে
C. জলে
D. শিলায়

C. জলে

10. জীবদেহের ব্যবচ্ছেদের পর গঠন সম্বন্ধে আলোচনা হল-

A. শারীর বিদ্যা
B. শরীরস্থান
C. কলাবিদ্যা
D. বাস্তুবিদ্যা

B. শরীরস্থান

▣ জীবন ও তার বৈচিত্রঃ পর্ব -২

11. পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান হল -

A. অর্নিথলজি
B. অঙ্কোলজি
C. বায়োনিক্স
D. অ্যাগ্রোনমি

A. অর্নিথলজি

12. অধিক ফলনশীল গম বীজ হল -

A. IR-8
B. সোনেরা 64
C. রত্না
D. কোনোটিই নয়

B. সোনেরা 64

13. সুশ্রুত ভেষজ উদ্ভিদকে কটি ভাগে ভাগ করেছিলেন?

A. 17 টি
B. 27 টি
C. 37 টি
D. 47 টি

C. 37 টি

14. Theory of elementary botany গ্রন্থের রচয়িতা হলেন-

A. জেবিএস হ্যাল্ডেন
B. এ পি দ্য কনডোল
C. ওপারিন
D. মিলার

B. এ পি দ্য কনডোল

15. প্রাণী বিদ্যার একটি ফলিত শাখা হলো-

A. অর্নিথলজি
B. এন্টোমলজি
C. সেরিকালচার
D. হারপেটোলজি

C. সেরিকালচার

16. বায়োলজি ও ইলেকট্রনিক্স এর সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো-

A. সাইবারনেটিক্স
B. বায়োনিক্স
C. বায়োমেট্রিক
D. বায়োফিজিক্স

B. বায়োনিক্স

17. ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি - এর জনক হলেন-

A. ক্যারোলাস লিনিয়াস
B. বেনথাম ও হুকার
C. হাচিনসন
D. ক্যানডোলি

A. ক্যারোলাস লিনিয়াস

18. হায়ারার্কি শ্রেণীবিন্যাস এর সর্বনিম্ন একক হল-

A. বর্গ
B. গোত্র
C. পর্ব
D. প্রজাতি

D. প্রজাতি

19. মনেরা রাজ্যের অন্তর্গত জীব গোষ্ঠী হল-

A. ব্যাকটেরিয়া
B. প্রোটিস্টা
C. সায়ানোব্যাকটেরিয়া
D. ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

D. ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

20. উভচর উদ্ভিদ বলা হয় -

A. ফার্ন গোষ্ঠীকে
B. মস গোষ্ঠীকে
C. শ্যাওলাকে
D. ছত্রাককে

B. মস গোষ্ঠীকে

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2021 | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র মক টেস্ট| নবম শ্রেণীর জীবন ও তার বৈচিত্র | নবম শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় mcq | জীবন ও তার বৈচিত্র mcq

আজকের মকটেস্ট থেকে যে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারবে সেগুলি হল:

▣ জীবন ও তার বৈচিত্রঃ পর্ব -৩

  • 21. কোন পর্বের প্রাণীদের অসটিয়া ও অসকুলাম দেখা যায়? 
  • 22. ভার্টিব্রাটা অন্তর্গত কোন শ্রেণীর প্রাণীদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়? 
  • 23. বায়োলজি (Biology) শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? 
  • 24. ডায়াটম , ডিনোফ্লাগেলেটস ও প্রোটোজোয়া কোন পর্বের অন্তর্গত? 
  • 25. হিমোসিল বা রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীতে ? 
  • 26. গরম তরল স্যুপ বা hot dilute soup কথাটির প্রবর্তক কে? 
  • 27. আম গাছ কোন বর্গের অন্তর্গত উদ্ভিদ? 
  • 28. নিচের কোনটি উপচিতি বিপাক ক্রিয়ার উদাহরণ? 
  • 29. প্রোটোসেল মডেল হিসেবে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে? 
  • 30. জীববৈচিত্র্য বা বায়ো ডাইভারসিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন?

▣ জীবন ও তার বৈচিত্রঃ পর্ব -4

1. পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয়-

A. মিউটেশন বা পরিব্যক্তিকে
B. বিচ্ছিন্নতাকে
C. প্রাকৃতিক নির্বাচনকে
D. সবকটিকে

D. সবকটিকে

2. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি ছিল না?

A. অক্সিজেন
B. অ্যামোনিয়া
C. হাইড্রোজেন সায়ানাইড
D. মিথেন

A. অক্সিজেন

3. একটি ট্রান্সজেনিক জীব এর উদাহরণ হল-

A. গোল্ডেন রাইস
B. Bt-কটন
C. রোসি নামক গরু
D. সবকটি

D. সবকটি

4. উদ্ভিদ বিদ্যার জনক (father of botany) বলা হয় -

A. লিনিয়াসকে
B. অ্যারিস্টোটলকে
C. থিওফ্রাস্টাসকে
D. ল্যামার্ককে

C. থিওফ্রাস্টাসকে

5. সায়ানোব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত?

A. প্রোটিস্টা
B. মোনেরা
C. ফাংগি
D. প্ল্যানটি

B. মোনেরা

6. সমাঙ্গদেহী উদ্ভিদ এর দেহকে বলে-

A. মাইসেলিয়াম
B. রাইজয়েড
C. থ্যালাস
D. ভাইরয়েড

C. থ্যালাস

7. নিচের যেটি আদি নিউক্লিয়াসযুক্ত শৈবাল সেটি হল-

A. নষ্টক
B. ক্লোরেল্লা
C. ক্ল্যামাইডোমোনাস
D. কোনোটিই নয়

A. নষ্টক

8. ল্যাসো কোষের উপস্থিতি দেখা যায় যে পর্বে তা হল-

A. নিডেরিয়া
B. পরিফেরা
C. টিনোফোরা
D. অ্যানিলিডা

C. টিনোফোরা

9. যে পর্বের প্রাণীদের মেটামেরিক খন্ডীভবন দেখা যায় তা হল-

A. অ্যানিলিডা
B. প্লাটিহেলমিনথিস
C. মোলাস্কা
D. নেমাটোডা

A. অ্যানিলিডা

10. প্রবোসিস, কলার ও দেহকান্ড থাকে

A. হেমিকর্ডাটা তে
B. কর্ডাটা তে
C. ইউরোকর্ডাটা তে
D. কোনোটিই নয়

A. হেমিকর্ডাটা তে

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.