আমাদের দেশ ভারত বর্ষ | প্রশ্ন উত্তর | ভারতবর্ষের সম্পর্কে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তর | Our country India Question Answer | MCQ short Question Answer about India

আমাদের দেশ ভারত বর্ষ | প্রশ্ন উত্তর | ভারতবর্ষের সম্পর্কে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তর | Our country is India Year Question Answer | MCQ short Qna

আমাদের দেশ ভারত বর্ষ | প্রশ্ন উত্তর | ভারতবর্ষের সম্পর্কে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তর

আমাদের দেশ ভারত বর্ষ | প্রশ্ন উত্তর


১. ভারতবর্ষের নাম কার নাম অনুযায়ী হয়েছে?

উত্তর: পুরাণের ভরত রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম হয়েছে বলে অনুমান করা হয়।

২. ভারতবর্ষের নাম ইন্ডিয়া কারা দিয়েছিলো?

উত্তর: প্রাচীনকালে গ্রীকরা ভারতবর্ষের নাম ইন্ডিয়া দিয়েছিল।

৩. ইন্ডিয়া নামের উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: "Indus" (ইন্দাস) শব্দ থেকেই ইন্ডিয়া নামের উৎপত্তি।

৪. ভারতবর্ষের দক্ষিণ সীমার শেষ অবস্থান কোথায়?

উত্তর: ভারতবর্ষের দক্ষিণ সীমার শেষ অবস্থান হল ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট।

৫. ইন্দিরা পয়েন্ট এর পূর্ব নাম কি ছিল?

উত্তর: পিগম্যালিয়ন পয়েন্ট।

৬. কত সালে ইন্দিরা পয়েন্ট নিশ্চিহ্ন হয়ে গেছে?

উত্তর: 2004 সালের 26 শে ডিসেম্বর ইন্দিরা পয়েন্ট সুনামিতে নিশ্চিহ্ন হয়ে গেছে।

৭. ভারতবর্ষের সর্ব পশ্চিম সীমান্তের রাজ্য কোনটি?

উত্তর: গুজরাট হলো ভারতবর্ষের সর্ব পশ্চিমের সীমান্তের রাজ্য।

৮. ভারতবর্ষের সবচেয়ে পূর্বদিকে অবস্থিত রাজ্যের নাম কি?

উত্তর: ভারতবর্ষের সবথেকে পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম হল অরুণাচল প্রদেশ।

৯. নিচের দেশ গুলির মধ্যে কোনটির পূর্ব-পশ্চিমে বিস্তার সর্বাধিক? A.  স্পেন B.  ভারত বর্ষ C. ফ্রান্স D. জার্মানি।

উত্তর: ভারতবর্ষের পূর্ব-পশ্চিমে বিস্তার সর্বাধিক।

বি: দ্র: ভারতবর্ষের পূর্ব-পশ্চিমে বিস্তার স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং পোল্যান্ডের মিলিত দ্রাঘিমাংশগত বিস্তার এর সমান।

১০. ভারত বর্ষ কোন গোলার্ধে অবস্থিত?

উত্তর: ভারত বর্ষ উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থিত।

১১. ভারতবর্ষের আকৃতি কেমন?

উত্তর: ভারতবর্ষের আকৃতি মোটামুটি ভাবে চতুর্ভুজাকার (quadrangular) ধরনের।

১২. ভারতবর্ষের উত্তরতম স্থান কোনটি?

উত্তর: ভারতবর্ষের উত্তরতম স্থান হল লাদাখের ইন্দিরা কল।

১৩. ভারতের পশ্চিম তম স্থান কোনটি?

উত্তর: ভারতের পশ্চিম তম স্থান হল গুজরাটের "গুহার মোটা পশ্চিম"।

১৪. ভারতের পূর্বতম স্থান কোনটি?

উত্তর: ভারতের পূর্বতম স্থান হল অরুণাচল প্রদেশের কিবিথু।

১৫. ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

উত্তর: ভারতের ৮ টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। যথা: 

গুজরাট , রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ , ত্রিপুরা,  মিজোরাম।

১৬. কর্কটক্রান্তি রেখা দ্বারা বিভাজিত ভারতবর্ষের কোন দিকে তুলনামূলক বেশি?

উত্তর: ভারতে কর্কটক্রান্তি রেখার উত্তরভাগ তুলনামূলকভাবে বেশি।

১৭. কোন দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব-পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করে?

উত্তর: ৮০° পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব-পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করে।

১৮. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?

উত্তর: ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো ৮২°৩০′ পূর্ব।

১৯. কোন রাজ্যের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে?

উত্তর: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ।

২০. ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা ও ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা উভয় গিয়েছে?

উত্তর: মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়।

২১. নিচের কোনটি আলাদা - এলাহাবাদ , সোনহাট, কোকনদ, কলকাতা।

উত্তর: কলকাতা।

কারণ: কলকাতা ছাড়া বাকি তিনটি স্থানের উপর দিয়েই ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে।

২২. ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য কত?

উত্তর: ভারত গ্রীনিচের প্রমাণ সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা 30 মিনিট। (ভারতের সময় বেশি)।

২৩. 0° এবং ৮২°৩০′ দ্রাঘিমাংশের মধ্যে সময়ের পার্থক্য কত?

উত্তর: 5 ঘন্টা 30 মিনিট।

২৪. ভারত (IST) ও অস্ট্রেলিয়ার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (AuEST) এর মধ্যে সময়ের পার্থক্য কত?

উত্তর: 4 ঘন্টা 30 মিনিট।(ভারতের সময় পিছিয়ে আছে)।

২৫. ভারত (IST) ও আমেরিকার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (AEST)এর মধ্যে পার্থক্য কত?

উত্তর: 10 ঘন্টা 30 মিনিট। (ভারতবর্ষের সময় এগিয়ে আছে)।

২৬. ভারতের উত্তর ও দক্ষিণের শেষ সীমার সূর্যোদয়ের সময় এর পার্থক্য কত?

উত্তর: গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার সূর্যোদয়ের সময় এর পার্থক্য হল দু'ঘণ্টা প্রায়।

২৭. গুগল ম্যাপে দেখানো ম্যাপ কোন পদ্ধতিতে প্রজেক্ট করা হয়?

উত্তর: মার্কেটর পদ্ধতিতে।

২৮. আয়তনের বিচারে ভারতের স্থান কত তম?

উত্তর: আয়তনের বিচারে ভারতের স্থান সপ্তম। (প্রথম - রাশিয়া, দ্বিতীয় - কানাডা এবং তৃতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন - চতুর্থ স্থানে রয়েছে)।

২৯. পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারত বর্ষ?

উত্তর: পৃথিবীর মোট স্থলভাগের প্রায় শতকরা 2.4% ভারত বর্ষ।

৩০. পৃথিবীর মোট জলভাগের শতকরা কত শতাংশ ভারত অধিকার করে আছে?

উত্তর: পৃথিবীর মোট জলভাগের শতকরা 0.57 শতাংশ স্থান অধিকার করে আছে।

৩১. ভারত পাকিস্তানের থেকে কত গুন বড়?

উত্তর: ভারত-পাকিস্তানের থেকে 4 গুণ বড়।

৩২. ভারত-বাংলাদেশের থেকে কত গুন বড়?

উত্তর: ভারত-বাংলাদেশের থেকে 23 গুন বড়।

৩৩. ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য কত?

উত্তর: ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার।

৩৪. পৃথিবীর একমাত্র কোন দেশের নাম অনুসারে মহাসাগরের নাম রয়েছে?

উত্তর: ভারত বর্ষ হলো একমাত্র দেশ যার নাম অনুযায়ী মহাসাগরের নাম (ভারত মহাসাগর) রয়েছে।

৩৫. ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত?

উত্তর: ভারত মহাসাগর 46 টি দেশ দ্বারা পরিবেষ্টিত।

৩৬. ভারতবর্ষে বসবাসকারী জনগোষ্ঠীর গুলির নাম লেখ।

উত্তর: ভারতবর্ষে বসবাসকারী জনগোষ্ঠীর গুলি হল- নেগ্রিটো , মঙ্গোলীয় , প্রোটো অস্ট্রালয়েড,  ভূমধ্যসাগরীয় , ওয়েস্টার্ন ব্রাকিসেফালস , নর্ডিক ও দ্রাবিড়।

৩৭. দক্ষিণ ভারতে বসবাসকারী জনগোষ্ঠীর নাম কি?

উত্তর: দক্ষিণ ভারতে বসবাসকারী জনগোষ্ঠীর নাম হল দ্রাবিড় গোষ্ঠী।

৩৮. ভারতবর্ষে বসবাসকারী কোন জনগোষ্ঠীর আদিনিবাস আফ্রিকা?

উত্তর: ভারতবর্ষে বসবাসকারী নেগ্রিটো জনগোষ্ঠীর আদিনিবাস আফ্রিকা।

৩৯. ভারতের প্রাচীনতম নিজস্ব জনগোষ্ঠীর কোনটি?

উত্তর: দ্রাবিড় হলো ভারতের প্রাচীনতম নিজস্ব জনগোষ্ঠী।

৪০. ভারতের কোন জনগোষ্ঠীর নীলাভ চোখ থাকে?

উত্তর: নর্ডিক জনগোষ্ঠীর নীলাভ চোখ থাকে।

৪১. কাকে ভারতের লৌহ মানব বলে এবং কেন?

উত্তর: সরদার বল্লভ ভাই প্যাটেল কে ভারতের লৌহ মানব বলে।

কারণ: আধুনিক ঐতিহাসিকরা জার্মানির রাষ্ট্রনায়ক বিসমার্ক এর চেয়ে সরদার বল্লভ ভাই প্যাটেল অনেক বেশি সফল ও কর্মদক্ষ ছিলেন বলে মনে করতেন। তাই সরদার বল্লভ ভাই প্যাটেল কে "ভারতের লৌহ মানব" (Iron man of Indian ) আখ্যা দিয়েছেন।

৪২. ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

উত্তর: 1949 সালের 26 শে নভেম্বর ভারতীয় গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়।

৪৩. ভারতবর্ষের বর্তমান রাজ্য উত্তরপ্রদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল?

উত্তর: ভারতবর্ষের বর্তমান রাজ্য উত্তরপ্রদেশের পূর্বের নাম ছিল সংযুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিন্স।

৪৪. ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কোনটি?

উত্তর: ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও অধিকৃত অঞ্চলসমূহ।

৪৫. 1950 এর সংবিধান গৃহীত হওয়ার সময় উত্তর প্রদেশের নাম কি ছিল?

উত্তর: 1950 এর সংবিধান গৃহীত হওয়ার সময় উত্তর প্রদেশের নাম ছিল ইউনাইটেড প্রভিন্স বা ইউ পি।

৪৬. কত সালে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল এর স্বীকৃতি পায়?

উত্তর: 1962 সালে পন্ডিচেরি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল বা union territory- র স্বীকৃতি পায়।

৪৭. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?

উত্তর: ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ।

৪৮. কত আলে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে?

উত্তর: 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে।

৪৯. কোন রাজ্যকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্রের নামে দুটি রাজ্যের সৃষ্টি করা হয়?

উত্তর: বোম্বাই রাজ্য কে দুটি অংশে ভাগ করে উত্তর অংশ গুজরাট এবং দক্ষিণ অংশ মহারাষ্ট্র নামে দুটি রাজ্যের সৃষ্টি করা হয়।

৫০. বর্তমান কোন ভারতীয় রাজ্যের আংশিক একসময় NEFA এর অন্তর্গত ছিল?

উত্তর: অসম রাজ্যের উত্তর-পূর্ব অংশ একদা NEFA এর অন্তর্গত ছিল।

৫১. কত সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়?

উত্তর: 1966 সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়।

৫২. তামিলনাড়ুর পূর্বের নাম কি ছিল?

উত্তর: তামিলনাড়ুর পূর্বের নাম ছিল মাদ্রাজ।

৫৩. কোন ভারতীয় রাজ্যের নাম নিফা (NEFA) রাখা হয়েছিল?

উত্তর: 1972 সাল পর্যন্ত অরুণাচল প্রদেশের নাম NEFA রাখা হয়েছিল।

৫৪. কর্নাটকের পূর্বের নাম কি ছিল?

উত্তর: কর্নাটকের পূর্বের নাম ছিল মহীশূর।

৫৫. কবে ২৪ পরগনা কে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভাগ করা হয়?

উত্তর: 1986 সালে 24 পরগনা কে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভাগ করা হয়।

৫৬. চেন্নাই শহরের পূর্বের নাম কি ছিল?

উত্তর: চেন্নাইয় শহরের পূর্বের নাম ছিল মাদ্রাজ।

৫৭. ভারতের 29 তম নবীন রাজ্য তেলেঙ্গানা কত সালে আত্মপ্রকাশ করে?

উত্তর: 2014 সালে 1লা জুন তেলেঙ্গানা 29 তম নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে।

৫৮. ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত তিনবিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত "তিনবিঘা করিডোর" পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জে অবস্থিত।

৫৯. হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী কি?

উত্তর: হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী হল ধরমশালা।

৬০. জম্মু-কাশ্মীরের শীতকালীন রাজধানী কি?

উত্তর: জম্মু-কাশ্মীরের শীতকালীন রাজধানী হল জম্মু।

৬১. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি?

উত্তর: লাক্ষা দ্বীপের প্রধান ভাষা হল মালায়ালাম।

৬২. ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে?

উত্তর: হিমাচল প্রদেশের দুটি রাজধানী রয়েছে।

৬৩. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দুটি রাজধানী রয়েছে?

উত্তর: জম্মু-কাশ্মীরের দুটি রাজধানী রয়েছে।

৬৪. দিল্লি কি একটি কেন্দ্রশাসিত অঞ্চল?

উত্তর: হ্যা, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তবে দিল্লি একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা জাতীয় রাজধানী অঞ্চল।

৬৫. ভারতের কোন রাজ্যে একটি মাত্র জেলা রয়েছে?

উত্তর: চন্ডিগড় ও লাক্ষাদ্বীপের মাত্র একটি করে জেলা রয়েছে।

৬৬. মহারাষ্ট্র রাজ্য ভেঙে সম্প্রতি কোন নতুন রাজ্য গঠনের দাবি উঠেছে?

উত্তর: মহারাষ্ট্র রাজ্য ভেঙে সম্প্রতি "বিদর্ভ" নামে রাজ্য গঠনের দাবি উঠেছে।

৬৭. লাদাখের রাজধানী কোথায়?

উত্তর: লাদাখের রাজধানী হল লেহ।

৬৮. ভারতের একমাত্র বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

উত্তর: লাদাখ হলো ভারতের একমাত্র বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল।

৬৯. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?

উত্তর: ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হলো রাজস্থান।

৭০. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি?

উত্তর: লাদাখ হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য।

৭১. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?

উত্তর: ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো গোয়া।

৭২. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি?

উত্তর: ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য হল লাক্ষাদ্বীপ (আয়তন মাত্র 32 বর্গ কিলোমিটার)।

৭৩. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি?

উত্তর: ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তর প্রদেশ।

৭৪. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি?

উত্তর: ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হল দিল্লি। (২০১১ অনুযায়ী)

৭৫. ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

উত্তর: ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার।

৭৬. ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি?

উত্তর: ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হল দিল্লি।(

৭৭. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট অঙ্গরাজ্য কোনটি?

উত্তর: সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ।

৭৮. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি?

উত্তর: সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

৭৯. ভারতের কোন অঙ্গ রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক?

উত্তর: কেরালার সাক্ষরতার হার সর্বাধিক (৯৪%)।

৮০. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক?

উত্তর: লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সর্বাধিক।

৮১. ভারতের কোন অঙ্গ রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন?

উত্তর: বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন।

৮২. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্য এর সাক্ষরতার হার সর্বনিম্ন?

উত্তর: দাদরা ও নগর হাভেলি এর সাক্ষরতার হার সর্বনিম্ন।

৮৩. ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?

উত্তর: ভারতের সবচেয়ে বড় জেলা হল গুজরাটের কচ্চ্ছ।

৮৪. ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত জেলা কোনটি?

উত্তর: ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত জেলা হল লেহ।

৮৫. ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি?

উত্তর: ভারতের সবচেয়ে ছোট জেলা হল মুম্বাই সিটি।

৮৬. ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত জেলা কোনটি?

উত্তর: সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত জেলা হল পুদুচেরির মাহে।

৮৭. ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ জেলা কোনটি?

উত্তর: ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ জেলা হল চেন্নাই।

৮৮. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ জেলা কোনটি?

উত্তর: ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ জেলা হল দিবাং উপত্যকা।

৮৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক জেলা রয়েছে?

উত্তর: উত্তরপ্রদেশে সর্বাধিক জেলা রয়েছে (75 টি)।

৯০. ভারতের কোন রাজ্যে সবথেকে কম জেলা রয়েছে?

উত্তর: ভারতের গোয়ায় সবচেয়ে কম জেলা রয়েছে (মাত্র দুটি)।

৯১. সর্বাধিক রাজ্য দ্বারা সীমানা স্পর্শ করেছে ভারতের কোন অঙ্গ রাজ্যের?

উত্তর: উত্তর প্রদেশ রাজ্যের সীমানা সর্বাধিক রাজ্যের সঙ্গে স্পর্শ করেছে।

৯২. ভারতের কোন অঙ্গরাজ্যে সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্পর্শ করেছে?

উত্তর: সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং লাদাখ - এর প্রত্যেকে তিনটি করে প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত।

৯৩. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্য একটিমাত্র জেলা রয়েছে?

উত্তর: লাক্ষাদ্বীপ ও চন্ডিগড় - এ মাত্র একটি করে জেলা রয়েছে।

৯৪. 370 ধারায় নিচের কোন কথাগুলি বলার ছিল-

A. কাশ্মীরের সংখ্যালঘু সংরক্ষণ ছিল না।

B. অন্য রাজ্যের কেউ কাশ্মীরে জমি কিনতে পারতো না।

C. কাশ্মীরে শিক্ষার অধিকার আইন বলবৎ ছিল না।

D. উপরের সব কটি।

উত্তর: উপরের সব কটি।


[ প্রতিনিয়ত নতুন প্রশ্ন উত্তর যুক্ত করা হবে - admin]

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.