সপ্তম শ্রেণী চুম্বক [ Magnet ] মক টেস্ট । পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় ১.৩ | Class VII Poribesh o bigyan [science] Practice problem (Part-1)

সপ্তম শ্রেণী অধ্যায়- চুম্বক মক টেস্ট । পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় ১.৩ | Class VII Poribesh o bigyan | ক্লাস সেভেন সাইন্স মক টেস্ট চ্যাপ্টার ম্যাগনেট

সপ্তম শ্রেণীর চুম্বক অধ্যায়ের সেরা প্রশ্নের মক টেস্ট নিয়ে আজকের পর্বে আমরা হাজির । তোমার সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পরিক্ষায় ভালো নম্বর পেতে এই মক টেস্ট অনেক সাহাজ্য করেবে। প্রতিদিন এই মক টেস্ট প্র্যাকটিস করলে বিজ্ঞানে তোমার দক্ষতা অনেক বাড়বে।

এই প্রশ্ন গুলি অনেক স্কুলের পরিক্ষায় একাধিক বার এসেছে। প্রশ্ন - বিচিত্রাতেও এই প্রশ্নগুলি আছে। তাই এগুলি অবশই জেনেই পরিক্ষায় বসা উচিত

সপ্তম শ্রেণী চুম্বক [ Magnet ] মক টেস্ট

0/28
1 নিচের কোন খনিজ পদার্থের চুম্বকত্ব আছে?
বক্সাইট
ম্যাগনেটাইট
ম্যাগনেসিয়াম
ডলোমাইট
ম্যাগনেটাইটের চুম্বকত্ব আছে।
2 নিচের কোনটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়?
ইটের টুকরো
প্লাস্টিকের স্কেল
লোহার পেরেক
কাগজের ঠোঙ্গা
লোহার পেরেক চুম্বক দ্বারা আকৃষ্ট হয়।
3 নিচের কোনটিকে চুম্বক আকর্ষণ করে না?
রবার
কোবাল্ট
নিকেল
লোহা
রবারকে চুম্বক আকর্ষণ করে না।
4 নিচের কোনটি চৌম্বক পদার্থ?
বরফ
কাগজ
কোবাল্ট
কাঁচ
কোবাল্ট একটি চৌম্বক পদার্থ।
5 অচৌম্বক পদার্থ হল সেই পদার্থ যা –
চৌম্বক পদার্থ দ্বারা বিকর্ষন হয়
চুম্বক দ্বারা বিকর্ষণ হয়
চৌম্বক পদার্থ দ্বারা আকর্ষণ হয়
চুম্বক দ্বারা আকর্ষণ হয় না
চুম্বক দ্বারা আকর্ষণ হয় না
6 একটি অচৌম্বক পদার্থ হল –
প্লাস্টিক
নিকেল
লোহা
কোবাল্ট
প্লাস্টিক একটি অচৌম্বক পদার্থ।
7 প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ নয়?
রবার
নিকেল
কাঠ
প্লাস্টিক
নিকেল অচৌম্বক পদার্থ নয়।
8 ম্যাগনেটাইট হল –
চৌম্বক পদার্থ
কৃত্রিম চুম্বক
প্রাকৃতিক চুম্বক
কোনোটিই নয়
ম্যাগনেটাইট হলো প্রাকৃতিক চুম্বক।
9 প্রাকৃতিক চুম্বক হল –
ব্রিজ স্টোন
লাইমস্টোন
লোডস্টোন
মুন স্টোন
প্রাকৃতিক চুম্বক হল লোডস্টোন।
10 প্রাকৃতিক চুম্বকের আকার
দন্ডাকার
গোলাকার
বলয়াকার
নেই
প্রাকৃতিক চুম্বকের আকার নেই।
11 দিকনির্দেশক ধর্ম আছে –
পরিবাহীর
অচৌম্বক পদার্থের
চৌম্বক পদার্থের
চুম্বকের
দিকনির্দেশক ধর্ম আছে চুম্বকের।
12 দণ্ডচুম্বক এর আকর্ষণ ক্ষমতা –
মাঝখানে সবচেয়ে বেশি
দুই প্রান্তে সবচেয়ে কম
দুই প্রান্তে সবচেয়ে বেশি
দন্ড বরাবর সব জায়গায় সমান
দন্ড চুম্বকের আকর্ষণ ক্ষমতা দুই প্রান্তে সবচেয়ে বেশি।
13 দন্ড চুম্বকের উদাসীন অঞ্চল হল –
দুই প্রান্তে
এক প্রান্তে
মাঝখানে
সবদিকে
দন্ড চুম্বকের উদাসীন অঞ্চল হল মাঝখানে।


আরও পড় : অধ্যায় আলো : ক্লাস সেভেন 100% কমন প্রশ্ন উত্তর [Light]


14 চুম্বকের কয়টি মেরু?
1 টি
2 টি
3 টি
4 টি
চুম্বকের 2 টি মেরু।
15 চুম্বকের দুই মেরুর সংযোজক সরলরেখাকে কি বলে?
জ্যামিতিক দৈর্ঘ্য
চৌম্বক দৈর্ঘ্য
চৌম্বক অক্ষ
প্রধান অক্ষ
চুম্বকের দুই মেরুর সংযোজক সরলরেখাকে চৌম্বক অক্ষ বলে।
16 চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত –
0.86
0.46
0.76
0.86
চুম্বকের চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত 0.86
17 একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 cm হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য –
50 cm
86 cm
90 cm
76 cm
চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য 86 cm ।
18 চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য –
চৌম্বক দৈর্ঘ্যের অর্ধেক হয়
চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়
চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বড় হয়
চৌম্বক দৈর্ঘ্যের সমান হয়
চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বড় হয়।
19 চুম্বকের উত্তর মেরু হলো –
উত্তর সন্ধানী মেরু
দক্ষিণ সন্ধানী মেরু
ভৌগোলিক উত্তর মেরু
ভৌগোলিক দক্ষিণ মেরু
চুম্বকের উত্তর মেরু হল উত্তর সন্ধানী মেরু।
20 দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে –
দুটি পদার্থই চুম্বক
একটি চুম্বক অপরটি চৌম্বক পদার্থ
দুটিই অচৌম্বক পদার্থ
দুটিই চুম্বক পদার্থ
দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে দুটি পদার্থই চুম্বক।
21 একটি ধাতবদন্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে । এতে প্রমাণিত হয় –
দন্ডটি তামার
দণ্ডটি চুম্বক
দণ্ডটি লোহার
কোনোটিই নয়
ধাতব দন্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করলে প্রমাণিত হয় দন্ডটি চুম্বক।
22 চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হল –
শুধু আকর্ষণী ধর্মের পরীক্ষা
শুধু বিকর্ষনী ধর্মের পরীক্ষা
আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা
চুম্বক আবেশ এর পরীক্ষা
চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হল শুধু বিকর্ষনী ধর্মের পরীক্ষা।
23 নিচের কোন ঘটনাটি সত্য?
দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে বিকর্ষণ করে
দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে
দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে
চুম্বকের উত্তর মেরু বিকর্ষণ করে কিন্তু দক্ষিণ মেরু আকর্ষণ করে
চুম্বকের সমেরু পরস্পরকে বিকর্ষণ করে।
24 চুম্বক আকর্ষণের পূর্বে কি ঘটে?
আকর্ষণ
বিকর্ষণ
আকর্ষণ-বিকর্ষণ
আবেশ
চুম্বক আকর্ষণের পূর্বে আবেশ ঘটে।
25 নিচের কোন বক্তব্যটি ভুল?
চুম্বকের সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে
চুম্বকের দিকনির্দেশক ধর্ম রয়েছে
চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে
চৌম্বক আবেশের কারণ হলো আকর্ষণ
চৌম্বক আবেশের কারণ হলো আকর্ষণ – এই বক্তব্যটি ভুল।
26 একটি দন্ড চুম্বককে ভেঙে তিনটি টুকরো করা হলো –
শুধু প্রান্তের টুকরো দুটিতেই চুম্বকত্ব থাকবে
শুধুমাত্র মাঝখানের টুকরোতেই চুম্বকত্ব থাকবে
তিনটি টুকরোতেই চুম্বকত্ব থাকবে
কোন টুকরোতেই চুম্বকত্ব থাকবে না
একটি দন্ড চুম্বককে ভেঙে তিনটি টুকরো করা হলে তিনটি টুকরোতেই চুম্বকত্ব থাকবে।
27 কোনটি সঠিক নয়?
আগে আবেশ ও পরে আকর্ষণ হয়
চুম্বকের দিকনির্দেশক ধর্ম আছে
চুম্বকে একক মেরুর অস্তিত্ব আছে
চুম্বকের আকর্ষণ ধর্ম আছে
চুম্বকে একক মেরুর অস্তিত্ব আছে – এই বক্তব্যটি সঠিক নয়।
28 চুম্বক সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়–
দন্ড চুম্বক
প্রাকৃতিক চুম্বক
চুম্বক শলাকা
গোলাকার চুম্বক
চুম্বক সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চুম্বক শলাকা।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. Please 27 number question er option number 1 ta akbar check korun ota aabeg na abesh hoto
Please Comment , Your Comment is Very Important to Us.