অন্ধ্র প্রদেশ প্রশ্ন উত্তর | অন্ধ্র প্রদেশের নদী হ্রদ জাতীয় সঙ্গীত আয়তন জনসংখ্যা জনঘনত্ব জাতীয় পশু | short question Andhra Pradesh wbcs rail wbp question answers

অন্ধ্র প্রদেশ প্রশ্ন উত্তর | অন্ধ্র প্রদেশের নদী হ্রদ জাতীয় সঙ্গীত আয়তন জনসংখ্যা জনঘনত্ব জাতীয় পশু short question Andhra Pradesh wbcs rail wbp qna

 অন্ধ্র প্রদেশ হল ভারতের একটি অঙ্গরাজ্য যা উপমহাদেশের দক্ষিণ -পূর্ব অংশে অবস্থিত। এটি দক্ষিণে তামিলনাড়ু , দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কর্ণাটক, উত্তর-পশ্চিম ও উত্তরে তেলেঙ্গানা এবং উত্তর -পূর্বে ওড়িশা দ্বারা বেষ্টিত।  পূর্ব সীমানা বঙ্গোপসাগরের তীরে প্রায় 970 কিমি উপকূলরেখা রয়েছে।  তেলেঙ্গানা প্রায় ছয় দশক ধরে অন্ধ্রপ্রদেশের মধ্যে একটি অঞ্চল ছিল, কিন্তু 2014 সালে এটি একটি পৃথক রাজ্য গঠনের জন্য খোদাই করা হয়েছিল। 

অন্ধ্র প্রদেশের প্রশ্ন উত্তর | অন্ধ্র প্রদেশের নদী হ্রদ জাতীয় সঙ্গীত আয়তন জনসংখ্যা জনঘনত্ব জাতীয় পশু | short question  Andhra Pradesh wbcs rail wbp question answers


আজকের এই আলোচনায় আমরা অন্ধ প্রদেশের গুরুত্বপূর্ণ তথ্য গুলি ছকের মাধ্যমে তোমাদের জানাব।

রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ ও তার বিবরণ

জন্ম ১৯৫৬ সালের ১লা নভেম্বর
আয়তন ১৬০২০৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা 8 কোটি 45 লক্ষ 80 হাজার 777 জন ( ২০১১)
সাক্ষরতার হার ৬৭.০২ % (২০১১)
রাজধানী বিধান পরিষদীয়-অমরাবতী
প্রশাসনিক: বিশাখাপত্তনম
বিচারবিভাগীয় - কুর্ণুল
জনসংখ্যার ঘনত্ব ৩৯৮ জন/বর্গ কিমি (২০১১)
মোট জেলার সংখ্যা ১৩ টি
আইনসভার প্রকৃতি দ্বিকক্ষ বিশিষ্ট
লোকসভা কেন্দ্রের সংখ্যা ২৫ টি
রাজ্যসভার সদস্য সংখ্যা ১১ টি
বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৭৫ টি
প্রধান নৃত্য কুচিপুড়ি, কোটাম
প্রধান নদ নদী গোদাবরী , কৃষ্ণা, পেন্নার, তুঙ্গভদ্রা ও নাগাবলি
প্রধান শস্য ধান, তামাক, তৈলবীজ , তুলা , পাট ও আখ
উপাধি Rice bowl of India, Egg bowl of India
খনিজ দ্রব্য অভ্র, তামা, ম্যাঙ্গানিজ, স্বর্ণ, কয়লা ও পেট্রোলিয়াম
বিমানবন্দর তিরুপতি ও বিশাখাপত্তনম
শিল্প লৌহ ইস্পাত, সিমেন্ট, কাগজ, জাহাজ নির্মাণ
উল্লেখযোগ্য নদী পরিকল্পনা শ্রীসৈলাম প্রকল্প (কৃষ্ণ), মাচকুন্দ প্রকল্প (অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা)
উল্লেখযোগ্য জলাধার (বাঁধ) নাগার্জুন সাগর ( কৃষ্ণা)
উল্লেখযোগ্য সেচ খাল পেনার খাল, এলোর খাল ও তুঙ্গ ভদ্রা খাল
অন্তর্দেশীয় জলপথ বাকিংহাম খাল
উপকূলের নাম অন্ধ্র উপকূল
অন্ধ্র উপকূল এর দৈর্ঘ্য ৯৩৭.৭ কিমি (অঙ্গরাজ্য এর ক্ষেত্রে দ্বিতীয় দীর্ঘতম)
বায়োস্ফিয়ার রিজার্ভ দিহাং দিবাং
অভয়ারণ্য (স্যাংচুয়ারি) কেওয়াল, কিনারসানি, মালাপাট্টে, পাখাল, তাজওয়াই
জাতীয় উদ্যান ও অভয়ারণ্য শ্রী বেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, মুরুগাভানি ন্যাশনাল পার্ক
অবস্থিত রিসার্চ ইনস্টিটিউট টোবাকো রিসার্চ ইনস্টিটিউট (রাজামুন্দ্রি)
মৃত্তিকা উপকূলীয় মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা
প্রধান জলাভূমি কোলেরু
উপকূলবর্তী সাগর বঙ্গোপসাগর
জনসংখ্যার বিচারে স্থান ভারতে দশম
জিডিপি (২০১৯-২০) ₹9.71 trillion
জাতীয় প্রতীক পূর্না ঘটম (Poorna Ghatam)
জাতীয় সংগীত মা তেলেগু তাল্লিকি
জাতীয় পশু কৃষ্ণসার
জাতীয় পাখি রোজ-রিং পরকীট
জাতীয় মাছ মাডফিশ
জাতীয় ফুল জুঁই
জাতীয় ফল আম
জাতীয় গাছ নিম
জাতীয় খেলা কাবাডি
প্রধান পর্যটন কেন্দ্র কোডান্দা রাম মন্দির
লেপাক্ষীতে নন্দী
পাপি পাহাড়
তিরুমালায় ভেঙ্কটেশ্বর মন্দির
অমরাবতীতে ধ্যান বুদ্ধ মূর্তি
আরাকু উপত্যকা
বিশাখাপত্তনমে সিমচালম মন্দির
বিশাখাপত্তনম শহরের স্কাইলাইন
দীর্ঘতম শহর বিশাখাপত্তনম
গভর্নর (Sept 2021) Biswabhusan Harichandan
মুখ্যমন্ত্রী ( Sept 2021) Y. S. Jagan Mohan Reddy
হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
আয়তনের বিচারে ভারতবর্ষের স্থান সপ্তম
প্রশাসনিক ভাষা তেলেগু

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.