দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 5 new 2021 | Class 10 Model activity part 5 Physical scienc | যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো

Class 10 Model activity PART 5 2021 Physical science| দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট ৫ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো......

Class 10 Model activity part 5 2021 ( দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল এক্টিভিটি part 5 2021 ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। । এর আগেও আমরা 2020 সালের দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম, যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা দশম শ্রেণীর  ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Part 5 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:


দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 part 5|Class 10 Model Activity Task part 5 Physical Science 2021 New


Class 10 model activity task  Part 5 Physical science 2021 new

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 5

ভৌত বিজ্ঞান

দশম শ্রেণি


১. ঠিক উত্তর নির্বাচন করো
১. ১ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো –

(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড (ঘ) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর : যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো – (ঘ) অ্যাসেটিক অ্যাসিড

১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো – (ক) P4O10 (খ) গাঢ় H2SO4 (গ) অনার্দ্র CaCl2 (ঘ) CaO
উত্তর : অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো– (ঘ) CaO

১.৩ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –

(ক) WmK
(খ) Wm-1 K
(গ) Wm-1K-1
(ঘ) WmK-1

উত্তর : তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো – (গ) Wm-1K-1

২. নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো:

২.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।
উত্তর: মিথ্যা।

২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য ।
উত্তর : সত্য।

২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই
উত্তর: সত্য।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca=40)।

উত্তর: ক্যালশিয়াম কার্বনেট ( CaCO3)-এর গ্রাম-আণবিক ভর = 40+12 + ( 16 × 3) = 100

100g ক্যালশিয়াম কার্বনেটের ক্যালশিয়ামের এর পরিমাণ 40g

∴ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ= $\frac{40\times 100}{100}$ = 40 %

ক্লাস টেন ফিসিক্যাল সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5  নিউ ২০২১

৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কেন?

উত্তর: অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত তনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কারন –

(i) পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি : শিল্প প্রস্তুতিতে বিভিন্ন অনুঘটকীয় বিক্রিয়া গুলি অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে ঘটে । কোন অনুঘটক বিচূর্ণ অবস্থায় থাকলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলবাড়ে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়ে তার সক্রিয় কেন্দ্রের সংখ্যাও তত বাড়ে।

(ii) অধিশোষণের ক্ষমতাবৃদ্ধি : বিচূর্ণ অনুঘটকের ক্ষেত্রে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হার বাড়তে থাকে ।

আরও পড়ো: | 2020 দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 । Class 10 Physical science model activity part 1

আরও পড়ো: | 2020 দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । Class 10 physical Science model activity part 2

আরও পড়ো: | 2020 দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । Class 10 Physical Science model activity part 3

    ৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

    ৪.১ একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10V ও আভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোষটিকে ৪ ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।

    উত্তর : তড়িৎকোষের তড়িচ্চালক বল (E)= 10V

    তড়িৎকোষের আভ্যন্তরীণ রোধ (r) =2 ওহম

    বাইরের রোধ (R) = 8ওহম

    সময় (t) = 60 সেকেণ্ড


    ∴ তড়িৎ প্রবাহ মাত্রা (I) = $\frac{E}{(R+r)}$
    = $\frac{10}{(8+2)}$
    =$\frac{10}{10}$ A = 1A

    এখন রোধকটিতে 60 সেকেণ্ডে উৎপন্ন তাপ (H) = I2Rt

    = 12 × 8 × 60 জুল
    = 480 জুল



    Mocktest | দশম শ্রেণী মকটেস্ | Class 10 Mock Test

    আরও পড় | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান | রাসায়নিক গণনা অধ্যায় প্রশ্ন উত্তর | Class 10 Physical science

    আশা করি আজকের  দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 5 পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।

    কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

    Post a Comment

    Please Comment , Your Comment is Very Important to Us.