কোনো রাসায়নিক সঙ্কেত বা রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর , আয়তন , বাষ্প ঘনত্ব প্রভৃতি নির্ণয় করা যায়।
রাসায়নিক সমীকরণ: কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বাজায় রেখে চিহ্ন ও সঙ্কেতের মাধ্যমে ঐ বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকেই রাসায়নিক সমীকরণ বলে।
H2+Cl2=2HCl
রাসায়নিক সমিকরন থেকে কি কি তথ্য জানা যায় ?
তথ্য | H2+Cl2=2HCl সমিকরন থেকে জানা যায় |
বিক্রিয়কের নাম | হাইড্রোজেন ও ক্লোরিন |
বিক্রিয়কের সংকেত | হাইড্রোজেন- H2 এবং ক্লোরিন- Cl2 |
বিক্রিয়াজাত পদার্থের সংকেত | হাইড্রোক্লোরিক অ্যাসিড |
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আণবিক সংযুক্তি | হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত HCl |
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কি কি মৌল দ্বারা গঠিত | এক অণু হাইড্রোজেন ও এক অণু ক্লোরিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হয়েছে। |
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ওজনগত সংযুক্তি |
2 ভাগ ওজনের হাইড্রোজেন ও 70 ভাগ ওজনের ক্লোরিন বিক্রিয়া করে 72 ভাগ ওজনের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। |
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ওজনগত অনুপাত |
2 ভাগ ওজনের হাইড্রোজেন ও 70 ভাগ ওজনের ক্লোরিন বিক্রিয়া করে 72 ভাগ ওজনের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে।
|
অ্যাভোগাড্রোর সূত্র অনুসারেঃ একই তাপমাত্রা ও চাপে গ্যাসীয় পদার্থের অণু সংখ্যার অনুপাত ই আয়তনের অনুপাত । |
হাইড্রোজেন:ক্লোরিন:হাইড্রোক্লোরিক অ্যাসিড = 2:70:72 |
- C-12 স্কেল অনুযায়ী পারমাণবিক ভর : কোনো মৌলের একটি পরমাণু একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যায় হল ওই মৌলের পারমাণবিক ভর বলে।
- C-12 স্কেল অনুযায়ী আণবিক ভর : কোনো মৌলের একটি অণু একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যায় হল ওই মৌলের আণবিক ভর বলে।
- গ্যাসের বাষ্পঘনত্ব বা প্রমাণ ঘনত্ব : একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর ও সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাসের বাষ্পঘনত্ব বলে ।
- বাষ্পঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক : গ্যাসের আণবিক ভর = ২ × গ্যাসের বাষ্পঘনত্ব
- ভরের সংরক্ষন সুত্রঃ পদার্থের ভর অবিনশ্বর । একে সৃষ্টি বা ধংস করা যায় না । কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে ।
সবচেয়ে বেশী ব্যাবহৃত মৌলের পারমাণবিক গুরুত্ব
মৌলের নাম | মৌলের চিহ্ন | পারমাণবিক ভর (AMU) |
---|---|---|
হাইড্রোজেন | H | 1 |
কার্বন | C | 12 |
নাইট্রোজেন | N | 14 |
অক্সিজেন | O | 16 |
সোডিয়াম | Na | 23 |
ম্যাগনেসিয়াম | Mg | 24 |
ফসফরাস | P | 30.97 |
সালফার | S | 32 |
ক্লোরিন | Cl | 35.5 |
পটাশিয়াম | K | 39 |
ক্যালসিয়াম | Ca | 40 |
লৌহ | Fe | 56 |
কপার | Cu | 63.54 |
জিংক | Zn | 65.4 |
সিলভার | Ag | 107.87 |
- রাসায়নিক বিক্রিয়ার ওজন সংক্রান্ত গননা করার সময় কি মেনে চলব ?
- রাসায়নিক বিক্রিয়ার সমিকরন সঠিক ভাবে লিখতে হবে ।
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আনবিক গুরুত্বকে অনুর সংখ্যা দ্বারা গুণ করে নিচে নিচে লিখতে হবে । নিচের মতঃ
3. গননায় একই একক ব্যবহার করতে হবে ।
কিভাবে গানিতিক সমস্যার সমাধান করবে ?
Q: 21 গ্রাম উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমান হাইড্রোজেন উতপন্ন হবে ?
এইধরনের গানিতিক সমাস্যার সমাধানে কি কি অবশ্যয় জানতে হবে
বিক্রিয়ায় কি কি পদার্থ অংশগ্রহন করে (বিক্রিয়ক) | লোহা ও স্টিম |
বিক্রিয়ক মৌল ও যৌগের সংকেত | লোহার সংকেত- Fe ও স্টিম এর সংকেত- H2O |
বিক্রিয়ায় কি কি পদার্থ উৎপন্ন হয় (বিক্রিয়াজাত) | হাইড্রোজেন ও ফেরোসো ফেরিক অক্সাইড |
বিক্রিয়ক মৌল ও যৌগের সংকেত | হাইড্রোজেন H2 ও ফেরোসো ফেরিক অক্সাইড Fe3O4 |
কিভাবে এইবার গানিতিক সমস্যার সমাধান করব ?
1 | বিক্রিয়াটির সমিকরন লেখ | Fe + H2O à Fe3O4 + H2 |
2 | বিক্রিয়ার সমিকরনের সমতাবিধান কর | 3Fe + 4H2O à Fe3O4 + 4H2 |
3 | প্রয়োজন অনুসারে আনবিক গুরুত্বকে অনুর সংখ্যা দ্বারা গুণ করে নিচে নিচে লিখতে হবে |