দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল একটিভিটি টাস্ক উত্তর Part 3 | কোন তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কী বোঝায়

1. কোনতড়িৎক্ষেত্রেরএকটিবিন্দুতেবিভবxভোল্টবলতেকীবোঝায়? উত্তর:কোনতড়িৎক্ষেত্রেরএকটিবিন্দুতেবিভবxভোল্টবলতেবোঝায়অসীমদূরত্বথেকেএকটিএককুলম্বধনাত্মকআধানকেওইবিন্দুতেআনতেএকজুলকার্যকরতেহবে। 2. কোনপরিবাহীরমধ্যদিয়ে16অ্যাম্পিয়ারতড়িৎপ্রবাহগেলেপ্রতিসেকেন্ডেতারমধ্যেদিয়েপ্রবাহিতইলেকট্রনেরসংখ্যানির্ণয়করো।(ইলেকট্রনেরআধান কোন তড়িৎ কোষের তড়িচ্চালক বল (EMF) 1.5 V বলতে কী বোঝায়

আমাদের ওয়েবসাইটে আমরা পঞ্চম থেকে দশম শ্রেনি পর্যন্ত পাঠ্য বিষয় ,সাজেশন ও মকটেস্ট প্রতিনিয়ত পোস্ট করি ।সব কিছু হাতের মুঠোয় পেতে আমদের মডেল অ্যাক্টিভটি টাস্ক অ্যাপ প্লে ষ্টোর ডাউনলোড কর ।

বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান মক টেস্ট (MCQ)


দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল একটিভিটি টাস্ক উত্তর । class 10 physical science model activity task 3


নিচের প্রশ্নগুলির উত্তর লেখ

1. কোন তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কী বোঝায়?

উত্তর: কোন তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটি এক কুলম্ব ধনাত্মক আধান কে ওই বিন্দুতে আনতে এক জুল কার্য করতে হবে।

class 7 science model activity task 2

2. কোন পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ( ইলেকট্রনের আধান $1.6\times {{10}^{-19}}$ কুলম্ব ধরে নাও)

উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে বলা হয়।
তাই এক্ষেত্রে প্রবাহমাত্রা 16 অ্যাম্পিয়ার । অর্থাৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 16 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে।
আমরা জানি, আধান= তড়িৎ প্রবাহ × সময়
প্রতি সেকেন্ডে প্রবাহিত মোট আধান $1.6\times {{10}^{-19}}$ কুলম্ব
একটি ইলেকট্রনের আধান এর মান $1.6\times {{10}^{-19}}$ কুলম্ব

অতএব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট ইলেকট্রন সংখ্যা $=\frac{q}{e}=\frac{16}{1.6\times {{10}^{-19}}}$ টি $=\frac{\not{1}\not{6}}{\not{1}\not{6}\times {{10}^{-20}}}$ টি

$=\frac{1}{{{10}^{-20}}}={{10}^{20}}$ টি

3. কোন তড়িৎ কোষের তড়িচ্চালক বল (EMF) 1.5 V বলতে কী বোঝায়?

উত্তর: কোন তড়িৎ কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায়, 1 কুলম্ব তড়িৎ আধান কে তড়িৎকোষটির মধ্যে নিম্ন বিভব বা ঋণাত্মক মেরু থেকে উচ্চ বিভব বা ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 10 জুল কার্য সম্পাদন করতে হবে।

ওহমের সূত্রটি গাণিতিক রূপ লেখ এবং লেখচিত্র অঙ্কন করো।

উত্তর :
ওমের সূত্র অনুযায়ী:
V=IR [V= বিভব প্রভেদ, I= তড়িৎ প্রবাহমাত্রা, R= পরিবাহীর রোধ ]

ওহমের সূত্রের I-V লেখচিত্র টি একটি মূলবিন্দুগামী সরলরেখা। লেখচিত্র টি নিচে দেওয়া হল:

মাধ্যমিক ভূগোলের অ্যাক্টিভিটি টাস্কের সব প্রশ্ন উত্তর