Class 10 Model activity part 4 2021 ( দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল এক্টিভিটি পার্ট 4 2021 ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। । এর আগেও আমরা 2020 সালের দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম, যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Part 4 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:
Class 10 model activity task Part 4 Physical science 2021 new
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4
ভৌত বিজ্ঞান
দশম শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো- (ক) বায়োগ্যাস (খ) পেট্রোল (গ) ডিজেল
(ঘ) কয়লা।
উত্তর: বায়োগ্যাস।
কারণ: দীর্ঘদিন চাপা পড়া দেহাবশেষ বা জীবাশ্ম থেকে বায়োগ্যাস তৈরি হয় না।
১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে– (ক)
সদ্ ও অবশীর্ষ (খ) অসদ্ ও অবশীর্ষ (গ) সদ ও সমর্শীর্ষ (ঘ) অসদ ও সমশীর্ষ।
উত্তর: কোন উত্তর লেন্সের ফোকাস এর মধ্যে বস্তুকে রাখলে প্রতিবিম্ব হবে অসদ ও
সমশীর্ষ।
১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো- (ক) KH (খ) NaCI (গ) CaCl2 (ঘ)
CH4।
উত্তর: উত্তর: CH4 ।
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো।
উত্তর: গ্যাস ধ্রুবকের (R) SI একক হলো জুল.মোল-1 K-1
২.২ পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?
উত্তর: পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের যে মৌলটি একেবারে বা দিকে অবস্থিত তার পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়।
উল্লেখ্য যে, পর্যায়সারণিতে ফ্রান্সিয়াম (Fr) এর পারমাণবিক ব্যাসার্ধ এর মান সর্বাধিক হয়।২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত?
উত্তর: লিথিয়াম হাইড্রাইড এর Li+ ক্যাটায়ন ও H- অ্যানায়ন এর ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত।ক্লাস টেন ফিসিক্যাল সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিউ ২০২১
৩.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো।
৩.২ কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায়?
৪.১ 760mm Hg চাপে ও 273K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।
Mocktest | দশম শ্রেণী মকটেস্ part 4 | Class 10 Mock Test
আরও পড় | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান | অধ্যায় রাসায়নিক গণনা | Class 10 Physical science
আশা করি আজকের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।
কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।
------ সমাপ্ত -----
অতিরিক্ত প্রশ্নাবলী
বায়োগ্যাস কি জীবাশ্ম জ্বালানি?
উত্তরঃ- না, বায়োগ্যাস আসলে
কোন জৈব পচা জিনিস থেকে তৈরি হওয়া গ্যাস। জীবাশ্ম জ্বালানি হতে গেলে
দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে তা তৈরী হতে হয়।
গ্যাস ধ্রুবকের এর এসআই একক কি?
উত্তরঃ- গ্যাস ধ্রুবকের
এসআই একক হল জুল মোল-1 K-1
উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে?
উত্তরঃ- প্রতিবিম্ব কী বস্তু যেদিকে ঠিক সেই দিকে f এবং 2f মধ্যে অবস্থিত
হয়।
কোন আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন এর ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত?
উত্তর: লিথিয়াম হাইড্রাইড এর Li+ ক্যাটায়ন ও H- অ্যানায়ন এর ইলেকট্রন
বিন্যাস হিলিয়াম পরমাণুর মত।
▣ গ্যাস ধ্রবক R কে কি বলে?
উত্তরঃ- সার্বজনীন গ্যাস ধ্রুবক।
গ্যাস ধ্রুবক R এর একক কি?
উত্তরঃ- জুল মোল-1 K-1
পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান কিভাবে বাড়ে কমে?
উত্তরঃ- পর্যায় বরাবর ডানদিক থেকে বাম দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। শ্রেনি বরাবর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে।
লিথিয়াম হাইড্রাইড এর আয়ন দুটির ইলেকট্রন বিন্যাস কোন পরমাণুর মত?
উত্তরঃ- হিলিয়াম পরমাণুর মত।
পর্যায়সারণিতে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?
উত্তরঃ- পর্যায়সারণিতে ফ্রান্সিয়াম (Fr) এর পারমাণবিক ব্যাসার্ধ এর মান সর্বাধিক হয়।