সপ্তম শ্রেণীর নতুন গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 7 Mathematics new model activity task 2021 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা এই পর্বে তোমাদেরকে দেখালাম। আশা করি পূর্বের মডেল টাস্কের মত এই new Class 7 Model activity task Mathematics 2021 পছন্দ হবে। তাহলে চল শুরু করা যাকঃ
সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিটভিটি টাস্ক ২০২১
Class 7 Model Activity mathematics task 2021
ক্লাস সেভেন এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 গণিত পার্ট 4
Class 10 model activity task Mathematics 2021 new
সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021
গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
গণিত (Mathematics)
সপ্তম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(i) তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে, তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত?
(a) 5:50 (b) 10:1 (c) 50:5 (d) সম্ভব নয়
উত্তরঃ (d) সম্ভব নয় ।
ব্যাখ্যাঃ কারন অনুপাত সমজাতীয় রাশির মধ্যে হয়। এক্ষেত্রে উচ্চতা এবং ওজন আলাদা রাশি ।
(ii) x = 3 এবং y = 5 হলে, নীচের কোন সংখ্যামালার মান (-8) হবে?
(a) x+y (b) x – y (c) -x+y (d) -x-y
উত্তরঃ (d) -x-y
(iii) P,Q,R ক্রমিক সমানুপাতী হলে P ,Q এবং R-এর মধ্যে সম্পর্ক হলো
(a) $\frac{P}{Q}=\frac{R}{P}$ (b) $\frac{Q}{P}=\frac{R}{Q}$ (c) $\frac{R}{P}=\frac{Q}{R}$ (d) 2Q=P+R
উত্তরঃ (b) $\frac{Q}{P}=\frac{R}{Q}$
2. অতি সংক্ষেপে উত্তর লেখো :
i. 3 : 4 = 15 : (15+K) হলে, k-এর মান কতো হবে?
সমাধানঃ
$3:4=15:\left( 15+k \right)$
বা, $45+k=60$
বা, $k=60-45=15$
উত্তরঃ k এর মান 15 ।
ii. একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60° হলে, সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমানের অনুপাত কি হবে?
সমাধানঃ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হয়।
আরেকটি কোণের মান 60° ।
অর্থাৎ, তৃতীয় কোণের মান { 180° - (90° + 60°) }
= (180° - 150°)
= 30°
এখন , সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমানের অনুপাত 30° : 60° = 1:2
iii. $(-2{{x}^{2}}+x)$ থেকে কতো বিয়োগ করলে বিয়োগ ফল x হবে?
সমাধানঃ $(-2{{x}^{2}}+x)\ -\ x$ বিয়োগ করলে বিয়োগ ফল x হবে ।
$\therefore \quad (-2{{x}^{2}}+x)\ -\ x$
$=-2{{x}^{2}}+x-\ x$
$=-2{{x}^{2}}$
উত্তরঃ $-2{{x}^{2}}$ বিয়োগ করতে হবে।
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
i. সংখ্যারেখায় (6) + (-2)-কে দেখাও।
ii. প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো: $14{{x}^{4}}{{y}^{6}}-21{{x}^{3{{y}^{5}}}}\ ,\ -7{{x}^{3}}{{y}^{4}}$ যেখানে $x\ne 0,y\ne 0$
সমাধানঃ
4. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠ABC অঙ্কন করো যার মান 60° । CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দাও। ∠ABD-কে BE দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং ∠ABE-এর পরিমাপ লেখো।
এই জ্যামিতি অঙ্কন টি কিভাবে করবে টা নিচের ভিডিও তে দেখে নাও ।