সপ্তম শ্রেনি গণিত মডেল অ্যাক্টীভিটি টাস্ক উত্তর
নীচের প্রশ্নগুলির উত্তর দাও
১। অনুপাত বলতে দুটি ________ রাশির তুলনা বোঝায়।
উত্তরঃ সমজাতীয়।
২। অনুপাতে কোনো _________ নেই।
উত্তরঃ একক।
৩। - এতে নিধান _______।
উত্তরঃ এতে নিধান হল a
৪। যদি a:b=2:3 এবং b:c=2:3 হয়, তবে a:b:c = কত?
উত্তরঃ
$\begin{align}
& a:b=2:3 \\
& b:c=2:3 \\
& \therefore a:b:c=(2\times 2):(2\times 3):(3\times 3) \\
& \therefore a:b:c=4:6:9 \\
\end{align}$
৫। 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে প্রথম বন্ধু যা পায় , দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় ?
উত্তরঃ
ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা।
অতএব, দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা।
অতএব, তৃতীয় বন্ধু পায় টাকা। টাকা।
প্রথম বন্ধুর প্রাপ্য : দ্বিতীয় বন্ধুর প্রাপ্য : তৃতীয় বন্ধুর প্রাপ্য =$1:2:\frac{3}{2}$ = $2:4:3$
অতএব, 9000 টাকা ভাগ করলে ,
প্রথম বন্ধু পাবে $=9000\times \frac{2}{2+4+3}$ টাকা $=\overset{1000}{\mathop{9}}\,\not{0}\not{0}\not{0}\times \frac{2}{{\not{9}}}$ টাকা = 2000 টাকা।
দ্বিতীয় বন্ধু পাবে $=\overset{1000}{\mathop{9}}\,\not{0}\not{0}\not{0}\times \frac{4}{{\not{9}}}$ টাকা = 4000 টাকা।
তৃতীয় বন্ধু পাবে $=\overset{1000}{\mathop{9}}\,\not{0}\not{0}\not{0}\times \frac{3}{{\not{9}}}$ টাকা = 3000 টাকা।
বিঃ দ্রঃ – সপ্তম শ্রেণীর সমস্ত মডেল অ্যাক্টীভিটি টাস্ক ছাড়াও আমাদের ওয়েবসাইটে অন্যান্য ক্লাসের প্রশ্ন - উত্তর আমারা প্রকাশ করে থাকি । বন্ধুদের সাথে এই উত্তর পত্র অবশ্যয় শেয়ার করার অনুরধ রইল।